যদি দেখা না হতো । পর্ব - ০৯
মেহেন্তাঃ আমি বাচ্চা নষ্ট করে দিছি
মেহেন্তাঃ আমি চায়না কাব্যের কোন চিহ্ন আমার জীবনে থাকুক
তানিশাঃ তাই বলে
মেহেন্তাঃ আমি আবার নতুন করে জীবন শুরু করতে চায়
তানিশাঃ যা হবার হয়ে গেছে,, এখন চাইলেও প্রথম জায়গায় যাওয়া যাবেনা।আচ্ছা ঠিক আছে
মেহেন্তাঃ শুভ্রের কোম্পানিতে আমার একটা চাকরির ব্যবস্তা করে দে তানিশা(মিনতি করে)
তানিশাঃ আচ্ছা আমি ওর সাথে কথা বলবো,,,এখন তোর শরীরের অবস্থা স্বাভাবিক নয়,,তুই চাচ্চুর কাছে ফিরে যা
মেহেন্তাঃ আমি তার কাছে মারা গেছি হয়তল তানিশা,,,আব্বু আর কখনোই আমাকে মেনে নেবে না
চাচ্চুঃ তুই কি আমাকে এতোটাই পর ভাবিস মা
আজ সকালে মেহেন্তা আপু আমাকে ফোন দিয়ে দেখা করতে বলে আমরা একটা রেস্টুরেন্টে মিট করি।শুভ্রের কাজ থাকায় সে আমাকে রেষ্টুরেন্টের সামনে নামিয়ে দিয়ে নিজের কাজে চলে যায়।
পেছনে ঘুরে দেখি শুভ্র আর চাচ্চু দাড়িয়ে আছে।চাচ্চুর চোখ গুলো ছলছল করছে,,,,,,
মেহেন্তাঃ আব্বু তুমি
চাচ্চুঃ মেয়ে তার বাবার কাছে সবসময় সমান হয়,,অন্যায় করলেও।আর তোর অবস্থা খুব একটা ভালো না আর আমরা পাশে না থাকলে তুই সুস্থ থাকবি কিভাবে
মেহেন্তাঃ সরি আব্বু,, আমার ভুলের জন্য তোমার মান-সম্মান সব শেষ হয়ে গেছে
চাচ্চুঃ তুই কেন ক্ষমা চাচ্ছিস,,আমাদেরই ভুল,,ছোট বেলা থেকে শুধু আদর না দিয়ে একটু শাসন ও করা উচিত ছিলো।।।ফিরে চল বাড়িতে মা
মেহেন্তা আপু কাঁদতে লাগলো,,,তার সাথে চাচ্চুও
তানিশাঃ সব কিছু ঠিক হয়ে গেলো আলহামদুলিল্লাহ
শুভ্রঃ সবই তোমার জন্য
তানিশাঃ কিভাবে??
শুভ্রঃ তুমি যদি না বলতে চাচ্চুকে রেষ্টুরেন্টে আনতে তাহলে হয়তো এই সম্পর্ক টা এতো তারাতারি ভালো হতো না।
তানিশাঃ আর হ্যাঁ মেহেন্তা আপুকে একটা চাকরির ব্যবস্তা করে দাও
শুভ্রঃ ওকে চিন্তা করো না
তানিশাঃ হুম,,,
সবাই লান্চ করে নিজের বাড়িতে চলে আসলাম।ছোট মা ও আজ চলে যাবে ছোট আব্বু ঢাকা থেকে আসবে তাই।
ছোট আম্মুঃ তুই নিজির খেয়াল রাখিস আর শুভ্রের ও খেয়াল রাখিস,,,আজ আসি
তানিশাঃ ছোট আব্বু নিয়ে এসো কেমন
ছোট আম্মুঃ আচ্ছা আসি মা,,চল শুভ্র
শুভ্র ছোট আম্মুকে স্টেশন এ নামাতে গেলো,,আমি রুমগুলো গোছাচ্ছিলাম,,হঠাৎ একটা ডাইরি পেলাম,,ডাইরিটা ছিলো শুভ্রের।প্রথম কয়েক পেজ ছিলো আম্মু আম্মু নিয়ের ওর পরিবার,,,তার কয়েক পেজ জুড়ে আছে আম্মু চলে যাওয়া আর আব্বু মারা যাওয়ার কাহিনী। হঠাৎ একটা পৃষ্ঠায় চোখ আটকে যায়,,,
"আজ আমার জন্মদিন উইশ করার মতো কেউ নেই,,,আম্মু তো কোন খোজ খবার রাখেনা আর আব্বু চিরকালের মতো হারিয়ে গেছে।এই একটা দিন আমার সব দিন থেকে বেশি কষ্ট পায়।
Broken_ Heart
তানিশাঃ আজ তো ১৬ জানুয়ারী তার মানে কাল শুভ্রের বার্থডে,,,,,,সারপ্রাইজ কি দিব এখন??আরেকটু পরই তো শুভ্র চলে আসবে যা করবো খুব তারাতারি।
তানিশা সব গোছগাছ করে বান্ধবীকে ফোন দিয়ে কথা বলে রান্না ঘরে গিয়ে শুভ্রের পছন্দ মতো রান্না করতে লাগলো।
বিকেলে,
তানিশাঃ ওই আমার মিষ্টি খাইতে মন চাচ্ছে
শুভ্রঃ তুমি আমাকে আগে বলবা না,,আমি নিয়ে আসছি
এই বলে শুভ্র বাইরে মনে গেলো,,আমার হাতে এখন বেশি সময় নেই এই টুকু সময়ের মধ্যে আমার সব কাজ করতে হবে।
তিনি আসতে আসতে রাত করে ফেললেন।
শুভ্রঃ এই নাওও,,ওই খেতে দাও তো খিদা লাগছে
তানিশাঃ আজ রান্না করতে মনে নাই
শুভ্রঃ কি করছিলে তুমি
তানিশাঃ ঘুমাচ্ছিলাম
শুভ্র গটগট করতে করতে চলে গেলেন রুমে হয়তো রাগ করেছে,,তাতে আমার কী রাগ তো একটু পরেই ভেঙ্গে যাবে।
রাত ১২ টা বাজতে ১০ মিনিট বাকি,,,তিনি ঘুমাননি কিন্তু ওপাশ হয়ে শুয়ে আছে আর আমি এপাশ ওপাশ করতে করতে শেষ।
তানিশাঃ এই সঠিক সময়(মনে মনে) এই শোন,, আমার সাথে ছাদে চলো তো
শুভ্রঃ কেনো??
তানিশাঃ কাপড়গুলো তুলতে মনে নাই,,
শুভ্রঃ একন তুলতে হবেনা কাল তুলো
তানিশাঃ নাহহ এখনি তুলতে হবে
শুভ্রঃ তুমি একাই যাও
তানিশাঃ তুমি কি চাও তোমার বউকে ভুতে তুলে নিয়ে যাক
শুভ্রঃ ভুতে তো তুলবে নানে এলিয়েন আসতে পারে,,চলো
আমি লাইট জ্বালালাম,,তিনি আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো,,
শুভ্রঃ এতো সেজেছো কেনো??
তানিশাঃ আমার মন বলেছে তাই চলো তো
আমি আসতে থাকলাম তিনি আমার পিছু পিছু আসছেন,,ছাদে পৌছে হঠাৎ লাইট জ্বলে উঠলো,, শুভ্র চমকে উঠলো,,,
চারিদিকে বেলুন ফুলে সাজানো একপাশে টেবিল আর দুপাশে চেয়ার,, ছাদের মাঝখানে টেবিলের উপর একটা কেক আর চারিপাশে বিভিন্ন রকমের চকলেট।
তানিশাঃ Happy birthday Mr, Bor...১২টা বেজে গেছে চলুন কেক কাটবেন
শুভ্র আমার মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন,,
তানিশাঃ আরে আসতো(টানতে টানতে)
শুভ্রঃ আজ কতো তারিখ
তানিশাঃ একটু আগে ১৬ জানুয়ারি ছিলো আর এখন ১৭ই জানুয়ারি,, আজ আপনার জন্মদিন
শুভ্রঃ তুমি কিভাবে জানলে
তানিশাঃ উফফ তা পরে হবে,,মোমবাতিগুলো নিভাও আর কেকটা কাটো
শুভ্র খুশি হয়ে ফু দিয়ে মোমবাতিগুলো নিভিয়ে দিলো,,,আমি Happy birthday বলতে বলতে হাত তালি দিতে লাগলাম।।।তিনি ছুরি নিয়ে কেক কেটে আমার মুখে দিলো তারপর আমি তাকে খেয়ে দিলাম,,
হঠাৎ,,,
শুভ্র আমাকে জড়িয়ে ধরে ইমোশনাল হয়ে পরলো,,,
শুভ্রঃ আজ মনে হচ্ছে তানিশা আমি সঠিক মানুষকেই ভালোবেসেছি,,,তোমাকে ফিরে না পেলে হয়তো এতো বড় সারপ্রাইজ পেতাম না(আর কিছু বলতে পারলো না সে গলা ধরে আসছে)
তাকে কিছুটা স্বাভাবিক করে,,আমি একটা গোলাপ ফুল নিয়ে হাঁটু গেড়ে বসে বলতে লাগলাম,,,
তানিশাঃ I Love You Mr. Husband,, আমি তোমাকে অনেক ভালোবাসি,,সারাজীবন তোমার পাশে থাকতে চায়,,,আমরা যখন বুড়ি হবো তখন তুমি আর আমি বসে চাঁদ দেখবো রাতে তখনও তোমার পাশে থাকতে চায়।তুমি কি আমার হবে গো,,
তিনি একটা হাসি দিয়ে আমার হাত থেকে ফুল নিয়ে আমাকে উঠতে হেল্প করলেন।
শুভ্রঃ I Love You 2,,আমি আমি তোমারই হতে চায়,, ছিলাম এবং থাকবো,,আর এতোগুলো ভালোবাসা এতো বড় সারপ্রাইজ দেওয়ার জন্য
তানিশাঃ আসো(শুভ্রের হাত ধরে)
তানিশা শুভ্রের হাত ধরে টেবিলে বসালো,,কেন্ডেল জ্বালিয়ে দিলো,,শুভ্র দেখতে পেলো তার পছন্দের খাবার রান্না করে রেখেছে।
তানিশা শুভ্রের প্লেটে খাবার দিলে বললো,,,
তানিশাঃ খেয়ে নাও
শুভ্রঃ তুমি খাবে না
তানিশাঃ তুমি খাও আমি দেখবো পরে খেয়ো নিব
শুভ্র নিজে খেতে খেতে তানিশাকে খাইয়ে দিলো,,,
শুভ্রঃ এতো আয়োজন করলে কিভাবে তুমি
তানিশাঃ মিষ্টি কেনার নাম করে
শুভ্রঃ তুমি মিথ্যা বলছিলে
তানিশাঃ হুম,,আর আমাকে হেল্প করেছে আমার বেষ্টুগুলো
শুভ্রঃ ওদের কাল আসতে বলো ওকে(কিছুটা অবাক হয়ে)
তানিশাঃ আচ্ছা,, আর এই নাও(গিফ্ট দিয়ে)
শুভ্রঃ এটা কি আবার
তানিশাঃ কেনো গিফ্ট
শুভ্রঃ সে তো আমিও জানি কি আছে এর মধ্যে??
তানিশাঃ তুমিই খুলে দেখে নাও
শুভ্র প্যাকিং খুলে অনেক কিছু দেখলো তার সাথে বৌভাতে তোলা সেরা ছবির ফ্রেম,,একটা ডাইরি,,ওয়ার্চ,,পাঞ্জাবী,,আর দুটো রিং
শুভ্রঃ এতো কিছু(অবাক হয়ে)
তানিশাঃ হুম,,, আমাদের কোন বারেই এংগেজ হয়নি তাই রিং দুটো কেনা,,,আর ডাইরিটা দিলাম নতুন জীবনের নতুন অধ্যায়ের ভালো খারাপ মুহুর্ত লিখে রাখার জন্য
শুভ্র আমাকে উঠিয়ে দাড় করিয়ে হাতটা নিয়ে অনামিকা আঙ্গুলে রিং পরিয়ে দিলো আর আমি তার মধ্যমা আঙ্গুলে রিং পরিয়ে দিলাম।বক্সে গান হতে শুরু হলো
Shayad kabhi Na keh
Sako may tumko
kahe bina smajh lo
Tum shayad
Shayad mere khayal me
Tum ek din
Milo mujhe khi pe gum shayad
Jo Tum Na Ho
Rhenge hum nahi
Na chaye kush
Tumse jyada tumse kam nahi
তিনি আমার সাথে গানের তালে তালে ডান্স করতে লাগলো,,, আজ আমাদের এই ভালোবাসার স্বাক্ষী রইলো এই রাত,,,চাঁদ,,তারা।
Aakho ko khwab dena
Khud hi sawal karna
Khud hi jwab dena teri traf se
Bin kaam kaam krna
Jana khi ho chahe
Har baar hi gujarna
Teri tref se.......
Ye koshishe,, to hongi kam nahi
চুলগুলো শুভ্র বারে বার ঠিক করছে ততোবারই বাতাসে উঠছে,,,, একসময়
শুভ্র শুধু আমার দিকে তাকিয়েই ছিলো,,,
তিনি আমাকে কোলে নিয়ে চলে আসলেন রুমে,,,আবারও একটা ভালোবাসার রাত চলে গেলো।
Na cahiye kush
Tumse jiyada tumse kaam nahi
Jo Tum na ho,,,
Rahenge hum nahi.......
চলবে....
No comments
info.kroyhouse24@gmail.com