Breaking News

বাড়িওয়ালার ছেলে । পর্ব - ০১



এইযে কেউ আছেন? গেইট টা একটু খুলেন(নতুন ভাড়াটিয়া)।

হুম দাড়াঁন আসছি (আমি)।🙌
গেইট খুললাম দেখি ২টা মেয়ে এবং সাথে তাদের বাবা, মা। জ্বি কিছু বলবেন? কাউকে খুজঁছেন (আমি)। 😌😌
হ্যা গত ২ দিন আগে এসে এই বাসার ৬ তলা ফ্ল্যাট টা দেখেছিলাম? এবং বাড়িওয়ালার সাথে কথা বলেগিয়েছিলাম আজকে বাড়িওয়ালা আমাদের জিনিসপএ নিয়ে আসতে বলেছে(নতুন ভাড়াটিয়া আংকেল)। 😒😒
ওহ আচ্ছা ভেতরে আসুন (আমি)।😇
আচ্ছা এই বাসার দাড়োয়ানটা কোথায়? (নতুন ভাড়াটিয়া আংকেল)। 😦
জ্বি উনি নামাজে গেছেন একটু পর চলে আসবেন (আমি)। 😮
আপনি কে?? আপনাকে তো ঐ দিন দেখলাম না (নতুন ভাড়াটিয়া আংকেল)।😑
জ্বি আমি ওনার বাগ্নে (আমি)।
ওহ তাহলে কি আমরা আমাদের জিনিপএ নিয়ে ৬তলায় উঠতে পারি (নতুন ভাড়াটিয়া আংকেল)।
হুম আসতে পারেন (আমি)। নতুন ভাড়াটিয়ারা তাদের জিনিসপএ নিয়ে উঠা শুরু করলো,,,,,☺☺
এবার আপনাদের সাথে পরিচিত হই? আমি সাঈম। ন্যাশনাল ভার্সিটিতে প্রথম বর্ষ এখনো ক্লাস শুরু হয় নি। একটু আগে যাদের সাথে কথা বললাম তারা আমাদের বাসার নতুন ভাড়াটিয়া। আর আমি এই বাসার মালিকের ছেলে। ছোট বেলা থেকেই দাড়োয়ান মামা আমাকে খুব আদর করতো বলতে গেলে নিজের ছেলের মতই। আমি যখন ক্লাস টু এ পড়ি তখন আমি আর দাড়োয়ান মামার ছেলে একই স্কুলে পড়াশোনা করতাম। একদিন স্কুল ছুটির সময় আমি আর দাড়োয়ান মামার ছেলে রাস্তা পার হচ্ছিলাম হঠাৎ একটা বাস এসে

পরে,,,,দাড়োয়ান মামা আমাকে বাচাঁতে গিয়ে নিজের ছেলেকে বাচাঁতে পারে নি।
এক্সিডেন্ট এ তার ছেলে মারা যায়। দাড়োয়ান মামা অনেক কেঁদে ছিলো,,,,
আমার এখনো মনে আছে। আমি যখন এস.এস.সি পাশ করলাম।
তখন একদিন খেয়াল করলাম দাড়োয়ান মামা কাদঁছে তার রুমে,,,
আমি বললাম মামা তুমি কাদঁছো কেনো? উওরে সে বললো মাঝে মাঝে আমার ছেলের কথা মনে পড়ে যায়। দাড়োয়ান মামার এক ছেলে এক মেয়ে ছিলো। ছেলেটি তো মারা যায় আমার জন্য আর মেয়েটি মনে হয় এখন ভার্সিটিতে পড়াশোনা করে। দাড়োয়ান মামার কথা শোনে ঐ দিন নিজেও কেঁদে ছিলাম আর তারপর বাবা মা কে বলে আমি দাড়োয়ান মামার কাছে চলে আসি নীচ তলায়। যাতে করে দাড়োয়ান মামা আমাকে দেখে নিজের ছেলের কথা না মনে পরে। আজ ৪বছর ধরে আমি ওনার সাথেই থাকি। পরিবারে বাবা মা আর ছোট একটি ভাই আছো ওর নাম রোহান। পরিবারের সবাই ৫ তলার ফ্ল্যাটে থাকে। আমি লিফট্ দিয়ে উপরে উঠে শুধু খাবার খেয়ে নীচে নেমে পড়ি। এক কথায় বাসার দ্বিতীয় দাড়োয়ান আমি। আমাদের বাসায় অনেক ভাড়াটিয়া আছে কিন্তু কেউ জানতো না আমি বাড়ি ওয়ালার ছেলে। সবাই জানতো আমি দাড়োয়ানের বাগ্নে? কারণ মা বাবাকে আমার পরিচয় সবাইকে আমি বলতে না করছি। আমার দাদার অনেক জমি ছিলো যা তার ছেলেদের সমান ভাগে ভাগ করে দেয়। আমার বাবাও অনেক জমি ভাগে পায়। বাবার কিছু জমি রেখে আর সব জমি বিক্রি করে আর তার ব্যাংকের যত টাকা ছিলো সব টাকা একসাথে মিলিয়ে শহরে এই ১০তলা বিশিষ্ট্য বাড়িটা তৈরী করে। বাবা ৫ টা অটো রাইস মিল আছে যা থেকে সে ভালো টাকা আয় করে।
পরিচিতি পর্বটা অনেক বড় ছিলো তার জন্য দুখিঃত?? আসলে পরিচয় না দিলে তো আপনারা গল্পের কোনো অংশ বুঝবেন না। এবার মূল গল্পে আসি।😇😇😇
নতুন ভাড়াটিয়ারা তাদের সব জিনিস নিয়ে উপরে উঠে পরেছে। একটু পরেই দাড়োয়ান মামা আসলো। কেউ এসেছিলো( দাড়োয়ান মামা)।🙍🙍

জ্বি মামা ঐ নতুন ভাড়াটিয়ারা (আমি)।
ওহ মনে হয় ৬ তলার ভাড়াটিয়া ঐ দিন এসে দেখে গিয়েছিলো (দাড়োয়ান মামা)।
হে হে উনারাই এসেছে (আমি)।😻
ওহ আচ্ছা? তাদের সব জিনিসপএ নিয়ে উঠে পড়েছে? (দাড়োয়ান মামা)।👳
হে তাদের সব জিনিপএ নিয়ে তারা চলে এসেছে(আমি)।
আচ্ছা তুমি থাকো আমি একটু উপর থেকে তাদের সাথে দেখা করে আসি (দাড়োয়ান মামা)।
এই বলে মামা উপরে চলে গেলো।
এখন আমি সাথে থাকি বলে মামা আগের মত কান্নাকাটি করে না। 👩👩
রুমে এসে বসে আছি উফফ্ কালকে ভার্সিটিতেপ্রথম দিন,,,,, মনটা একটু আনন্দিত লাগছে।🙈🙈
সকাল ৮.৫০। সাঈম বাবা উঠো ভার্সিটিতে যাবা না? (দাড়োয়ান মামা)। জ্বি মামা উঠছি (আমি)।
ক্লাস ৯.৩০। ঘড়ির দিকে তাকালাম দেখি ৯.০০টা বেজে গেছে। এইরে খাইছে আজ ক্লাসের প্রথমদিন? দেরি হবে মনে হচ্ছে। 😿😿

তাড়াতাড়ি করে ফেশ হয়ে উপর থেকে খাবার😿 খেয়ে নীচে নেমে পড়লাম। দেখি ৯.২০ বাজে।
মামা তোমার সাইকেলটা কোথায় (আমি)।
সিঁড়িটার পাশে দাড়ঁকরানো আছে (মামা)।
সাইকেল টা নিয়ে খুব স্পিডে চললাম ভার্সিটিতে। গেইটের সামনে এসে দেখি ৯.৪০ বাজে।😁
তাড়াতাড়ি করে ডুকবো এইসময়? এই কে আপনি ভেতরে ডুকছেন কেনো (ভার্সিটির দাড়োয়ান)। ইয়ে মামা আমি এই ভার্সিটির ছাএ (আমি)। দেখে তো মনে হচ্ছে না?? সত্যি কথা বলেন কে আপনি (ভার্সিটির দাড়োয়ান)।😠😠

নিজের দিকে তাকালাম দেখি ঘামে শার্ট ভিজে গেছে তাড়াতাড়ি সাইকেল চালিয়েছি তাই। না মামা আমি সত্যি বলছি আমি এই ভার্সিটির ছাএ (আমি)।😊😊😊
আচ্ছা বুজলাম কোন বিভাগের (ভার্সিটির দাড়োয়ান)।জ্বি আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাএ(আমি)।
তা আপনার এই অবস্থা কেনো (ভার্সিটির দাড়োয়ান)।😨😨😨
আসলে সাইকেল দিয়ে তাড়াতাড়ি আসতে গিয়ে এই অবস্থা (আমি)।😩
কাল থেকে আস্তে ধীরে আসবেন কেমন (ভার্সিটির দাড়োয়ান)।👤
জ্বি মামা ঠিক আছে (আমি)।
কোনোমতে দাড়োয়ান মামার কাছ থেকে ছাড়া পেয়ে সোজা ক্লাসের দিকে চললাম দেখি ৯.৫০বাজে। ২০ মিনিট দেরি?👷
ম্যাডাম আসতে পারি (আমি)।
হে আসো? এতো দেরি কেনো তোমার (ম্যাডাম)।👍
আসলে ম্যাডাম সাইকেল দিয়ে এসেছি তো তাই (আমি)। ওহ বুজেছি যাও বসো (ম্যাডাম)।🙀
ম্যাডাম মনে মনে ভাবছিলো আমি হয়তো কোনো গরিবের ছেলে। তাই সাইকেল দিয়ে এসেছি।😔😔
সবার পিছনে একটা সীটে বসলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে? তাতে আমার কিছু যায় আসে না?😪😪😪
হঠাৎ চোখ পরলো মেয়েদের দিকে। কি ব্যাপার আমাদের বাসার নতুন ভাড়াটিয়া আংকেল এর মেয়েটা না ঐ টা?? দেখি আমার দিকে একবার তাকালো আবার মুখ ফিরিয়ে নিলো,, আমিও নিজের মতো বসে রইলাম,,,,,,

চলবে,,,,,,,,?

No comments

info.kroyhouse24@gmail.com