Breaking News

বাড়িওয়ালার ছেলে । পর্ব - ১০



সব কিছু রেডি করে ফেলেছি। মামার কাছে গেলাম দেখি মামা উঠানে বসে আছে।

মামা আমি চলে যাচ্ছি ভার্সিটি থেকে স্যার ফোন দিয়েছে ক্লাস করতে হবে (আমি)।
মামা আমার দিকে একটু অবাক হলো ভাবছে আমি কি বলছি এইসব মাএ কয়েকদিন হলে আর এখনি চলে যেতে চাইছি।
কি বলছো এইসব? না না তুমি এখন যেতে পারবে না, আমি আর তুমি একসাথে যাবো(মামা)।
না আমাকে যেতে হবে নইলে সমস্যায় পরে যাবো (আমি)।
আমার কথা শোনবে না,, আর ২ দিন থাকো আমিও চলে যাবো (মামা)।
তুৃমি পরে আসো আমি চলে যাই (আমি)। না না তা হয় না আমি যা বলছি তা শোনো বাবা (মামা)।
আসলে ছোট থেকেই মামার কথার অবাধ্য হই নি কোনোদিন। ভাবছি কি করবো?
যদি চলে যাই তাহলে মামা কষ্ট পাবে। আর ২ দিন এর তো ব্যাপার থেকে যাই।
কিন্তু এদিকে যে আমি কষ্ট পাচ্ছি কেউ তা দেখছে না।
আচ্ছা মামা ঠিক আছে তবে ২ দিন এর বেশি নয় কিন্তু (আমি)।
আচ্ছা বাবা ঠিক আছে এখন তুমি রুমে যাও (মামা)। কিছু করার নেই মামার কথা রাখতে হবে। তাই রুমে গিয়ে সব কিছু রেখে দিলাম।

সকাল ১০ টার সময় মামা ডাকছে? সাঈম খেতে আসো (মামা)। জ্বি মামা আসছি (মামা)।
খাওয়া দাওয়া শেষ করলাম আবার চলে আসবো এসময়?
সাঈম ২ দিন পর তো চলে যাবে যাও মিম এর সাথে নদীর পারটা একটু ঘুরে আসো (মামা)।
মনে মনে ইসস্ আবার মিম কেনো এমনিতেই মিমের ওপর খুব রাগ আমার।
আমি যর্দি তাকে মাইর দেই,,সে আবার মামার কাছে বিচার দিবে।
না মামা আমি যাবো না আমার ভালো লাগছে না (আমি)। আরে যাও ভালো লাগবে (মামা)।
কোনো উপায় না থাকায় আবারও মিমের সাথে চললাম।
নদীর পার টা কাছেই ছিলো ৭-৮ মিনিট হেটে চলে আসলাম।
নদীর একটা পাশে বসলাম সত্যিই এখন খুব ভালো লাগছে। কি বাতাস যেনো মন
প্রাণ জুড়িয়ে যায়। আমার পাশে মিম ও বসে ছিলো। আমি মাঝে মাঝেই ওর দিকে
তাকিয়ে তাকিয়ে ওকে দেখতাম।
আর মনে মনে ভাবছিলাম বিধাতা কেনো এমন করলো আমার সাথে।
একবার মিম খেয়াল করলো আমি বার বার ওর দিকে তাকাচ্ছি।

কি ব্যাপার সমস্যা কি আপনার বার বার আমার দিকে তাকাচ্ছেন কেনো (মিম)।
জ্বি আপনাকে দেখতে মন চায় বার বার (আমি)। মানে? (মিম)।
না মানে আপনার পিছনের প্রকৃতি টা বার বার দেখতে মন চায় (আমি)।
ওহ তাই বলেন (মিম)। আচ্ছা আজকে যদি আপনাকে আমি রিমান্ডের কেলানি দেই
তাহলে কি কিছু করতে পারবেন আমাকে (আমি)।
কি বলছেন এইসব পাগলের মতো কথা বার্তা (মিম)। ওহ এখন আমি পাগল হয়ে গেলাম,,,
ঐ দিন আপনার জন্য মারামারি করে অটোওয়ালাকে পিটিয়ে তার লুঙ্গি ছিড়ে ফেললা

চলবে...

No comments

info.kroyhouse24@gmail.com