Breaking News

ভুল থেকে শেখা উচিৎ



যখন ছোট ছিলাম পেন্সিল দিয়ে লিখতাম! ভুল হলে মুছে আবার লিখতাম!

তেমনি ছোট বেলায় কোন কাজে ভুল করলে, কেউ বকা দিত না! ভুল করেছে পরের বার ঠিক হয়ে যাবে বলে চালিয়ে দিত!
পেন্সিল দিয়ে লেখার সময় মনে মনে বলতাম "ইস! যদি আপুর মতো বড় হতাম, কলম দিয়ে লিখতে পারতাম"!
বড় হলাম! হাতে কলম নিলাম! ভুল করলে মুছে ফেলার সুযোগ নেই!পেন্সিল ফেলে কলম নেওয়ার সাথে সাথে ভুল গুলোও সবাই বড় করে দেখছে!
ছোট থেকে বড় হওয়া এই যেন জীবনের আরেক ভুল!
এখন ভুল করলে কেউ ভুল বলে না! বলে এটা তোমার দোষ!
লেখার ক্ষেত্রে ভুল হলে একদাগে কেটে দিয়ে নতুন করে লিখতে হয়! লেখাটা ঘষামাজা করলে যেমন খুব বাজে দেখাই! তেমনি জীবনে ভুল করলে এটাকে "আমি করেছি ভুল হয়েছে বলে " মেনে নিতে হয়! নয়তো দোষে পরিণত হবে!
জীবনে ভুল হবেই! ভুল থেকেই শিখবেন! ভুল গুলোকে মনে করে সামনে এগিয়ে যাবেন! যদি আপনি ভুলের উপর স্থায়ী হয়ে থাকেন এটা হবে আপনার দোষ! তাই ভুল হলে স্বীকার করে সামনে এগিয়ে চলুন ঠাই দাঁড়িয়ে থাকবেন না!

No comments

info.kroyhouse24@gmail.com