বিপদের মুহূর্তে পুরুষ ডাক্টার দিয়ে ডেলিভারি করানো জায়েজ
বিপদের মুর্হূতে কি জায়েজ? মহিলা গাইনি না থাকলে ।
স্ত্রীর পাশে ই কেন স্বামী কে রাখা হয় না?
ডেলিভারিতে কেন পুরুষ ডাক্তার?
আপনার, আমার মা -বোন -স্ত্রী-কন্যাদের দিকে কেউ তাকালে তার চোখ উপড়ে ফেলার অবস্থা হয়।
কিন্তু একজন ডাক্তার ই,সি,জি করার সময় নারীর বুকে হাত দিচ্ছে,
আল্তাতে হাত দিচ্ছে তল পেটে এবং ডেলিভারি করার সময় লজ্জা স্থানে।
কিন্তু কেন এর কি কোনো প্রতিকার নেই?
প্রতিটা হাসপাতালের দিকে তাকালে দেখা যায় মহিলা রুগি সবচেয়ে বেশি।
তাই মা-বোনদের ইজ্জত রক্ষার্থে মহিলাদের সকল প্রকার
চেকআপ ও ডেলিভারিতে মহিলা ডাক্তার অতি প্রয়োজন।
No comments
info.kroyhouse24@gmail.com