কবিতা সমগ্র
কবিতা - সাঝেঁর বেলা
------------------------
ক্লান্ত সাঝেঁর বেলা
চারপাশে শুধু ব্যস্ততার মেলা।
বেলা শেষে ঘাটে ভিড়তে
ধরেছে মাঝি নৌকার হাল,,,,,
গোয়ালে ফিরতে
হয়েছে যে ব্যস্ত গরুর পাল।
দূর দিগন্তে শোনা যায়
বেলা অন্তের পাখির ডাক,,,,,,
খেলা শেষে পরে আছে
খেলা ফুরোনো শূন্য মাঠ।
এতো ব্যস্ততা দেখেও তখন আমি একটু আনমনে,,,,
অলস পায়ে হাটছিলাম বাগানে।
কবিতা: তুমি
----------------------
হয়তো তুমি ধরেই নিয়েছো,
তুমি ছাড়া আমি ভীষণ একা।
অগাধ বিশ্বাস করি তোমায়,
দেবে না তো কখনো ধোঁকা।
তুমি হয়তো এখন আর,
তেমন ভাবে চাওনা আমায়।
কিন্তু তুমি না চাইলেও,
আমার আমিকে সঁপেছি যে তোমায়।
হয়তো তুমি টানতে চাইছো ,
পরে থাকা সম্পর্কের ইতি।
আমি তো তোমার সাথেই,
ভরাবো সম্পর্কে আমার সিঁথি।
তুমি হয়তো একান্তে ভাবো,
আমি নাকি খুব বোকা।
তাই তো অনুভবে,
বেশি করে দাও তুমি দেখা।
তুমি নির্দ্বিধায় বলতে পারো,
ভালোবাসো না আমায়।
তুমি না চাইলেও,
আমি ভালোবাসি যে তোমায়।।
কবিতা: অসাধারণ
---------------------
সব বাধা-বিপত্তি তুচ্ছ করে,
এগিয়ে চলো স্বপ্নের পানে।
শত ঝড়ের মোকাবিলা করো,
একাই প্রাণপণে।
তোমার বসবাস ঐ দূরে,
আকাশের খুব উঁচুতে।
দুর্নিবার ছুটে চলা তোমার,
দুরন্ত বাতাসে দ্রুত গতিতে।
No comments
info.kroyhouse24@gmail.com