কিছু মানুষ
কিছু কান্নার হয়না আওয়াজ
কিছু মানুষের হৃদয় কালো
যদিও লাগে দেখতে বেশ।
কিছু মানুষ স্বার্থ ছাড়াই
দিয়ে যায় তার সর্বশেষ!
কিছু মানুষ খুব পজিটিভ
অন্যের দোষ খুঁজে বেড়ায়।
কিছু মানুষ এমনও আছে
সহযোগিতার হাত বাড়ায়!
কিছু মানুষ হারাম খেয়েও
হালাল কথার গল্প শুনায়।
কিছু মানুষ এমনও আছে
অল্প পেয়েও শুকর জানায়!
কিছু মানুষ মন্দ কাজেও
পায়না কভু আল্লাহর ভয়।
কিছু মানুষ এমনও আছে
দ্বীনের জন্য কষ্ট সয়।
যে চইলা যাইতে চায়
যে চইলা যাইতে চায়, তারে তুমি চইলা যাইতেই দেও।
পৌষের রাতে
তার জন্য তুমি কান্না কইরো না আর।
যে চইলা যায় তারে বইলা দিও,
সে যেন তার আগাগোড়া সবটা সাথে কইরাই নিয়া যায়।
তোমারে একা ফালায়া,
যে মানুষটা তোমার চোখ জল মাড়ায়া গেলো;
তারে তুমি অলক্ষ্যেও দু'ফোটা চোখের জল দিও না আর।
No comments
info.kroyhouse24@gmail.com