Breaking News

আয়াতুল কুরসী

সুরা বাকারার ২৫৫ নম্বর আয়াত আয়াতুল কুরসি নামে পরিচিত। এটি কোরআন শরিফের প্রসিদ্ধ আয়াত। পুরো আয়াতে আল্লাহর একত্ববাদ, মর্যাদা ও গুণের বর্ণনা থাকার কারণে আল্লাহ তাআলা এ আয়াতের মধ্যে অনেক ফজিলত রেখেছেন। এটি পাঠ করলে অসংখ্য পুণ্য লাভ হয়।


আয়াতুল কুরসী

আল্লা-হু লা ইলা-হা ইল্লা হওয়াল হাইয্ুল কাইয়যমু

লা তা'খযুহু সিনাতুঁও ওয়ালা নাউম।

লাহূ মা-ফিসসামা-ওয়া-তি ওয়ামা ফিল আরদ্বি।

মান যাল্লাযী ইয়াশফা'উ 'ইনদাহূ ইল্লা বিইযনিহী।

ইয়া'লামু মা বাইনা আইদীহিম ওয়ামা খালফাহুম।

ওয়ালা ইয়ুহীতূনা

বিশাইইম মিন্‌ ইলমিহী ইল্লা বিমা শাআ।

ওয়াসি'আ কুরসিয়্যুহুস সামা-ওয়া-তি ওয়াল আরদ্ব।

ওয়াল ইয়াউদুহূ হিফযুহুমা ওয়া হুয়াল 'আলিয়্যুল 'আযীম।

(সূরা আল বাকারার,আয়াত ২৫৫)



No comments

info.kroyhouse24@gmail.com