Breaking News

মেয়ে দেখতে গিয়ে টাকা না দিয়ে টাকা নিয়ে আসলাম

বিয়ের জন্য মেয়ে দেখতে গেছিলাম দেখাও হলো মেয়েটা মোটামুটি বেশ সুন্দরী!!

মেয়ে দেখার এক সময় দুলাভাই বললো তোমাদের তো বিয়ের কথা চলতেছে তোমরা দুজন আলাদা একটু কথা বলে নাও কেমন!😌
দুলাভাইয়ের কথায় মেয়েটা ও আমি দুজনে ফাঁকা এক জায়গায় চলে গেলাম তারপর!!
আমি~ এইযে হ্যালো কিছু বলছেন না যে
মেয়েটা~আমি বোবা কথা বলতে পারিনা!!
আমি~ হাহাহা বোবা আবার কথা বলছে সে নাকি বোবা অনেক মজার মানুষ তো আপনি।😁
আচ্চা নাম কি আপনার।
মেয়েটা~আমার নাম জান্নাতি😮
আপনার নাম কি!!
আমি~ আমার নাম সাইনসা খান।
আমি~আচ্চা আপনার সাথে তো আমার বিয়ের কথা হচ্ছে তো এই বিয়েতে আপনার কোন সমস্যা আছে নাকি!🙄
মেয়েটি~হুম অনেক সমস্যা আছে। 🙄🙄
আমি~কি সমস্যা বলতে পারেন। 🙄🙄
মেয়ে~ আসলে আমি সিগারেট খাই" রাতে ঘুমের ঘোরে পাশে যে থাকে তাকে অনেক পিটাই।। 🙄
মেয়েটার কথা শুনে মনে মনে ভাবলাম ও তাহলে এই ব্যাপার আমার সাথে চালাকি করা হচ্ছে নিশ্চয়ই এই মেয়ের অন্য কোথাও প্রেম আছে কিন্তু আমিও নছর বান্দা ওকে দেখতে এসে আমার ১ হাজার টাকা গেছে তাই বুদ্ধি করে আমি বললাম।। 🙂
আমি~~ আসলে এতে আমার কোন সমস্যা নাই।।
মেয়েটি~~আসলে আমি সব সময় খাই!!
আমি~~ ওকে সমস্যা নাই খাওয়া তো ভালো।
মেয়েটি~~ আমার শরীলে কিন্তু চুলকানি আছে! 😂😂
আমি~~ওহহ তাই সমস্যা নাই ঔষধ এনে দিবো।😁
মেয়েটি~~আমার না আগে একবার বিয়ে হইছে!!😃😃
আমি~~ওহহ তাই তাতে কি বিয়ে হতে পারে সমস্যা নাই। 😂😂😂
মেয়েটি~~আমার আগের বরের ১ টা বাচ্চা আছে!!😁
আমি~~ সমস্যা নেই আমি তাতেও রাজি!!😂

মেয়েটি~~আরে ভাই এত সমস্যা থাকার পর ও আমাকে কেনো বিয়ে করতে চান।।
আমি~~ওকে সমস্যা নাই। 😂😂😂
মেয়েটি~~ পাগল হলেন নাকি শোনেন আমার একটা ছেলের সাথে প্রেম আছে এটা সত্যি কথা।
আমি~~এইতো লাইনে আসসেন আচ্চা ঠিক আছে আমি বিয়েতে না করে দিবো এর জন্য আমাকে ১০ হাজার টাকা দিতে হবে আপনার!! 😂😂😂
মেয়েটি~~ কি এত টাকা।
আমি~~হুম টাকা না দিলে আপনার বাসায় বলে দিবো।
মেয়েটি~~ওকে রাজি দিচ্ছি।
সালার বিয়েতো হলোনা কিন্তু ১০ হাজার টাকা তো ইনকাম হলো এখন টাকা নিয়ে বাসায় যাচ্ছি।

No comments

info.kroyhouse24@gmail.com