Breaking News

মেডামের বোরকাওয়ালি মেয়ে । পর্ব - ৮

মা--আচ্ছা সাবধানে যা,,

আমি বাসার বাইরে এসে আমার চোখ কপালে,,
কারন,,,
সামিয়া মানে বোরকাওয়ালি,, আমার বাড়ির সামনে
আমি ওর দিকে হা করে তাকিয়ে আছি,,,
সামিয়া--কি মিস্টার এইভাবে তাকাই আছেন কেন,,?মুখ টা বন্ধ করুন,,
ওর কথায় আমার ঘোর কাটল,,
আমি--কিকিছু না,,আপনি,, থুক্কু তুমি আমার বাসা কেমনে চিনলে,,?
সামিয়া--পরে জানতে পারবে,,
আমি--না এখন বল,,
সামিয়া--তুমাকে ফলো করে,,
আমি--কি,,??,
চুরের মতো আমাকে ফলো করছ,,আমাকে বললে আমি তুমাকে নিয়ে আসতাম না নাকি,,?
সামিয়া--আচ্ছা স্কুলের টাইম চলে যাচ্ছা,,এখন যাওয়া যাক,,
আমি--না আজকে স্কুলে যাব না,,তুমাকে নিয়ে ঘুরতে যাব,,
((এই কথা শুনে জারা তো মহা খুশি,,))
তবুও খুশি মনের মধ্যে রেখে,,

সামিয়া--উরপে জারা,,--কি স্কুল বাদ দিয়ে ঘুরতে যাওয়া,,,না আগে স্কুল তারপর,,
আমি--প্লিজ,,তুমাকে একটা কথা বলার ছিল,,
+জারা তো জানেই আমি ওকে কি বলব,,)
সামিয়া--আগে ক্লাস করব,, তারপর যাব ঠিক আছে,,,
আমি--আচ্ছা,,(মুখটা বাপ্পারাজের মত করে)
তারপর দুজনে স্কুলে চলে এলাম,,
যখনি গেইট দিয়ে ঢুকতে যাবো,, তখনি,,
আমদের সামনে মেম কে দেখতে পায়,,
মেম অামাদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে,,,
ওইদিকে জারা আমি না দেখি মত চোখের ইশারা দিয়ে তার মাকে মানে মেমকে কি যেন শিখিয়ে দেয়,,,
মেম--রিয়াদ বাবা কেমন আছ,,?
আমি--জি ভালো,,, আপনি কেমন আছেন,,?
মেম--ভালো,,তা তুমার সাথে এই মেয়েটা কে,,,,
আমি--ও হচ্ছে সামিয়া,, এখানে নতুন ভর্তি হয়েছে,,,
মেম--তো ও তোমার সাথে কেন,,
আমি--না মানে,,,ও আর আমি একি রাস্তা দিয়ে আসি তো তাই একসাথে চলে এলাম,,
মেম--আচ্ছা তোমরা যাও,,

তারপর ক্লাস এর দিকে হাঁটা ধরলাম,,,
কিছুদুর যাওয়ার পর,,
সামিয়া--আচ্ছা মেম টার নাম কি,,(না জানার ভান করে)
আমি--ওনার নাম কটকটি,,?
সামিয়া--মানে,,?
আমি--আস্ত বজ্জাত মহিলা,,মনে মায়া দয়া বলতে কিছু নেই,,
((আমার কথা শুনে জারা তো রাগে আগুন,, তবুও রাগ কে বিস্কুট দিয়ে,, মানে কন্ট্রোল করল,,))আর মনে মনে‌ বলে তুই আমার সামনে
আমার মাকে বজ্জাতবলিস,,কুত্তা,বিলাই,শেয়াল,,
আরো‌ কতরকম যে প্রানির নাম বলল,,তা লিখতে কলমের কালি শেষ হয়ে যাবে,,,,
সামিয়া--কই,, আমার তো ওনাকে খুব শান্ত শিষ্ট মনে হচ্ছে,,
আমি--এএএ শান্ত শিষ্ট,, তুমি তো জানো না ওইদিন আমাকে মেরে পিজ্জা বানায় দিয়েছিল,,
কষ্ট করে পিজ্জা বানায় খাইতে পারেনাই,,
সামিয়া--কি বল,,

আমি--কি মাইর টা না দিছিল,,এক মাইরে তিন দিন বিছানায়,,,
এই দেখ ক্ষত গুলো এখনো আছে,,ওকে দেখিয়ে,,
ওই দিকে জারার আম্মু মানে শ্রদ্ধাভাজন বজ্জাত মেম ফোন করে আমার আম্মু সবকিছু বলে দেয়,,
ক্লাসে এসে আমি আমার জায়গায় জারা ওর জায়গায় চলে গেল,,
কিছুক্ষণ পর স্যার আসল,,,
আমি শুধু বোরকা ওয়ালির দিকে তাকিয়ে আছি,,
কখন যে স্যার ক্লাস শেষ করে চলে গেল টেরই পাইনি,,,,,
তারপর মেম আসল,, আমার মনোযোগ তখনো ওর দিকে,,

পড়ানোর ফাঁকে মেম এর চোখ আমার দিকে পড়তেই দেখে যে আমি এক নজরে জারার দিকে তাকিয়ে আছি,,
তখন মেম এর ঠোঁটের কোণে হাসি ফুটল,,
আবার মনে মনে ভাবে এইভাবে চলতে থাকলে তো ওর পরালেখা নোয়াখালী চলে যাবে,,
মেম--রিয়াদ,,?
মেম এর ডাকে আমার হুশ ফিরল,,
আমি--জি জি মেম,,
মেম--পড়ায় মনোযোগ দাও,,, সামনে পরিক্ষা,, এইভাবে করতে থাকলে তো তুমার ভবিষ্যতে অন্ধকার,,
আমি--সরি মেম,,,
মেম--হুম পড়ায় মনোযোগ দাও,,
আমি পড়ায় মনোযোগ দিলাম,,
দেখতে দেখতে মেম এর ক্লাস শেষ,,
তারপর একে একে সব ক্লাস করে,,,বের হলাম,,
সামিয়ার জন্য অপেক্ষা করতেছি,
ও আসলে,,
আমি--তাহলে যাওয়া যাক,,,,
সামিয়া--হুম,,
তারপর দুজনে হাঁটতে লাগলাম,,,,
একটা দুকানের পাশে এসে,,,
আমি--তুমি একটু দাঁড়াও আমি যাব আর আসব,,।
সামিয়া--ওকে,,
আমি--দুকানে গিয়ে একটা মিনি লাক্স সাবান কিনলাম,,(সামিয়া কে প্রপোজ করার জন্য))
সামিয়ার কাছে এসে।
আমি--চল,,
তারপর দুজনে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে এলাম,,,
এসে দুজনে দাঁড়িয়ে আছি,,
কিছু বলছি না,,

((ওইদিকে জারা মনে মনে বলছে,, হারামি কিছু বলছে না কেন,, আমার তো আর তার সয়ছে না,,))
সামিয়া--তুমি কি জানি বলবে বলছিলে,,বললে বল না বললে বাই,,
আমি একধ্যনে ভাবছি কি ভাবে শুরু করব,, জারার কথা আমার কানে ঢুকেনাই,
সামিয়া--কি হল,,(গা ধাক্কা দিয়ে)
আমি--ভাবছি,,
সামিয়া--কি ভাবছ,,
আমি--,,বলতে ভয় করতেছে
সামিয়া --ভয় নেই বলে ফেল,,,
আমি--জানি না কিভাবে বলব,, তবুও না বলে থাকতে পারবো না,,
এই বলে পকেট থেকে লাক্স সাবান টা বের করে,,,
ওর সামনে হাঁটু গেড়ে বসে,
আমি--আমি তুমার চোখের মায়ায় সেই প্রথম দেখায় পড়ে গেছি,,, তোমার চোখ গুলো আমাকে কেমন মানি টানে,,আমি তুমার চোখের মায়ায় সারাজীবন পড়তে চাই,,,, আমি তুমার শীতের চাদর হতে চাই,, তুমি কি আমায় তুমার সাথে সারাজীবন পথ চলার সুযোগ দিবে,,? তোমার চোখের মায়ায় পড়তে কখন যে তুমায় এ মনে জায়গা দিয়ে ফেলেছি,,তা আমিও টের পায় নি,,, আমি তোমায় ভালোবেসে ফেলেছি,,I love you,,সাবান‌টা ওর দিকে এগিয়ে দিয়ে,,,,

((() বাস্তবে কাউকে সামনাসামনিএইভাবে প্রপোজ করতে পারবো না,,কারন আমি খুব লাজুক,())))
ও আমার হাত থেকে সাবান টা নিয়ে উচ্চ স্বরে হাসতে লাগল,,
আমি--কি হল আমি তো হাসার মতো কিছু বলিনি,,তুমাকে কত সুন্দর করে প্রপোজ করলাম,,
এইভাবে কবিও পারবেনা,,

সামিয়া--এইটা কি,,((সাবান টা দেখিয়ে))
আমি--কেন সাবান,আর কি,,
সামিয়া--সাবান দিয়ে কেউ প্রপোজ করে,,, সবাই করে গোলাপ দিয়ে,,আর তুমি হাহাহা,,
আমি--এটা যেই সেই সাবান না,,এইটা হচ্ছে হাজারো গোলাপ এ সমৃদ্ধ লাক্স সাবান,, আমি তোমাকে হাজার গোলাপ দিয়ে প্রপোজ করলাম,,
সামিয়া--এইটা তো আগে ভাবি নি,,
আমি--রাখ তোমার ভাবাভাবি,,আগে আমার উত্তর দাও,,
সামিয়া--কিসের উত্তর,,?(না জানার ভান করে),,
আমি--ইস নেখা,, আমি যে এতক্ষণ কষ্ট করে প্রপোজ করলাম,,তার উত্তর,,
সামিয়া--আমার সময় লাগবে,,,((কিন্তু জারার ইচ্ছে করছে এখন চিৎকার করে বলতে,, রিয়াদ আমিও তোমাকে ভালোবাসি,,,সেই‌ ছোট কাল থেকেই,, কিন্তু এখন বললে সব মজা চলে যাবে তাই তাই একটু ভাব নিচ্ছেন,,))
আমি--ওকে কাল,, আমাকে জানাবে,, অবশ্যই হ্যা শুনতে চাই,,
জারা--আজ তাহলে চল,, আম্মু চিন্তা করবে,,
আমি--ওকে চল,,
যখনি হাঁটা ধরব তখনি....

চলবে.....

No comments

info.kroyhouse24@gmail.com