Breaking News

ক্বদরের কদর করি

কারো কাটছে রমাদান রবের অধীনে

কেউবা আছে নানা তামাশায় রত,
কেউবা চলছে সিয়াম-কিয়ামহীন
স্বেচ্ছা-স্বাধীন,খেয়াল-খুশি মতো।
রমাদানের নিয়ম মতো চলতে হবে
বাকি এগারো মাস,
চিরসুখের সেই আবাস পাবো
এই-ই তো অভিলাষ।
শেষ দশকের বেজোড় রাতে
কদর খোঁজায় অবহেলা মোটে নয়,
পরিশেষে আফসোস করে
না হয় যেনো হতভাগা হওয়ার ভয়।
মাগফিরাতের দিন দশেকে
প্রভুর ক্ষমা পেলে,
আর কি লাগে এ জীবনে?
হিসেব সরাই দূরে ঠেলে।
ক্বদর রাতের কদর জেনে
চলো রাত কাটাই কান্নাতে,
প্রভুর অশেষ ক্ষমা নিয়ে
মিলবো সবে জান্নাতে।
কেমন করে তব ক্ষমা পাবো?
চিন্তারা ক্লান্ত ভেবে ভেবে,
ক্ষমা চাইলে- ওয়াদা রবের
মোদের ক্ষমা করেই দেবে।
শ্রেষ্ঠ এ রাত সকল আকুতির
আছে সবার জানা,
কবুল করো মোদের চাওয়া
ইয়া গফুর! ইয়া রব্বানা!


"বন্ধুত্ব"

"বন্ধুত্ব" হাজার জনের সাথেই হতে পারে
কিন্তু! টিকে থাকে তার সাথেই
যার সাথে মিলে মন- মানসিকতা।
বন্ধুত্ব একটি শব্দ নয়
অনুভূতির গোটা বিশ্ব।
যতই লুকানো দুঃ'খ ক'ষ্ট থাক না কেন
একজনের কাছে অন্যজনের সবি স্পষ্ট।
বন্ধুত্বের সমতুল্য
প্রেমিক-প্রেমিকাও হয় না।
প্রেমিক-প্রেমিকা ছেড়ে যায়
প্রকৃত বন্ধু কখনোই না।
নিত্যনতুন বন্ধু তৈরি করা
খুবই সহজ একটি কাজ
কোন কঠিন কাজ নয়।
কিন্তু! একটি বন্ধুকে সারাজীবন-
টিকিয়ে রাখাতে পারা
জীবন যুদ্ধের সেরা জয়।
বন্ধুত্বের মুল্য শুধু তারাই জানে
যারা বন্ধু হিসেবে পেয়েছে তেমন কাউকে।
কিংবা নিজে হতে পেরেছে
বন্ধুত্বের ডোরে বেঁধে রাখকু সবাই সবাইকে।

No comments

info.kroyhouse24@gmail.com