কালো ছেলে । পর্ব - ০৯
হাসার কারন কি?
মুখে কিছু লেগে আছে নাকি?
কিছুক্ষনপর স্টাডি শেষ করে সবাই উঠে পরলাম৷
,
== সানি শাকিল তোরা টেবিলে গিয়ে বোস। আমি
খাবার দিতে বলছি।
== আচ্ছা তুই যা। তারবতারি খাবার দিতে বল। ক্ষিদা লাগছে
( শাকিল)
,
একসাথে সবাই খেতে বসলাম।
সবাই একে একে বসল। আমার পাশের সিটটা খালি।
কিছুক্ষন পর রিহা এসে আমার পাশে এসে বসল।
আমরা খাওয়া শুরু করলাম।
হঠাৎ মনে হলো কেও আমার পায়ে কিছুদিয়ে
ঠেলছে।
নিচে চেয়ে দেখি রিহা আপু পা দিয়ে ঠেলছে।
আমি কয়েক বার পা সরিয়ে নেওয়ার পরও রেহাই
পেলাম না৷
রিহা আপু মুচকি মুচকি হাসছে।
উফফফ।
না পারছি কিছু বলতে, না পারছি সইতে।
,
== কি রে সানি, তুই তো খুব ভালো অংক বুঝিস।(শাকিল)
== আর পারা। আরও ভালো হতে হবে রে ভাই
== আচ্ছা সানি তুমি তো আমাদের কলেজ থেকে
চলে গেছিলা। এখন কোন কলেজে?
== আছি একটাতে।
,
উফফফফ।
রিহা আপু পা দিয়ে ঠেলেই যাচ্ছে।
উপায় না পেয়ে আমিও দিলাম এক খোচা। আর অমনি
রিহা আপু চিৎকার করে উঠলেন।
,
== কি রে কি হলো তোর? ( হিয়া)
== আরে কিছু হয় নাই। মনে হল কেও চিমটি কাটল।
,
রিহা আপুর কথা শুনে আমি হেসে দিলাম।
রিহা আপু আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে।
মনে হচ্ছে যেন এখনি মাইর দিবেন।
খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে গেল। শুধু
হিয়া,শাকিল ছাড়া।
,
== তোরা গাড়িতে গিয়ে বোস। আমি আসছি।
== এখন আবার কই যাব?( আমি)
== যেখানে খুশি। তুই যাবি কি না?
== হুম। চলেন।
,
আমরা সবাই মিলে গাড়িতে গিয়ে বসলাম।
কিছুক্ষন পর রিহা আপু আসলেন।
নীল জামায় রিহা আপুকে একদম নীল পরী
লাগছে।
নীল জামা,চোখে কাজল ইসসসসসসস যদি কালু না
হইতাম তাহলে আজকেই রিহা আপকে প্রপোজ
করতাম।
হায়রে কপাল৷ শাকিল,আর হিয়া সামনে গিয়ে বসলেন।
রিহা বসল আমার সাথে।
আমি রিহাকে আড় চোখে দেখছি।
মাথা আমার সোজা কিন্তু চোখ হয়ে যাচ্ছে বাকা।
গাড়ি চলছে তার আপন গতিতে।
হঠাৎ করে রিহা আপু আমার কাধে মাথা ঝুকিয়ে দিলেন।
জানালা দিয়ে আসা বাতাসে রিহা আপুর চুল গুলো
উড়ছে অবাধ্যের মত।
আমার ইচ্ছা করছে রিহার চুল গূলো হাত দিয়ে সরিয়ে
দেই।
*তোর চুলের ঝাপটা পাগল করে আমায়,
মনে হয় হারিয়ে যাই তোরই মাঝে। *
কিছুক্ষন পর গাড়ি থামল পার্কে এসে।
রিহা আপু মাথা সরিয়ে নিলেন।
হিয়া আর শাকিল নেমে অন্য দিকে চলে গেল।
,
== পার্কে আসলাম কেন?
== অনেক দিন থেকে ঘোরা হয় না। তাই ভাবলাম
শাকিল আর হিয়ার সাথে আমিও একটু ঘুরে আসি।
== তো আমাকে নিয়ে আসলেন কেন?
== তোকে কিছু কথাবলার আছে।
== হুম। বলুন।
== চল অইদিকে গিয়ে বসি।
,
আমরা একটা বেঞ্চে গিয়ে বসলাম।
,
== এখন বলুন।
== তোকে কিভাবে কথাটা বলব বুঝতে পারছি না।
== হেয়ালি না করে বলে ফেলুন। আমাকে বাসায়
যেতে হবে।
== তোকে আমি খু...........
,
এমন সময় শাকিল আর হিয়া চলে এল।
,
== কি রে তোরা এখানে কি করছিস?
== ওই শালা তোর আসার আর সময় হল না। এখনি
আসতে হলো।( রিহা)
== কেন রে। তোরে আবার কি করলাম।
== কিছু না। চল এখন আর বাসায় যায়। আমাদের সানি
সাহেব নাকি তারাতারি চলে যাবেন।
,
হিয়া আর শাকিল যখনি এখটু খানি সামনে গেল তখনি রিহা
আমার গালে চুমু দিয়ে দৌড় দিয়ে চলে গেল।
আমি বলদের মত রিহার দিকে চেয়ে আছি।
কি মেয়ে রে! পার্কে এত্তগুলা মানুষের সামনেই
চুমু দিয়ে চলে গেল।
এর কি লজ্জা শরম নাই নাকি?
নাকি রেশনের দোকানে বিক্রি করে দিছে।
আমিও গাড়িতে এসে বসলাম।
এখন রিহা সামনে গিয়ে বসছে৷ পিছনে শাকিল আর
আমি।
আমি লুকিং গ্লাসে তাকিয়ে আছি। রিহাও মাঝে মাঝে
আমার দিকে তাকাচ্ছে।
হঠাৎ করে একটা মুচকি হাসি দিয়ে চোখ মারল। ।
ছেলেদের ঘায়েল করার জন্য মেয়েদের দুইটা।
মোক্ষম অস্ত্র আছে।
প্রথম, বাকাঁ চোখের চাহুনি। তারপর হল মুচকি হাসি।
তারউপরে যদি বাকা দাত থাকে তাহলে তো কথায় নাই।
একদম কলিজা ছিদ্র করে ফেলে।
কিছুক্ষন পর গারি থেকে নেমে আমি বাসায় চলে
এলাম।
রিহা গাড়ি থেকে নেমে সোজা ঘরে চলে
গেছে।
মনে হয় খুব লজ্জা পাইছে।
বাসায় এসে ভাবতে লাগলাম।
এগুলার মানে কি?
রিহা কি আমার প্রেমে পরে গেছে।
নাহ আমার এখন আর ভাবলে চলবে না।
আমায় ডাক্তার হতেই হবে।
তাই ভাবনা চিন্তা ছেড়ে দিয়ে পড়ায় মনোযোগ
দিলাম।
দেখতে দেখতে পরীক্ষাও এসে পরল। এই
কয়েক দিন প্রায় প্রতিদিনই রিহা আপু আমাদের বাড়িতে
এসে আমার খোজ নিয়েছেন।
পরিক্ষার দিন সকাল বেলা আমি সীট খুজতে গিয়ে
দেখি আমার পিছনেই রিহার সিট।
আমাদের কলেজের আমার রোলই সবার শেষে।
সেই হিসেবে রিহা পরছে আমার পিছে(বুদ্ধিমানেরা
বুঝে নিয়েন)
.
চলবে....
No comments
info.kroyhouse24@gmail.com