Breaking News

মেডামের বোরকাওয়ালি মেয়ে । পর্ব - ৯


আমি--ওকে চল,,
যখনি দুজনে হাঁটা ধরলাম অমনি সামিয়া হোচট খেয়ে,, সুজা আমার উপর পড়ল,,,
সামিয়া নিজের অজান্তেই আমাকে জড়িয়ে ধরল,
আহা কি ফিলিংস,,,বলে বুঝাতে পারবো না,,
আমি--এই আমার কেমন কেমন যানি লাগছে,,
এই বার তো ছাড়,,
সামিয়া --তাড়াতাড়ি ছেড়ে দিল,,, লজ্জায় মাথা নিচু করে আছে,,
আমি--হয়ছে আর লজ্জা পেতে হবে না,চল যাওয়া যাক,,
সামিয়া--হুম বলে,,হাঁটা ধরলো,,

আমি--আমি ওর পাশাপাশি হাঁটছি,,
তারপর দুজনে দুজনের বাসায় চলে আসলাম,,
বাসায় এসে দেখি আম্মু ঐ দিনের মতো হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে,,
আমি---আম্মু আজকে আবার কি করলাম,,?
আম্মু--কি করার বাকি রাকছস,,,
আমি--কি করলাম বলবে তো,,
আম্মু--বোরকা পরা মেয়েটা কে,
আমি--কোন বোরকা পরা মেয়ে,,?
আম্ম--আমি কিছু জানিনা মনে করছস,,আমাকে তুর মেম সব বলছে,,,
((এইরে কাজ সারছে,, এই বজ্জাত টা আমারে ঠান্ডা পানিতে চুবাইলো,,তাইতো বলি আম্মু কে দামি সংবাদ গুলো কে দেয়,,, এখন আম্মু কে কি বলি,,?))
আমি--ঐ বজ্জাত টা তুমাকে কি বলছে,,,??
আম্মু--দেক নেকামি করবি না,,ঝাড়ু পেটা করে তুর বাপের নাম ভুলায় দিব,,
আমি--আমি তো আব্বুর নাম সেই কবে ভুলে গেছি,, আবার নতুন করে ভুলার কি আছে,,
এই বলে সোফায় বসে পড়লাম,,
আম্মু--ঝাড়ু টা নিয়ে চলে গেল,, আবার ও কিছুক্ষণ পর ফিরে এসে আমার পাশে বসল,,,
আমি--চুপ করে বসে আছি

আম্মু--তা বাবা মেয়েটাকে কালকে একবার নিয়ে আসিস,,
আমি কথা শুনে আমার কাশি উঠে গেল,,,
আম্মু--কি হয়েছে এইভাবে কাঁশতেছিস কেন,,?
আমি-তুমার কথা শুনে,,
আম্মু--দেখ আমি কিন্তু তুর উপর রেগে নেই,, আমি দেখতে চাই আমার ছেলের কেমন পছন্দ,,
আমি--সত্যি বলছ,,
আম্মু--সত্যি,, আমার কপালে চুমু খেয়ে,,
(((মায়ের কথা শুনে আমার তো প্লাজু ড্যান্স দিতে ইচ্ছে করছে,, আমি ভাবতে ও পারিনাই যে মা এত সহজে মেনে নিবে,,))
আমি--ওকে কাল নিয়ে আসবনি,,আচ্ছা আমি রুমে গেলাম,,এই বলে রুমে চলে গেলাম,,
ঐ দিকে,,,----
জারা,, আজকে পার্কে ঘটে যাওয়া কথা গুলো শুয়ে শুয়ে ভাবছে,,আর মনে মনে হাসছে,,, আজকে ওর সবচেয়ে খুশির দিন,,,কারন আজকে ওর ভালোবাসার মানুষ ওকে প্রপোজ করেছে,,ও কি ভেবে গান ছেড়ে দিয়ে রুমের মধ্যে নাচানাচি শুরু করে,,
জারার আম্মু ওর রুমে এসে দেখে যে জারা নাচতেছে,,
মেম--কিরে তুই এইভাবে নাচতেছিস কেন,,,
কিন্তু জারার সেইদিকে কোন খেয়াল নেই,,ও নাচতেই আছে,,
মেম গিয়ে সুজা গান বন্ধ করে দিল,,

কিন্তু জারা তখনো নাচতেছে,,,
মেম--ওই জারা এইভাবে বানরের মতো লাফাচ্ছিস কেন,,
তবুও জারা নাচতেই আছে,,
মেম--জারররা,(চিৎকার দিয়ে))
এতক্ষণ এ জারার নাচ বন্ধ হল,,
জারা--ভয় পেয়,,,কেকেকে,,?
মেম--তুই এইভাবে লাপাচ্ছিস কেন,,বনর ওতো তুর থেকে ভালো নাচতে জানে,,
জারা সুজা গিয়ে,,ওর আম্মু কে জরিয়ে ধরল,,
মেম--আজ আমার মেয়ে এত খুশি কেন,,,?
জারা--মা আজ রিয়াদ আমাকে প্রপোজ করেছে,,,
মেম--কী,,😮🤔😮😮
জারা-হ্যা মা,,
মেম--তাহলে,,, আমার জামাই এর মনে লাড্ডু ফুটেছে,,
((আপানারা জামায় মানে বুঝেন নাই,,??--দাড়ান বুঝিয়ে বলি,,,আসলে আমার আর জারা বিয়ে সেই ছোট বেলা থেকেই ঠিক করা,, কিন্তু তা আমি জানি না,,, আমি বাদে সবাই জানে,,,))
জারা--পুরো কথাটা শুনলে,,হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে যাবে,

তারপর জারা তার মাকে সব বলল,,
মেম--তো হাসতে হাসতে শেষ,, ছেলে টা পারেও বটে,,তুই ও কিন্তু কম না,,
সকালে,,,,
স্কুলে সামিয়ার জন্য অপেক্ষা করতেছি,,
ধুর পেত্নি টা এখনো আসছে না কেন,,
অনেক্ষণ পর সামিয়া আসল,,
আমি--হাই,,, কেমন আছ,,?
সামিয়া--হ্যালো,, ভালো,,তুমি,,,?
আমি--ভালো,,,তা আমার উত্তর কই
সামিয়া--এখনি বলতে হবে,,?
আমি--হ্যা,,
সামিয়া--এইখানে না চল,, নদীর পাড়ে যায়,,আজ কে আর ক্লাস করব না,,,
আমি--ওকে চল,,,
তারপর দুজনে নদীর পাড়ে চলে আসলাম,,
সামিয়া--তুমার আর আমার তো সামনে পরিক্ষা,,,
আমি--হুম তো,,

সামিয়া--এখন যদি,,আমরা রিলেশনে জড়ায়,,তাহলে আমাদের পড়ালেখার ক্ষতি হবে,,
আমি---তুমি কি বলতে চাও ক্লিয়ার করে বল,
জারা--আমি তোমার প্রস্তাব এ রাজি আছি,,
আমি--সত্যি,,?(ওর হাত ধরে))
সামিয়া--কিন্তু আমার কিছু শর্ত আছে,,যদি মানতে পার,,তাহলে আমি ও রাজি,,
আমি--আমি তুমার সব শর্তে রাজি,,বল,,
সামিয়া--প্রথমত-মন দিয়ে লেখাপড়া করতে হবে,,
২য়-যতদিন না পরাক্ষা শেষ হচ্ছে ততদিন আমার সাথে যোগাযোগে করতে পারবে না,,মানে মোবাইল এ কোন যোগাযোগ করা যাবেনা,,, কিন্তু চাইলে স্কুলে একটু আধটু কথা বলতে পার,,
আমি--তারপর,?
সামিয়া--সবচেয়ে শেষ শর্ত,,ssc, পরিক্ষায় ভালো রেসাল্ট করতে হবে,, যেদিন ssc পরিক্ষার ভালো রেজাল্ট করতে পারবে সেদিন আমি নিজে থেকে তুমাকে প্রপোজ করব,,কি মানতে পারবে তো,,
আমি--সবগুলো পারব কিন্তু,, শেষের টা গেরান্টি দিতে পারছি না,,
((আসলে আমি ব‌ই কোন দিন ধরেছি আমার মনে নেই))
সামিয়া--তাহলে আমার কিছু করার নেই,,((তুমাকে পিরিয়ে দিতে আমারো খুব কষ্ট হচ্ছে,, কিন্তু কি করব বল,, এ ছাড়া আমার আর কোন উপায় নেই,,()
আমি--না না আমাকে পারতে হবে,, আমি তোমার জন্য সব করতে পারি,,
সামিয়া--তাহলে চলি,,বাই,,
আমি ওর হাত ধরে,,কয় যাও,,আমারো একটা শর্ত আছে,,
সামিয়া--কি,,

আমি--এখন আমার ধরে আমার পাশে বসতে হবে,,
সামিয়া--না তা হয়না,,এখনো আমাদের মাঝে কোন সম্পর্ক নেই,,
আমি--প্লিজ,,(করুন ভাবে))
সামিয়া--ওকে,,ধর,,
তারপর আমার হাত ধরে আমার পাশে বসে পড়ল,,
আমি--ও আমার হাত ধরার সাথে সাথে আমার গায়ে একটা ঝাঁকি দিয়ে উঠল,,
এইভাবে অনেক্ষণ বসে থাকার পর,,
আমি--সামিয়া তুমাকে আম্মু যেতে বলেছে,, আজকে আমার সাথে,,।
সামিয়া--কেন,,?আর তোমার আম্মু আমাকে কেমন। কেমন করে চিনে,,(না জানার ভান করে)
আমি--আর বলতা,কালকে ঐ বজ্জাত মেম টা আমাদের দুজনে কে একসাথে স্কুলে ঢুকতে দেখেছিল,,ওনি আম্মু কে ফোন করে বলে দিয়েছে,,
সামিয়া--+তুই আমার মাকে আবার বজ্জাত বললি,,তুলে আমি সময় হলে দেখে নিব,,) মনে মনে
সামিয়া--তাহলে কাল কে তো থেরাপি ভালো দিছে,,
আমি--আরে না,, আমার আম্মু আমাকে কিছু বলেনি,,আরো বলেছে আমার ছেলের পছন্দ কেমন,,
সামিয়া--তাহলে চল,, তুমার বাসা থেকে ঘুরে আসি,,,
তারপর দুজনে আমার বাসার দিকে হাঁটা ধরলাম,,
বাসায় এসে কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর দরজা খুলতেই,,
আমরা দুজনের চোখ কপালে,,,

চলবে.....

No comments

info.kroyhouse24@gmail.com