Breaking News

মেডামের বোরকাওয়ালি মেয়ে । পর্ব - ১১

তারপর খাওয়া শেষ করে ডাইনিং টেবিলে প্লেট রেখে এসে দেখি

সামিয়া মুখ খুলে সোফায় আম্মুর সাথে বসে আছে,,
কিন্তু উল্টো দিকে হওয়ায় আমি মুখ দেখতে পারছি না,,,
আমি চুপি চুপি গিয়ে যখন দেখতে যাব তখনি আম্মু দেখে ফেলল,,
আম্মু--চুপি চুপি এসে ওর মুখ দেখা হচ্ছে তাই না,,
আম্মুর কথা শুনে জারা তাড়াতাড়ি মুখ বেধে ফেলল,,
((জারা--উপ বাঁচা গেল,, মনে মনে))
আমি--ককক ই আমি কেন ওর পেত্নির মত মুখ টা দেখতে যাব,,+ভাব নিয়ে+
আম্মু--এখন ওর মুখ দেখতে পারবি না,,সময় হলে ঠিকি দেখতে পাবি,,
আমি--আমার বয়েই গেছে,,
মেম--তা তো দেখতে পাচ্ছি,,চুপি চুপি দেখতেছে,
সামিয়া--আজ তাহলে আসি,, আম্মু চিন্তা করবে,,
আম্মু--মা মেয়ে দুজনেই এখানে,, আবার বলতেছে আম্মু চিন্তা করবে,,কি অভিনয় টা করতেছে,,((মনে মনে বলতেছে আর হাসতেছে))
আম্মু--আজ থেকে গেলে হয়না,,
সামিয়া--না আন্টি,, আরেকদিন আসব,,
মেম--তাহলে আমিও আসি,,
আম্মু--তুইও চলে যাবি,,?
মেম--হ্যা,,

আম্মু--আচ্ছা যা,,কাল জারা মামনি কে আসতে বলিস,,
আম্মু--এই রিয়াদ যা সামিয়া কে দিয়ে আয়,,
মেম--ওর যাওয়ার দরকার নেই,, আমি ওতো ঐ পথে যাব,,
আম্মু--তাহলে তো ভালো,,
আচ্ছা আসি,,দুজনেই একসাথে,
আমি নিরব দর্শক হয়ে আছি,,
আম্মু--আচ্ছা সাবধানে যা,,,
তারপর ওদের বিদায় দিয়ে
আম --আচ্ছা আম্মু ও দেখতে কেমন,,?
আম্মু--আমার ওকে খুব পছন্দ হয়েছে,,ওকেই আমার বউ বানাবো,,
আমি--তুমার বউ বানাবে মানে,,তুমি তো মেয়ে মানুষ,,বউ কেমনে বানাবে,,??(মজা করে বললাম)
আম্মু--আরে ফাজিল তুর বউ বানাবো বলছি,,,ওকেই তুর বউ করে আনব,,
আমি--সত্যি বলছ আম্মু,,এই বলে আম্মু কে জড়িয়ে ধরলাম,,
আম্মু--কিন্তু শর্ত আছে,,,
আমি--সাথে সাথে ছেড়ে দিয়ে,, আবার কি শর্ত,,?
আম্মু--তুই যতদিন না তোর পরিক্ষা শেষ হচ্ছে,, ততদিন ওর সাথে যোগাযোগ করতে পারবি না,,,ওর সাথে কোন সম্পর্কে জড়াতে পারবি না,,
আমি--কি,,?এ আবার কেমন শর্ত,,?ও আর আমি একি স্কুলে পড়ি কথা তো বলতেই পারি,,
আম্মু--তা পারবি,, কিন্তু পড়ার সময়ের বাইরে,, মোবাইল এ তো একদমই পারবি না,,
আমি--আম্মু গো আমারে এত কঠিন শাস্তি দিয়েন না,,
আম্মু--মানতে পারলে তুর ভালো,না মানলে আমার কিছু করার নেই,,,,
আমি--আমার বউয়ের সাথে আমি কথা বলব,,তাতে তুমার কি,,
আম্মু--ওকে তাহলে ওর সাথে আপনার বিয়ে কেনসেল,,
আমি--আচ্ছা আচ্ছা,, আমি সব শর্ত মানবো,, ((ভেবে দেখলাম পরিক্ষার সময় আর বেশি নেই,,এই কয়দিন একটু কষ্ট সহ্য করতে হবে,,))
এইভাবে দিন টা চলে গেল,,
পরদিন সকালে -----

আমি ঘুমাচ্ছি এমন সময় আমার গায়ের উপর ঝুপ করে ঠান্ডা পানি পড়ল,,
আমি সাথে সাথে লাফ দিয়ে উঠে গেলাম,,, আম্মু এইটা কি করলে,, এইভাবে কেউ পানি ঢালে,,,এই শিতের মধ্যে কেউ এত ঠান্ডা পানি গায়ে ঢালে,, ঢাললে যখন একটু চুলা থেকে গরম করে এনে ঢালতে,,,, আমি আব্বু কে এখনি বলব,,যে তুমি আমার উপর অত্যাচার করতেছ,,
((চোখ বন্ধ অবস্থায় এক নিঃশ্বাসে বলে ফেললাম,,))
তখনি কারো হাসির আওয়াজ পেলাম,,
চোখ খুলে পাশে তাকিয়ে দেখেই আমার চোখ হাঁসের ডিম হয়ে গেল,,
কারণ সামিয়া হতে বালতি নিয়ে আমার বেডের পাশে দাঁড়িয়ে আছে,,
আমার আর বুঝতে বাকি নেই যে এত বড় কাজ টা ও করেছে,,
আমি কিনা আম্মু ভেবে কত কিছুই না বলে ফেললাম,,
ধুর মান সম্মান একে বারে খিচুড়ি হয়ে গেল,,
আমি--তুমি এইখানে কেন,,আর আমার গায়ে পানি ঢেলে দিলে কেন,,?(রাখি লুক নিয়ে))
সামিয়া--আমার শশুর বাড়ীতে আমি আসছি তাতে কার কি,,?
আমি--তাই তো বুঝলাম,, কিন্তু আমার গায়ে পানি ঢেলে মোটেও ভালো কাজ করেনি,,,এর শাস্তি তুমাকে পেতে হবে,,
সামিয়া--তুমাকে কতক্ষন ধরে ডাকতেচি,, তুমার কোন খবর নেই,,তাই বাধ্য হয়ে পানি ঢেলে দিলাম,
আমি--যাই বল শাস্তি পেতে হবে,,্
সামিয়া--কি শাস্তি,,?

আমি--দাড়াও দেখাচ্ছি,,এই বলে ওকে টান মেরে খাটে ফেলে দিলাম,,
ও আমার এ কাজ দেখে ভয় পেয়ে গেল,,
সামিয়া--এই কিকি কররছছ ,,আমাকে এইভাবে ফেলে দিলে কেন,,?
আমি--আমার বউ কে আদর করতেছি,,
সামিয়া--তুমার শর্ত গুলো মনে নেই,,,?
আমি--আছে বাট আমার গায়ে পানি ঢালার শাস্তি তো তোমাকে পেতে হবে,,
সামিয়া--দেখ ভালো হবে না কিন্তু,, আমি কিন্তু চিৎকার করব,,
আমি--কিছু না বলে ওর দিকে মুখ টা এগিয়ে নিতে লাগলাম,,
যখনি একদম কাছাকাছি চলে গেলাম,,
তখনি,,----
সামিয়া--আন্টি আপনি কখন আসলেন,,
আমি ভয় পেয়ে তাড়াতাড়ি ওকে ছেড়ে দিলাম,,
সুযোগ পেয়ে সামিয়া তাড়াতাড়ি উঠে দিল দৌড়,,,
দরজার কাছে গিয়ে আবার দাঁড়িয়ে

সামিয়া--তাড়াতাড়ি রেডি হয়ে নাও,,
স্কুলে দেরি হয়ে যাচ্ছে,একটা হয়রানি হাসি দিয়ে চলে গেল
আমি ওর কান্ড দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম,,
আমাকে বোকা বানিয়ে দিল,, ধুর মিস করে ফেললাম,,
তারপর মনে কয়েক কেজি দুঃখ নিয়ে ওয়াশ রুমে চলে গেলাম,,
আমি রেডি হয়ে নিচে এসে নাস্তা করতে বসলাম,,
সামিয়া আমার সামনাসামনি বসেছে আর আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছে,,
আমাকে বুকা বানিয়ে,, যেন মহৎ কাজ করে ফেলল,,
তারপর খাওয়া শেষ করে যখনি বের হতে যাব
আম্মু--মামনি,, শয়তান টা কোন দুষ্টামি করলে আমাকে বলবে,,
আমি--আচ্ছা আম্মু আমাকে সত্যি করে একটা কথা বলত,,তুমরা আমাকে কোন হাসপাতাল থেকে কিনে এনেছ,,, হাসপাতাল এর ঠিকানা টা দাও গিয়ে ডাক্তার এর কানের নিচে দুইটা দিয়ে জিজ্ঞেস করে আসি,,আমাকে তুমার কাছে কেন বিক্সি করেছে,,,আর মানুষ পায়নি,,
আম্মু--আর একবার উল্টাপাল্টা বললে,, এখন তুর কানের নিচে পড়বে,,
আমি--হাচা কথা কইতে নেই,,

আম্মু--তুর হাচা কথার গুষ্টিরে বিরিয়ানি দিব,,
ফালতু কথা না বলে তাড়াতাড়ি ধুর হ,,
আমি--তাড়িয়ে দিচ্ছ,,ডাটা আর আসব না,
আম্মু--তুই না আসলে খাবার গুলো বেঁচে যাবে,,
আমি-- ধুর গেলাম,, এই বলে সামিয়া কে নিয়ে রাস্তায় চলে আসলাম,,,
দুজনে পাশাপাশি হাঁটছি,,
আমি--তুমার হাত টি একটু ধরতে পারি,,?
সামিয়া--না,,শর্ত অনুযায়ী না চল্লে,,কথা বলা একদম বন্ধ করে দিব,,,
আমি--আমার মতো বাচ্চার সাথে তুমরা সবাই কিন্তু চরম অত্যাচার করতেছ,,
সামিয়া--তাই ধরে নাও,,((আমার ওতো তুমার হাত ধরতে ইচ্ছে হয়,, কিন্তু আমি নিরুপায়,, আমার সাথে যত ক্লোজ হবে তত আমার প্রতি দুর্বল হয়ে পড়বে,,,ফলে তুমার পড়ালেখা কে চিকেন ফ্রাই করে খেয়ে ফেলবে,,))
আমি--আচ্ছা শর্ত গুলো কি সত্যি মানতে হবে?
সামিয়া--হে অবশ্যই,,?

আমি--তুমাকে ছাড়া থাকতে পারবনা গো,,
সামিয়া--দেখ পরিক্ষার আর বেশি দেরি নেই,,পরিক্ষা শেষ হলেই আমরা যোগাযোগ করতে পারব,,এই কয়দিন অপেক্ষা করতে পারবে না,,??
আমি--আমাকে পারতে হবে,, একটা কষ্ট হলেও আমাকে পারতে হবে,,
সামিয়া--হুম,,গুড বয়,,
আমি--আচ্ছা আমারো একটা শর্ত আছে,,?
সামিয়া-+কি,,?
আমি--আমাকে এখন একটা ইয়ে দিতে হবে,,
সামিয়া--ইয়ে টা কি,,?
আমি--ইয়ে মানে ইয়ে আরকি,,
সামিয়া--ইয়েটা কি,,বলবে তো,,
আমি--ধুর আমার লজ্জা করে তো,,ইয়ে মানে হচ্ছে ওইটা আরকি,,
সামিয়া--ওইটা কি,,?এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে,,সুজাসুজি বল,,
আমি--আস কানে কানে বলি,,?
সামিয়া-কানে কানে কেন,,?এই খানে তো কেউ নেই,,
আমি--কি বল কেউ নেই,, আমার পাঠক রা আছে না,,ওরা শুনে ফেলবে তো,, তুমি তো জানোই,, আমি খুব লাজুক,,

সামিয়া--আচ্ছা বল দেখি,,
আমি ওর কানে কানে বলে দিলাম,,
সামিয়া--না পারব না,,এই টা কিন্তু শর্তের বাইরে,,
আমি--প্লিজ একটাই তো চাইলাম,,, সত্যি আর কিছু চাই বলে না,,
সামিয়া-সত্যি বলছ,,?
আমি--৩ সত্যি, আমার এর এর
সামিয়া--ওকে দিচ্ছি তার আগে তোমার পাঠকদের চোখ বন্ধ করতে বল,,, আমার লজ্জা লাগে না বুঝি,,
আমি--ওই মিয়ারা এখনো ড্যাব ড্যাব করে চেয়ে রয়েছেন কিল্লাই,, দেখতেছেন না ও লজ্জা পাচ্ছে,,দয়া করে চোখ বন্ধ করুন,, আপনাদের চকলেট দিমু,,
আমি-হয়েছে এবার দাও,, সবাই চোখ বন্ধ করছে,,
সামিয়া--উম্মমমাহহহ,,
(হয়েছে এবার আপনারা চোখ খুলতে পারেন,,)
আমি--কি দিলে গো এখনো গালে লেগে আছে,,ইসস আরেক টা দিলে ভালো হত,,
সামিয়া--না আর না,,
তারপর দুজনে স্কুলে চলে এলাম,,
যখনি গেইট দিয়ে ঢুকতে যাবো অমনি
ধপপাসস-----

চলবে....

No comments

info.kroyhouse24@gmail.com