Breaking News

কবিতা বছর কুড়ি ও থ্যাঙ্ক ইউ



বয়স কত? বছর কুড়ি

যাচ্ছো কোথায় __ যাচ্ছি পুরী।

ওজন কতো? বাড়ছে ভুড়ি

খাবার মেনু __ থুড়ি থুড়ি।

সমুদ্র ভ্রমণ? কুড়াবো নুড়ি

সমুদ্র মন্থন __ আনবো কড়ি।

সম্পদ কতো? হরি হরি

লঙ্জা পাচ্ছো __ মরি মরি।

ঢেউ গুনবে? নেইকো তরী

বাজে কটা? নেইকো ঘড়ি।

ফিরছো কবে? তড়িঘড়ি

এত তাড়াতাড়ি? সরি, সরি।


থ্যাঙ্ক ইউ


কেমন আছো? থ্যাঙ্ক ইউ

অভিনন্দন __ থ্যাঙ্ক ইউ

মা কোথায় -_ ঘেউ ঘেউ

মানেটা কী? সাথে ফেউ

ভর্তি হয়েছো __ কলেজে কিউ

ফর্ম তুলেছো -__ ফর্মটা ডিউ

ধন্যবাদ __ সি ইউ

সাথে কে? বন্ধু পিউ

ভালো থেকো __ বাই বাই

হরে কৃষ্ণ __ হ্যালো হাই।।


No comments

info.kroyhouse24@gmail.com