Breaking News

ওসির অহংকারী মেয়ে । পর্ব -০২


আকাশ,ক্লাস শেষ করে ভাঙ্গা পা নিয়েই বাসার দিকে রওনা দিলাম,হেটেই যেতে হবে পকেটে টাকা নাই,আসার ভাড়াটা খালি ছিলো আমার কাছে,দুপুরে বাসায় গিয়ে খাবার খাবো তার ও কোন ঠিক ঠিকানা নাই,
কলেজের সীমানা পার হতেই কেউ একজন এসে পায়ের উপরে হুমড়ি খেয়ে পড়লো,ভাই আপনি আমাদের বাঁচান..?
আপনি ছাড়া আমাদের কোন অস্তিত্ব নাই,প্লিজ ভাই আপনি আবার আগের রূপে ফিরে আসেন...?
আকাশ,নাহ রে ভাই তা আর হবে না😊
তোদের ভাই মরে গেছে বলে মুচকি একটা হাসি দিয়ে বাসার দিকে রওনা দিলাম..
এই ভাঙ্গা পা নিয়েই খুড়িয়ে খুড়িয়ে বাসায় এসেছি,বাসায় আসার পর পা টা যেন মাটিতে ফেলতে পারছি না,ব্যথায় জান টা মনে হয় এখনি বের হয়ে যাবে,এদিকে পকেট ফাঁকা কি ভাবে কি করবো মাথায় যেন কাজ করছে না,নাহ পাশের দোকান টাতে গিয়ে দেখি বাকি দেয় কিনা,
বাসা থেকে বের হতেই দেখি সেই ছেলাটা,যে আমার পা চেপে ধরেছিলো,আমি ওকে দেখেও না দেখার ভান করে দোকানে গিয়ে মামাকে বললাম,মামা আমাকে কিছু খাওয়ার জিনিস দিন পরে টাকা হলে বিল দিয়ে যাবো,
দোকানদার,দেখো মামা আমার দোখানে অল্প টাকার মাল,তার মধ্যে যদি তোমাকে বাকি দেই আমার পেট চলবে কি ভাবে..?
আকাশ,শরমে মাথা নত করে ঘরের দিকে চলে এলাম,একটু পর দেখি কেউ একজন দরজায় বাড়ি দিচ্ছে,
গিয়ে দরজা খুলে দিলাম,দরজা খুলে দেখি সেই ছেলেটা দাঁড়িয়ে আছে,হাতে অনেক গুলো খাবার নিয়ে,
এই কিরে তোর কি চাই..?
বললাম না আমি আর আগের রূপে ফিরে যাবো না..
ছেলেটা,ভাই আপনি যাই করেন করেন,কিন্তু আমি আপনার সাথে থাকতে চাই,আপনি চলে আসার পর থেকে আমাদের অবস্থান নড়কে পরিণত হয়ে গেছে,শহরের কোন জায়গায় গিয়ে থাকতে পারছি না,ভাই প্লিজ আপনার পায়ে পড়ি আমাকে আপনার সাথে রাখেন...?
আকাশ,নিজের এই তো থাকার জায়গা নাই তোমাকে কি রাখবো,
ছেলেটা,ভাই দরকার হয় আপনার ঘরের এক কোনায় পড়ে থাকবো,আপনার কোন টাকা পয়সা লাগবে না,আপনার খাওয়া দাওয়া থেকে নিয়ে শুরু করে সব আমি দেখবো,প্লিজ আমাকে না করিয়েন না...?
আকাশ,আচ্ছা থাকো😊
ছেলেটার নাম পল্লব,সে আগে আমার কাজের সাথী ছিলো,
তাই না করলাম না😊
পল্লব,ভাই আপনার জন্য কিছু খাবার এনেছি সেগুলো খেয়ে নিন,
আকাশের খুব খিদে পেয়েছে তাই খেতে শুরু করে,এমন সময় পকেটে থাকা ফোনটা বেজে উঠে,সে ফোনটা পকেট থেকে বের করে হাতে নেয়,নাম্বারটা দেখেই তার চোখ কপালে উঠে যায়,আল্লাহ এ তো আম্মুর নাম্বার..?
ফোনটা রিসিভ করতেই,আম্মু কান্নাকাটি শুরু করে দিয়েছে,
আম্মু,বাবা তুই কোথায়রে...? কেমন আছিস তুই...?
আকাশ,আম্মু আছি কোন এক রাজ প্রাসাদে,আর তোমাদের দোয়ায় ভালো আছি😊
আম্মু,বাবা প্লিজ আর কতদিন এভাবে রাগ করে থাকবি..?
এবার অন্তত ঘরে ফিরে আয়..?
আকাশ,নাহ আম্মু সেটা আর সম্ভব না,যতদিন না নিজেকে মানুষ বানাতে পারবো ততদিন আমি ঘরে ফিরে আসবো না,আর গতকাল বহুদিন পর গাড়িতে উঠলাম ভালোই লাগলো😊
আম্মু,বাবা তোর জন্য আমার সব সময় মন কাঁদে,তোর নাম্বারটা অনেক কষ্টে জোগাড় করেছি কথা বলবো বলে,তোর বাবাও রোজ তোর জন্য কান্না করে আর আফসোস করে,যে সেদিন ওর গায়ে হাত না তুললে হয়তো সে আজ বাড়িতে থাকতো,বাবা ফিরে আয় না ঘরে...?😓
আকাশ,আম্মু প্লিজ এভাবে বলো না,তোমার ছেলে কোনদিন এই মানুষ হবে না ঐ রাজ প্রাসাদে থাকলে,আজ যখন পথে নেমে এসেছে দুনিয়ার বাস্তবতার সাথে মোকাবেলা করার জন্য,তখনি বুঝে আসছে দুনিয়াদারী এতটা সোজা না,নিজেকে তৈরি করার জন্য ঘর থেকে বের হয়েছি,নিজেকে মানুষের মত মানুষ না বানিয়ে কোনদিন ঘরে ফিরবো না,ভালো থেকো মা বলে ফোনটা কেটে দিলাম,কারন আর একটু কথা বললে হয়তো চোখের পানি বৃষ্টির জ্বলে পরিণত হবে😊
খেয়ে দেয়ে একটু বিশ্রাম করে বিকাল বেলা পল্লবকে সাথে নিয়ে একটু বাহির থেকে হেটে এসে পরে পড়তে বসি,কারন কিছুদিন পর আমার পরিক্ষা আসতে চলেছে এখন না পড়লে পিছিয়ে যাবো,
রাত বারোটার দিকে পড়া শেষ করে ঘুমিয়ে পড়ি,
সকালে উঠে যথাযথ সময়ে কলেজে চলে যাই,আজ পল্লব রিক্সা ভাড়া দিয়ে দিয়েছে,ছেলেটার কথা যে কি বলবো,পাগলের মত ভালোবাসে সে আমায়,আমার জন্য মরে যেতেও প্রস্তুত সে,
কলেজে গিয়ে শুনি আজ নাকি ক্লাস হবে না,তাই বাহিরে একটা গাছের নিচে বসে আছি,সবাই আমাকে নিয়ে হাসি তামাশা করছে,কেউ কেউ বলছে ঐ যে কলেজের পাগলটা গাছ তলায় বসে আছে,অনেক মন খারাপ হয় ওদের কথা শুনলে,তবে এখন কেন জানি অভ্যাস হয়ে গেছে,আগের মত আর গায়ে লাগে না ওদের কথা গুলো,তিশান টাও আজকে আসে নাই একা একা ভালো ও লাগছে না,উঠে চলে যাবো এমন সময় পিছন থেকে কেউ একজন ডাক দিয়ে বলে এই আকাশ দাঁড়াও,
আমি,পিছনে ফিরে দেখি আরু,মেয়েটা আমাদের সাথেই পড়ে,আমাদের ক্লাসমেট,দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর,মন মানুষিকতাও অনেক ভালো,সবাই আমাকে কথা শুনালেও আজ পর্যন্ত সে আমায় কখনো কথা শুনায় নি,
জ্বি কিছু বলবেন...?
আরু,হা বলার জন্যেই তো এসেছি😊
আকাশ,জ্বি তাড়াতাড়ি বলুন আমি চলে যাবো,আর আমার মত খ্যাতের সাথে আপনি কথা বলছেন সেটা কেউ দেখলে লোকে আপনাকে কথা শুনাবে,
আরু,এই ছেলে তোমার এত তাড়া কিসের হা..?
চুপচাপ যেখানে বসে ছিলে সেখানেই বসো,
আকাশ,মেয়েটা আমায় জোর করে বসালো..
আচ্ছা বসলাম এবার তো বলেন..?
আরু,আমাকে তোমার ফ্রেন্ড বানাবে...?
আকাশ,তো পুরা থ মেয়ে বলে কি,কোথায় ও আর কোথায় সে,এই আপনি কি পাগল হয়ে গেছেন হা.?
আপনি কোথায় আমি কোথায়..?
শুধু শুধু আমার সাথে মিশে নিজের নাম কেন খারাপ করতে চাচ্ছেন আপনি...?
সরি আমি পারবো না,লোকে আমার জন্য আপনাকে কথা শুনাবে এটা কখনোই আমি মেনে নিতে পারবো না,আমি খ্যাত হতে পারি তবে মানুষকে অপমানিত করতে পারবো না,
আরু,এই আকাশ এবার কিন্তু তুমও বেশি বারাবাড়ি করছো..?
কে কি বলবে সেটা আমার উপরে ছেড়ে দাও,আর কলেজে আমাকে নিয়ে কথা বলবে এমন কারোর বুকের পাঠা হয় নাই,হাত বাড়িয়ে রেখেছি বন্ধু বানিয়ে নাও..
আকাশের কাছে কল্পনা মনে হচ্ছে,আচ্ছা যান আজ থেকে আমরা বন্ধু,
আরু,তাহলে এখন থেকে আপনি নয় তুমি বলবে,
আকাশ,আচ্ছা ঠিক আছে,
আরু গিয়ে দশ টাকার বাদাম কিনে নিয়ে এসেছে,দুজনে বসে বসে সেগুলো চিবোচ্ছে আর গল্প করছে,দুজনের মধ্যে বেশ ভালো একটা ভাব জমে গেছে,
আকাশ লক্ষ্য করে দূর থেকে একটা লেডি গ্যাং এদিকেই আসছে সেখানে অহংকারী মেয়েটাও আছে,আকাশ নিজেকে আড়াল করে ফেলে কারন ওর জন্য এখন আরুকে ওরা কথা শুনাবে,
আরু ওদের কাউকে দেখতে পায়নি,কারন সে আমার উল্টোদিকে বসেছে,সে বকবক করেই যাচ্ছে এদিকে আকাশের বুক ধুপধুপ করছে,
মিম নামের একটা মেয়ে আছে আমাদের ক্লাসে পড়ে,সে অহংকারী মেয়েটাকে বলে হেনা ঐ যে দেখ খ্যাতটা আজকে আবার বান্ধবীও বানিয়ে নিয়েছে(গল্পের নায়িকার নাম হেনা)সবাই তো বুঝেই গেছেন😊
হেনা,হা চল ওদের মজা নিয়ে আসি,
আকাশ,ও তার মানে মেয়েটার নাম হেনা,কিন্তু ওর ভয়ের মাত্রাটা আরো বেড়ে গিয়েছে,এখন সবাই মিলে আমাকে অপমান করবে😓
হেনা,আকাশের কাছে গিয়ে কিরে খ্যাত আজকে দেখছি আবার বন্ধুও পাতিয়ে নিয়েছিস,সেও কি তোর মত খ্যাত নাকি বলে হাসতে শুরু করে🤣 হেনার কথা শুনে সবাই হাসাহাসি করছে,
তখনি আরু পিছন দিক থেকে ঘাড় ঘুরে তাকায়,সবাই তো অবাক আরুকে দেখে,সবার মুখের বুলি বন্ধু হয়ে গেছে,কারন আরু এত কোটিপতি হওয়া সত্বেও এমন একটা খ্যাতের সাথে বসে গল্প করছে,কোথায় আকাশ নামক খ্যাতটা আর কোথায় আরু,কেউ হিসাব মিলাতে পারছে না,
তবে সবার মুখের বুলি বন্ধ হয়ে গেছে কারন আরুকে কেউ কিছু বলে পার পাবে না,সেটা যত বড় বাপের বেটাই হোক না কেন,
তবে হেনা বলা বন্ধ করে নাই,সে আকাশের মজা উড়াচ্ছে,হেনা নতুন তাই সে আরুকে চিনে না,
আরু,এই মেয়ে আর একবার যদি আকাশকে নিয়ে কিছু বলেছো অবস্থা খারাপ করে ছেড়ে দিব,তুমি যত বড় বাপের বেটাই হও না কেন,আমি কাউকে পরোয়া করি না,সে তোমার বাপের টাকায় খায় না তোমার বাপের টাকায় পড়ে যে তুমি ওকে কথা শুনাচ্ছো...
হেনা,আরুর কথা শুনে রেগে লাল হয়ে গেছে,এই মেয়ে তোমার কেন এত গায়ে লাগছে আমার বলা আমি বলছি তোমার এত কিসের সমস্যা...?
আরু,আমার অনেক সমস্যা কারন সে আমার বন্ধু,সো মুখ সামলে কথা বলো,
আকাশ,তো আরুর কথা শুনে হা হয়ে আছে😲
হেনা,দেখা যাবে এই ফকিন্নিটার সাথে কয়দিন বন্ধুত্ব থাকে,আর শোন ছোটলোক তোকে আমি দেখে ছাড়বো😾
আরু,দেখে নিয়েছো এখন ভাগো...
হেনা,রাগে ফসফস করতে করতে সেখান থেকে চলে যায়,
আকাশ,হা হয়ে আরুর দিকে তাকিয়ে আছে,
আরু,কেমন দিলাম😊
আকাশ,কি বলবে ভাষা খুজে পাচ্ছেনা সে,
থেংক উ..😍
আরু,আরে বন্ধু বান্ধবের মাঝে নো থেংকস নো সরি😊
আকাশ,তুমি সত্যি অনেক ভালো একটা মেয়ে,
আরু😇
দুজনে অনেকটা সময় আড্ডা দিয়ে বাসায় চলে আসে,আকাশের আজ খুব খুশি লাগছে একটা ভালো বান্ধবী পেয়েছে,আর তার উপরে নাম্বার ও দিয়ে দিয়েছে,বাসায় এসে দেখে পল্লব খাওয়া দাওয়া সব রেডি করে ফেলেছে,যাক ভালো হয়েছে আর রান্না করতে হবে না,
তারপর সে কাপড় চোপড় নিয়ে ফ্রেশ হতে যাবে ঠিক সেই সময় ফোনটা আবার বাজা শুরু করে,
সে কাপড় গুলো ওয়াশরুমে রেখে এসে ফোনটা রিসিভ করে,
হ্যালো কে বলছেন...?
আমি,বায়জিদ থানার দারোগা বলছি,আপনি কি আকাশ মাহমুদ...?
আকাশ,হা হবো একজন,কি দরকারে ফোন দিয়েছেন সেটা বলেন...?
দারোগা,আপনার ছোট ভাই মুন্না এখন জেলে বন্দী,তাকে শহরের ছেলেদের সাথে গ্যাঞ্জাম করার সময় আটক করেছি,ওকে অনেক মারধর করে ছেলে পেলেরা,তাই তাকে বাঁচিয়ে এনে থানায় আটক করে রেখেছি,আর থানার মধ্যেই ওর ট্রিটমেন্ট চলছে...!
আকাশের তো মাথা একশতে একশো গরম হয়ে যায়,ওর কলিজার ছোট ভাইকে কে মেরেছে কার এত বড় সাহস...
নাহ আমার আবার আগের রূপে ফিরে যেতে হবে,এই ভেসভোসা ছেড়ে আবার নিজের কেরেক্টারে ঘুছে যাবো,আর অনেক মানুষকে অনেক কিছু দেখানোর বাকি আছে,আকাশ মাহমুদ কি সেটা এখনো কেউ জানে না,উপরে দেখতে খ্যাত হলেও ভিতর থেকে পুরো আগুনের গোলা....
.
চলবে...

No comments

info.kroyhouse24@gmail.com