সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাঃ লিঃ এর অনলাইন ও ট্র্যাকিং সুবিধা
সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাঃ লিঃ প্রায় ৪০ বছর ধরে বাংলাদেশ তথা দেশের বাহিরেও কুরিয়ার সেবা প্রদান করে আসছে। তবে শুরুতে সুন্দরবন কুরিয়ারের কোন সফ্টওয়্যার ছিল না। সুন্দরবন কুরিয়ার সার্ভিস কুরিয়ারের ধারনাকে কাজে লাগিয়ে নিজস্ব ইঞ্জিনিয়ার দ্বারা সফ্টওয়্যার তৈরি করে অনলােইন সেবা দিয়ে যাচ্ছে দেশের ১৮ কোটি মানুষের কাছে।
আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিস বা সুন্দরবন পার্শ্বেল সার্ভিস এ যে কোন পন্য , ডকুমেন্ট নন-ডকুমেন্ট ছোট -বড় পন্য , খাট , সোফা, টিভি সহ যে কোন পন্য সুন্দরবনে পাঠালেই তাদের ডেটাবেজে আপনার নাম্বার সেভ হয়ে থাকে আপনি যদি একবার পাঠান তবে ২য় বার আপনার নাম্বার চাপার সাথে সাথে আপনার নাম ও ঠিকানা চলে আসবে।
আপনি আপনার পন্য বেশ কয়েকটি ধাপে ট্র্যাকিং করতে পারবেন সহজ তিনটি মাধ্যম হলো -
১। সেন্ডার মোবাইল নাম্বার মানে যে পাঠাচ্ছে তার নাম্বার দিয়ে ট্র্যাকিং করতে পারবেন।
২। রিসিভার মোবাইল নাম্বার মানে যে পাবে তার মোবাইল নাম্বার দিয়ে ট্র্যাকিং করতে পারবেন।
৩। সি এন নাম্বার আপনি কোন পন্য বা মালামাল বুকিং দিলে একটি মানি রিসিট/ সিএন কপি দিবে তার উপরে কিউআর কোড এর নিচে কিছু নাম্বার থাকবে সেগুলোই হলো সিএন নাম্বার সাধারনত সিএন নাম্বার হয় ১৪ ডিজিটের।
সুন্দরবন কুরিয়ার সার্ভিস ট্র্যাকিং সিস্টেম
আপনি গুগোলে গিয়ে সার্চ করুন SCS CN Tracking ( Sundarban Courier Service Consignment Number Tracking) অথবা পুরো নাম লিখলেও চলে আসবে।
আপনি গুগোলে সার্চ দিলে এমন চিত্র দেখতে পাবেন প্রথামের দুটি আইপি নাম্বার দিয়ে এবং ৩য় নাম্বার টি ওয়েব সাইট আসে https://tracking.sundarbancourierltd.com এই তিনটি-ই সুন্দরবন কুরিয়ারের নিজস্ব ট্র্যাকিং লিংক আপনি যে কোনটিতে ক্লিক করে আপনার পন্যটি কোথা আছে কোন গাড়িতে আছে বা কোন অফিসে আছে। পন্যটি ডিলিভারীর জন্য প্রস্তুত করা আছে কি না সকল তথ্যই পাবেন ট্র্যাকিং এর মাধ্যমে।
No comments
info.kroyhouse24@gmail.com