Breaking News

উসমান (রঃ)-এর ইসলাম গ্রহণ

উসমান (রঃ)-এর বয়স তখন ৩৪ ছুঁই ছুঁই। একদিন তাঁর খালা সুন্দা বিন্তু কুরাইয তাঁকে রাসূলুল্লাহ (সল্লল্লাহু আলাইহে ওয়াসাল্লাম)-এর নুবুওয়াত সম্পর্কে অবহিত করে ইসলাম গ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন। তিনি আরো সুসংবাদ দেন যে, রাসূল তনয়া রুকাইয়াহ-এর সাথে তাঁর বিয়ে হবে।

এই ভবিষ্যদ্বাণী শুনে উসমান (রঃ) খুবই অবাক হন, কারণ ইতোপূর্বে আবূ লাহাবের পুত্র উতবার সাথে রুকাইয়াহর বিয়ে সম্পন্ন হয়েছে। পরদিন বন্ধু আবুবকর ছিদ্দিক (রঃ)-এর সাথে দেখা হলে তিনি তাঁকে ইসলামের দাওয়াত দিয়ে বললেন, "উসমান! তুমি তো ধীরস্থির, সত্যমিথ্যার কোন কিছুই তোমার কাছে গোপন নয়।

আমাদের জাতি যে মূর্তিপূজা করে এর কোন অর্থ আছে? এগুলো কি নিথর পাথর নয়? এরা কি শুনতে পায়, উপকার-অপকার করতে পারে?' উসমান (রঃ) বললেন, 'আপনার কথাই সঠিক।'

তখন আবূ বাকর (রঃ) বললেন, ‘তোমার খালা ঠিকই বলেছেন, মুহাম্মাদ ইবনু 'আবদিল্লাহ, ইনিই আল্লাহ্র রাসূল, আল্লাহ তা'আলা তাঁকে রিসালাত সহকারে মানবজাতির কাছে প্রেরণ করেছেন।

তুমি কি তাঁর কাছে যাবে?' আবূ বাকর (রঃ)-এর এই আহবানে সাড়া দিয়ে উসমান (রঃ) দ্বিধ ছাড়াই কালবিলম্ব না করে রাসূলুল্লাহ (সল্লল্লাহু আলাইহে ওয়াসাল্লাম)-এর কাছে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেন।

প্রথমদিকে যারা ইসলাম গ্রহণ করেছিলেন উসমান (রঃ) তাঁদের একজন হওয়ার সৌভাগ্য অর্জন করলেন। রাসূলুল্লাহ (সল্লল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) 'দারুল আরকামে প্রবেশের পূর্বে উসমান (রঃ) ইসলাম গ্রহণ করেন। আবু ইসহাক বলেন,

আবু বাকর, আলী ও যায়িদ ইবনু হারিছা (রঃ)-এর পর (পুরুষদের মাঝে) প্রথম যিনি ইসলাম গ্রহণ করেন তিনি হলেন 'উসমান (রঃ)
সিরিয়া থেকে ফেরার পথে বিস্ময়কর এক ঘটনা ঘটে যা তাঁকে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করে। নতুন দীনে দীক্ষিত হওয়ার পর উসমান (রঃ) বলেন, 'হে আল্লাহর রাসূল! অতি সম্প্রতি আমি সিরিয়া থেকে ঘুরে এলাম। ফেরার পথে মু'আন ও যারকা'র মাঝামাঝি এক স্থানে আমরা বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ এক আহবানকারীর আওয়াজ শুনতে পেলাম, 'দ্রুত যাও; মাক্কায় আহমাদ আবির্ভূত হয়েছেন।' তারপর আমরা মাক্কায় এসে আপনার (নুবুওয়াতের) কথা শুনলাম।
উসমান (রঃ) ইসলাম গ্রহণের পর ঈমানের ওপর প্রতিষ্ঠিত থাকলেন শক্তিশালী পথ প্রদর্শক, ধৈর্যশীল-সহনশীল, তুষ্ট, ক্ষমাশীল-উদার ও পরোপকারী-দয়ালু বন্ধু হিসেবে; যিনি দানশীল, ব্যয়কুণ্ঠ নন, মুসলিমদের প্রতি সহানুভূতিশীল এবং দুর্বলের সাহায্যকারী। তাঁর ইসলাম গ্রহণে ইসলামের বর্শা শক্ত হয়। তাঁর খালা সুদা বিনতু কুরাইয বলেন:
“আমার কথাই সঠিক হল,
আল্লাহ উসমানকে হিদায়াত দিলেন,
তিনি তো সত্যের পথেই পরিচালিত করেন,
মুহাম্মাদকে অনুসরণ করে সে সঠিক মত গ্রহণ করল,
আমার মত হল এই যে তিনি সত্যবিমুখ নন।
প্রেরিত রাসূল তাঁর সাথে আপন কন্যার বিয়ে দিলেন,
দিগন্তে পূর্ণচন্দ্রের সাথে যেন সূর্যের মিলন হল।
হে হাশিমী পুত্র! আপনারই জন্য উৎসর্গীত হোক আমার প্রাণ,
আপনি তো সৃষ্টিকূলের জন্য প্রেরিত আল্লাহর বিশ্বস্ত বান্দা।”

No comments

info.kroyhouse24@gmail.com