মেডামের বোরকাওয়ালি মেয়ে । পর্ব - ১০
বাসায় এসে কলিং বাজানোর পর দরজা খুলে দিতেই
আমাদের চোখ কপালে,,
কারণ আমার বাসায় ভেড়াম,,
আমি তো ভয়ে দাদার নাম জবতেছি,,
কিন্তু সামিয়া কে দেখে স্বভাবিক মনে হল,,
আমি---আআআপপপনি হঠাৎ এইখানে,,,?
মেম--আমার বান্ধবীর বাসায় আসছি আর কি,,
(((জানি না বজ্জাত টা আম্মু কে কি কি বলেছে,,আজ কপালে খুব খারাপি আছে,,মনে মনে মেম এর চৌদ্দ গুষ্টি কে একবার আসমানে তুলছি আবার পাতালে ফেলছি,,))
এইগুলো ভাবছি তখন,,
আম্মু--এই সুমা কে এল রে,,??((রান্নাঘর থেকে))
(+(জারা মায়ের নাম হচ্ছে সুমা)+)
মেম--তুর গুনধর ছেলে,,এসে দেখে যা সঙ্গে কাকে নিয়ে এসেছে,,
আম্মু দৌড়ে রান্না ঘর থেকে এল,,হাতে দেখি কুন্তী,,
((আজ আমি শেষ,,বুকে সাউন্ড বক্স চলতেছে))
আম্মু--কিরে তূর সাথে মেয়েটা কে,,?
আমি--ও হচ্ছে সামিয়া,,
আমি--সামিয়া ওনি আমার আম্মু,,আর ওনাকে তো চিন,, আমাদের বজ্জাত মেম,,((ওর কানে কানে বললাম,,))
আমার কথা শুনে জারার তো সেই রাগ উঠেছে,,
তবুও রাগকে ললিপপ দিয়ে শান্ত রাখছে,,
সামিয়া--আসসালা মু আলাইকুম,,
--ওয়ালায়কুমুছ ছালাম,,,((মা এবং মেম একসাথে++তাদের সাথে আমিও নিয়ে নিলাম))
মা--তো মেয়েটাকে এইখানে কেন নিয়ে আসলি,,
আমি--এমা তুমি কাল বললে না ওকে আজ বাসায় নিয়ে আসতে,,,,
তাই ওকে আজ নিয়ে এলাম,, এখন ভুলে গেলে,,
তুমি আমার মান সম্মান এর চানাচুর গেলে দিলে,,,
মা--ওও তাহলে তুমি সেই ,,আস মা ভিতরে আস,,,
তারপর সবাই ভিতরে ঢুকলাম,,,
সোফায় বসে,,
আমি--তুমরা কথা বল,, আমি গোসল করে আসি,,
মেম--আমার মেয়ের সাথে আবার নতুন করে কথা বলার কি আছে,,(মনে মনে বলছে আর মুচকি মুচকি হাসছে))
মা--যা তুরে এইখানে দরকার নেই,,
আমি--এখন তো আমাকে দরকার হবেনা,,বউ পেয়ে গেছ না,,(বিড়বিড় করে)
মা--ওই বিড়বিড় করে কি বলিস,,
আমি--কিছুনা,,এই বলে রুমে চলে গেলাম,,
ফ্রেশ হয়ে নিচে নামতে গিয়ে তখন অদের কথা গুলো শুনতে পেলাম,,
মেম--তুর ছেলের পছন্দ আছে বলতে হয়,,,
আম্মু--দেখতে হবে না ছেলেটা কার,,
মেম--তুর ছেলে যা ফাজিলের ফাজিল,,,
মেম এর কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল,,।
বজ্জাত টা শুধু আমাকে নিয়ে লাগে,,
আমি--মেম আপনি শুধু আমাকে নিয়ে থাকেন কেন,, সবসময় আমার সাথে রাগ দেখান,,, আমি আপনার সাথে কি ফাইজলামি করলাম,, আমার মত সাদাসিধে পুলারে আপনি ফাজিল বলেন,,((একটু নেকামো করে,,))
আমি--আম্মু তুমি তোমার বান্ধবী কে আমার পিছনে লাগতে নিষেধ কর,,,,
মেম--অই আমি তুর পিছনে কখন লাগলাম,, ভুলে যাসনা আমি তুর শাশু---বলেই আটকে গেল((কারণ আম্মু তার দিকে চোখ বড় বড় করে তাকালো))
আমি--কী,,
মেম--তুই বলে যাস না আমি তুর মেম,,
তখনি
আম্মু--ওই তুই চুপ কর,,হাতে এইটা দেখছিস,, (কুন্তী দেখিয়ে)
আমি--ভয়ে আর কিছু বললাম না,,
আমি গিয়ে সোফায় বসে পড়লাম,,
আম্মু--তুরা কথা বল,, আমি খাবার রেডি করি,,
সামিয়া--আন্টি আমাকে বাসাই যেতে হবে,,,অন্য আরেকদিন আসব,,আজ আসি,,
আম্মু--না তা বল্লেন হবে না,,আজ প্রথম এলে না খাইয়ে ছাড়ছি না,,
জারা--এএ প্রথম এলাম,, আন্টি দেখতেছি ভালো অভিনয় করতে পারে,,(মনে মনে (
তারপর আম্মু খাবার সাজাতে চলে গেল,,,
খাবার সাজানোর পর আমাদের খাবার খেতে ডাকলে আমরা টেবিলে গিয়ে বসলাম,,
আম্মু আর সামিয় পাশাপাশি বসছে,,
আমি--খাবার নিয়ে খাওয়া শুরু করলাম,,,
তখনি
আম্মু--মা তুমি খাবার না খেয়ে এইভাবে বসে আছ কেন,,?
তারপর সামিয়া আম্মুর কানে কানে কি মানি বলল,,
আম্মু--ওই রিয়াদ তুই রুমে গিয়ে খা,,,
আমি--কেন এইখানে খেলে কি হয়ছে,,
আম্মু--সামিয়া তুর সামনে খেতে চাইছে না,,
((বুঝতে পারছি সামিয়া আমার সামনে গেলে আমি ওর মোক দেখে নিব,,তাই আমার সামনে খাচ্ছেনা,, আমি ও এত সহজে যাবনা,,))
আমি--আমার সামনে গেলে কি হয়ছে,, আমি কি ওর খাওয়ার দিকে তাকায় থাকব নাকি,,
মা--তুই রুমে যাবি কিনা বল,,
আমি--না আমি এখানেই খাব,,,
মেম মুচকি মুচকি হাসতেছে,,
মা--না তুই রুমে যাবি ব্যাস,, চেয়ার থেকে উঠতে উঠতে
অবস্থা ভালো না,, এখান থেকে কেটে পড়ায় ভালো,,
আমি--ওকে যাচ্ছি,,,
এই বলে খাবারের প্লেট নিয়ে রুমের দিকে হাঁটা ধরলাম,,
তখনি মাথায় একটা বুদ্ধি এলো,
আচ্ছা আড়াল থেকে দেখলে কেমন হয়,,
যেই ভাবা সেই কাজ,,
চুপি চুপি দরজার কাছে গিয়ে ওকি দিচ্ছি,,ও কখন মুখ খুলে,,
আম্মু--ওই লুকিয়ে লুকিয়ে কি দেখছিস,, আরেক বার যদি দেখি খবর আছে,,,,
এইরে আম্মা কেমনে দেখতে পেল,,
মা&--যাবি নাকি আমাকে উঠতে হবে,,
আমি তাড়াতাড়ি ওখান থেকে কেটে পড়লাম,, মনে এক বস্তা সুখ নিয়ে রুমে এসে খেলাম
তারপর খাওয়া শেষ করে প্লেট নিয়ে নিচে নামলাম,,,
এসে দেখি-----
চলবে.....
No comments
info.kroyhouse24@gmail.com