Breaking News

সকাল ও সন্ধার অসম্ভব সুন্দর কিছু ফটো

 সকাল ও সন্ধার পরিবেশটা থাকে খুবই সুন্দর মলিন ও মনোরম। 

সৌন্দর্য পিপাসু মানুষ সব সময় একটু সুখের আশায়. মনকে একটু প্রশান্তি দেয়ার জন্য।

কত টাকা পয়সা খরচ করে দেশ হতে দেশান্তরে যাচ্ছে শুধু একটু আন্মতৃপ্তি পাবার জন্য। 

আমাদের দেশেও এর সংখ্যা কম নয়, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য 

সূর্য উদয় ও সূর্য অস্ত যাওয়া দেখার জন্য সাগর কন্য কুয়াকাটা ও সর্ব বৃহৎ সুমদ্র সৈকত 

কক্সবাজারে ভির করে প্রতি নিয়ত। সন্ধার ফটো গুলো বিশেষ করে 

আমার ভালোলাগে, আপনাদের টা জানি না। 

আশা করি আপনাদেরও ফটো গুলো ভালো লাগবে। 

সমুদ্র, পাহাড়, নদী এগুলো সব সময় মানুষ কে আকৃষ্ঠ করে। 

মানুষ যান্ত্রিক জীবনে একটু প্রশান্তির জন্য ছুটে চলে।   












No comments

info.kroyhouse24@gmail.com