Breaking News

এ জে আর কুরিয়ার এন্ড পার্শ্বেল সাার্ভস


এ জে আর কুরিয়ার এন্ড পার্শ্বেল সার্ভিস বাংলাদেশে খুব কম সময়ে ভালো মানের সেবা নিয়ে এসেছে বাংলাদেশের ক্ষদ্র , মাঝারি ও ছোট উদোক্তাদের জন্য। বিগত বছর গুলোতে শুধু মাত্র পার্শ্বেল সার্ভিস নিয়ে সেবা দিয়েছে এ জে আর পার্শ্বেল সার্ভিস বর্তমানে শুধু পার্শ্বেল নয় এরা ডকুমেন্ট সার্ভিস নিয়েও সেবা দেয়া শুরু করেছে। 

ডকুমেন্ট ও নন-ডুকমেন্ট (চিঠি - পলিব্যাগ ) সার্ভিস খুব অল্প সময়ে শুরু করলেও তা এখন সাধারন জনগনের মাঝে এক আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে। তবে তারা প্রতিটি থানা পর্যায়ে এজেন্ট নিয়োগ শুরু করেছে। তবে তাদের এজেন্ট নিতে আগ্রহী ব্যাক্তিগন এজেআর এর নিজস্ব শাখা গুলোতে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন। অথবা হটলাইন নাম্বারে কথা বলেও বিস্তারিত জানতে পারেন।

এজেআর পার্শ্বেল এন্ড কুরিয়ার সার্ভিস দেশের প্রতিটি নামি দামি কুরিয়ার সার্ভিস এর চেয়ে অনেক গুন কম ভাড়ায় পন্য পরিবহন করে থাকে। তবে এদের মান নামি -দামি কুরিয়ারে চেয়ে বেশ কয়েক গুন ভালো। 

এজেআর কুরিয়া সার্ভিস এর ট্র্যাকিং সিস্টেম

এজেআর কুরিয়ারের সকল কার্যক্রম পরিচালিত হয় ম্যানুয়ার সিস্টেমে এদের কোন সফ্টওয়্যার ব্যবহার হয় না বা এদের কোন ট্র্যাকিং ব্যবস্থাও নেই।

No comments

info.kroyhouse24@gmail.com