ওসির অহংকারী মেয়ে । পর্ব -০৫
আকাশ,বাসায় এসে পড়ে,বাসায় এসে যখন ঘরে ঢুকে তখন দেখতে পায় পুরো ফ্লোর রক্তে লাল হয়ে আছে,আর একটা হাত কব্জি থেকে কাটা ফ্লোরে পড়ে আছে,এটা দেখে তো আকাশের হুশ এই উড়ে গেছে,আল্লাহ পল্লব এর কিছু হলো না তো,সে ঠিক আছে কিনা আল্লাহ জানে,
তাড়াতাড়ি ঘরের ভিততে ঢুকে দেখি পল্লব সেই ছেলেটাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে,যেই ছেলেটা শপিংমলে আমাকে থাপ্পড় মেরেছিলো,ছেলেটার হাত পল্লব কেটে ফেলেছে,ছেলেটার হাত থেকে অনবরত রক্ত ঝরে পড়ছে,আর ছেলেটা ব্যথায় কাতরাচ্ছে,কিন্তু কি করার ওর মুখের মধ্যে পল্লব কাপড় গুঁজে দিয়েছে,না হয় দুনিয়াদারী এক দিকে করে ফেলতো চেঁচিয়ে,
.
আকাশ,এই পল্লব কি করছিস কি....?
পল্লব,ভাই এই জানোয়ার টার কত বড় সাহস যে সে আপনার গালে থাপ্পড় মেরেছে,তাই ওর হাত কেটে ফেলেছি,বাকি ওকে মেরে ফেলবো এখনি..
আকাশ,এই তুই পাগল হয়ে গেছিস হা,আমাকে মেরেছে আমি মাফ করে দিয়েছি যা ওকে ছেড়ে দিয়ে আয়,
পল্লব,কি বলছেন ভাই আপনার গায়ে সে হাত তুলছে আর আপনি বলছেন ওকে ছেড়ে দিতে..?
আকাশ,হা আমিই বলছি যা ওকে ছেড়ে দিতে,
পল্লব,ওকে ভাই ছেড়ে দিচ্ছি,ছেলেটাকে হসপিটালের সামনে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসে,
দুপুরে খাবার খেয়ে আকাশ শুয়ে আছে এমন সময় আরু ফোন দেয়,
আরু,কি করছো..?
খাওয়া দাওয়া হয়েছে তোমার...?
আকাশ,হা হয়েছে,তুমি খেয়েছো...?
আরু,হা খেয়েছি,আচ্ছা ঠিক আছে তুমি রেস্ট করো,কাল কলেজে আসলে কথা হবে
আকাশ,আচ্ছা বলে ফোন রেখে দেয়,তারপর একটু রেস্ট করে
বিকাল বেলা বাসার নিচে একটু হাঁটাহাঁটি করে কিছুক্ষণ পর আবার বাসায় এসে পড়ে,
পরে পড়তে বসে,কারন সামনে পরিক্ষা আসতে চলেছে এখন পড়ায় ফোকাস করতে হবে,
না হয় তার এই ত্যাগ বিফলে যাবে,পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে,
.
সকাল বেলা...
ঘুম থেকে উঠে যথাযথ সময়ে কলেজে চলে যায়,গিয়ে দেখে কেউ আসে নাই,
কেউ বলতে আরু আর তিশান এই দুই জনের কেউ আসে নাই,
তবে সে লক্ষ্য করে হেনা এসেছে,তাই সে নিজেকে আড়াল করে ফেলে,
কিন্তু হেনার চোখে ধরা খেয়ে যায়,
হেনা,হা এটাই সুযোগ ওর সাথে একা কথা বলার,
না হয় চামচা গুলা আসলে আর কথা বলতে দিবে না,তাই সে আকাশের কাছে চলে যায়,
আকাশ,হেনাকে দেখে থতমত খেয়ে যায়,
কিরে আমি তো নিজেকে আড়াল করে ফেললাম,তাও এই মেয়ে আমায় দেখলো কি করে,
হেনা,আকাশের কাছে গিয়ে এউ ছেলে তোমার সমস্যা কি হা..?
আমায় দেখলে এভাবে পালিয়ে বেড়াও কেনো..?
আকাশ,কে,কে,কে বলেছে আমি আপনাকে দেখলে পালিয়ে বেড়াই,
হেনা,শুনো আমি বাচ্চা না আমি সব কিছুই বুঝি,আচ্ছা তুমি কি আমায় মাফ করবে না..?
আমি তো সমস্ত কিছুর জন্য সরি হয়েছি,তাও আমাকে তোমাদের বন্ধু বানাবে না,মানুষ মাত্রই তো ভুল,আর আমিও সেই ভুল করেছি,কিন্তু তার জন্যে তো ক্ষমা ও চেয়েছি,কিন্তু তুমি আমাকে ক্ষমা করছো না,
আকাশ,আরে আজিব তো ক্ষমা তো করে দিয়েছি..
হেনা,তাহলে বন্ধু বানাতে সমস্যা কোথায়..?
আকাশ,আপনার হয়তো মাথা নষ্ট হয়ে গেছে,
বন্ধু আর ক্ষমা দুইটা আলাদা জিনিস,
তা ছাড়া আপনি একজন ওসির মেয়ে,আপনার সাথে আমাদের বন্ধুত্ব কি করে হয়,কোথায় আপনি কোটিপতির মেয়ে আর কোথায় আমরা ছোটোলোক খ্যাত,
তার চেয়ে বড় কথা সেদিনের মাইরের কথা আমার মনে আছে,
সারাটা রাত আপনার বাবার হুকুমে তিনার চামচা গুলো আমায় মেরেছে,
আমি আর নতুন করে কোন ঝামেলা চাই না,আর আপনার বাবার কাছে মার ও খেতে চাইনা,
হেনা,খাপপপ করে আকাশকে জড়িয়ে ধরে,আর সাথে সাথে কান্না করে দেয়,আকাশ প্লিজ আমায় এভাবে ফিরিয়ে দিও না,আমি কেন জানি তোমার অবহেলায় নিতে পারছিনা
আকাশ,এই এই কি করছেন,প্লিজ ছেড়ে দেন,মানুষ দেখলে
কেলেঙ্কারি হয়ে যাবে,
হেনা,নাহ আমি ছাড়বো না,আগে বলো আমাকে তোমাদের বন্ধু বানাবে..?
বিশেষ করে তোমার..?
আকাশ,তোমাকে বন্ধু বানিয়ে পরে তোমার বাবার মার খাই...?
সমস্ত দোষারোপ আমার উপরেই আসবে যে আপনাকে ফুঁসিয়ে ফাঁসিয়ে পাগল করে ফেলেছি,
হেনা,নাহ এমন কিচ্ছু হবে না,আমার বাবার টা আমি দেখে নিব,প্লিজ আকাশ আমাকে ফিরিয়ে দিও না
আকাশ,আচ্ছা ঠিক আছে ছাড়ো তিশান আর আরু আসুক আগে,ওদের মতামত কি সেটা দেখি
হেনা ছেড়ে দেয়,একটু পর আরু আর তিশান আসে,হেনা আকাশের পাশে বসে আছে,আরু তো এসেই রাগারাগি শুরু,এই আকাশ এখানে কি হচ্ছে...?
এই মেয়ে তোর সাথে কেন..?
আকাশ,সকাল থেকে আমার মাথা খারাপ করে দিচ্ছে আমাদের বন্ধু হবে বলে,আমি বলেছি তোরা আসলে দেখা যাবে,এখন তোরা এসেছিস এবার তোরা বুঝ কি করবি...?
আরু,কি করবো ওর মত মেয়ে বন্ধু আমাদের চাই না
আকাশ,তিশান তোর কি মতামত..?
হেনা,তিশান প্লিজ না করো না করুন সুরে
তিশান,দেখ আমি আর কি বলবো,মেয়েটা যেহেতু সরি হয়েছে সেই দিক থেকে একটা সুযোগ দেওয়া যায়,আর বন্ধুই তো হতে চেয়েছে এর থেকে বেশি কিছু তো আর না
আরু,দেখ ওকে বন্ধু বানিয়ে নিজের বিপদ ডেকে আনিস না আকাশ..?
আকাশ,বাদ দে আরু,সে আমাকে মেরে ফেলবে অতিজোর গেলে
থাক মরে যাবো,এর চাইতে বেশি কিছু তো আর না,সে যখন এত করে বলছে একটা সুযোগ দেওয়া দরকার,
আরু,আচ্ছা ঠিক আছে তুই যা ভালো মনে করিস
হেনা,তারপর সবার বন্ধু হয়ে যায়,সে আরু তিশান আকাশ সবার সাথেই একটা ভালো সম্পর্ক বানিয়ে ফেলে,কিন্তু আকাশকে নিয়ে মনের মধ্যে অন্য রকম কিছু একটা ফিলিংস কাজ কারে,ইচ্ছে করে আকাশকে নিয়ে সারাজীবন পাড় করে দেই,
কলেজে এখন কোন বেস্ট বন্ধু প্যানেল থাকলে সেটা আকাশদের,
হেনার বান্ধবীরা সবাই অবাক,মীম তো আরো অবাক
যেই মেয়ে আকাশকে খ্যাত ছাড়া কিছুই ডাকতো না,পদে পদে অপমান করতো সেই মেয়ে আজ তার বন্ধু,
হেনা,পুরোপুরি ভাবে বন্ধু প্যানেল পরিবর্তন করে ফেলছে,আকাশ তিশান আরু এই তিনজন বাদে এখন তার আর কোন বন্ধু নাই,মীম তারপর আরো বাকি যারা ছিলো কারোর সাথেই কথা বলে না,সে কেমন যেন এক রকমের পাগল হয়ে যাচ্ছে আকাশের জন্য,আকাশেকে তার মনের মধ্যে জায়গা দিয়ে ফেলেছে,
এভাবেই দিন কাটতে থাকে,তাদের চারজনের বন্ধুত্ব আরো গভীর হয়ে যায়,
তারা যাই করে চারজন এক সাথে করে,আর কলেজে এখন যদি কেউ ভুল করে আকাশকে কিছু বলেছে যে খ্যাত বা ছোটোলোক এই টাইপের কিছু,তাহলে হেনা তার বারোটা বাজিয়ে ছেড়ে দিবে,
আকাশের মনেও হেনাকে নিয়ে কিছুটা ভালোলাগা কাজ করে,কিন্তু সমস্যা হচ্ছে সে যদি ভালো লাগা টাকে বাস্তব রূপ দিতে যায়,তাহলে তাদের বন্ধুত্ব নষ্ট হবে প্লাস হেনা উল্টো-পাল্টা রিয়েক্ট করবে
নাহ থাক ভিতরেই থাক ভালো লাগা,সে তার ভালোলাগাকে নিজের ভিতরে দমিয়ে রাখে,
কিন্তু হেনা আকাশের সাথে সব সময় লেগে থাকে,ওর ভালোমন্দ সব সময় খোজ খবর রাখে,খেয়েছে কিনা নিহের যত্ন নিচ্ছে কিনা রোজ খেয়াল রাখে,আকাশও সেইম ভাবে হেনার কেয়ার করে,
আকাশ,হেনার আচরণ দেখে কিছু একটা ফিল করে যে হেনাও তাকে সামথিং সামথিং কিছু একটা,কিন্তু হেনা তো কখনো মুখ ফুটে বলবে না,কারন সে মেয়ে যা করার আকাশকেই করতে হবে,তাই সে একটা ফন্দী আটে,
একদিন রাতের বেলায় আকাশ অন্য একটা মেয়ে ফ্রেন্ডকে দিয়ে হেনাকে ফোন করায়,এই যে আপনি কি হেনা বলছেন...?
হেনা,জ্বি আমি হেনা কিন্তু আপনি কে..?
---আমি আকাশের গার্লফ্রেন্ড,
হেনা,কোন আকাশ...?
---আরে আপনার বন্ধু আকাশ আছে যে ওর গার্লফ্রেন্ড
হেনা,এই মেয়ে তোর কি মাথার তাড় মা'র ছিড়ে গেছে হা..?
তুই আকাশের গার্লফ্রেন্ড মানি..?
হেনার তো রাগ উঠে যায়,
---আরে আরে আপনি এত রাগ করছেন কেন,আমার কথাটা
তো শুনবেন আগে...
হেনা,এই মেয়ে কি শুনবো হা কি শুনবো,তুই আমাকে ফোন কেন দিয়েছিস সেটা বল..?
---আরে আপনি আগে একটু শান্ত হোন প্লিজ,ধীরে ধীরে সব বলছি,দেখেন আমি আজ থেকে নিয়ে বিগত দুই বছর আগের থেকে আকাশকে ভালোবাসি,কিন্তু আকাশ আমাকে ভালোবাসে না,ওকে অনেকবার প্রপোজ করেছি কিন্তু সে রাজি হয় না,কিন্তু ইদানিং কিছুদিন ধরে দেখছি আপনার সাথে আকাশ ঘোরাফেরা করে,প্লিজ আপনি আকাশের থেকে দূরে সরে যান,আমার আকাশকে চাই..?
আমি ওকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসি...
হেনা,এই ফকিন্নির ঘরে ফকিন্নি তুই শুধু দুই বছর কেন,তুই যদি দুইশো বছর ও আকাশের পিছনে ঘুরিস তাও সে তোকে ভালোবাসবে না,কারন আমি তাকে ভালোবাসতে দিব না,সে খালি আমার আমি ওকে ভালোবাসি,তুই কোথা থেকে আসছিস ফকিন্নি..?
একদম মেরে জ্বলে ভাসিয়ে দিব....
---ওকে আমিও দেখে নিব,সে তোমাকে কি ভাবে ভালোবাসে বলে লাইন কেটে দেয়,
অন্যদিকে আকাশ তো হাসতে হাসতে শেষ,আল্লাহ কি পাগল মেয়েরে বাবা,নাহ কালকেই ওকে প্রপোজ করবো,আচ্ছা থেংক উ রে দোস্ত আমাকে সাহায্য করার জন্য,
পরেরদিন সে কলেজে গিয়ে হেনার খোজ করতে থাকে,কিন্তু হেনাকে কোথাও খুজে পায় না,পরে কেউ একজনকে জিগ্যেস করলে সে বলে হেনাকে নাকি কলেজের পাশের পার্ক টাতে বসে থাকতে দেখেছে,
আকাশ,দৌড়ে পার্ক টাতে চলে যায়,গিয়ে দেখে হেনা মন খারাপ করে বসে আছে,এই হেনা কি হয়েছে তোমার...?
তোমাকে কত সময় ধরে খোঁজ করলাম,কিন্তু কোথাও পেলাম না,পরে একজন থেকে জানতে পারলাম তুমি পার্কে এসে বসে আছো..?
হেনা,কেন আমার খোঁজ কেন করতে হচ্ছে তোমার..?
আমার সাথে তোমার কি যে আমার খোজ করতে হবে,
আকাশ,তুমি কি সত্যি বুঝো না আমার সাথে তোমার কি...?
হেনা,নাহ বুঝি না তোমার সাথে আমার কি,লুইচ্চা কোথাকার মনে মনে
আকাশ,আরে পাগলি তুমি আসলেই একটা গাধা,তোমাকে যে আমি ভালোবাসি যেটা কি তুমি বুঝো না..?
হেনা,তো থথথথথথ
কি বলছো কি আকাশ সত্যি তুমি আমায় ভালোবাসো..?
আকাশ,হা রে বাবা আমি তোমায় সত্যি ভালোবাসি
হেনা,তাহলে প্রপোজ করো
আকাশ,আল্লাহ এখন প্রপোজ কি ভাবে করবো,আসেপাশে তো কোন ফুল ও নাই,পকেটে একটা কলম ছিলো সেটা বের করে হেনাকে প্রপোজ করে,তুমি কি আমার বাবুর আম্মু হবে
হেনা,আকাশের কান্ড দেখে তো রেগে মেগে আগুন
এই খাটাশ পোলা কলম দিয়ে জীবনেও কাউরে প্রপোজ করতে দেখছিস..?
আকাশ,কি করবো কোহ ফুল তো নাই
হেনা,তাহলে আজকে করতে হবে না,কালকে ফুল নিয়ে এসে কলেজে সকলের সামনে জোড় গলায় প্রপোজ করবি..
আকাশ,কেন সকলের সামনে কেন..?
হেনা,কারন কেউ যাতে এরপর তোর পিছনে আর ঘুরঘুর না করে,
তুই খালি আমার সেটা যেন সবাই জানে,আর শোন প্রপোজ করার পর জড়িয়ে ধরবি কিন্তু...?
আকাশ,আচ্ছা ঠিক আছে
আকাশ,পরেরিদন সকাল বেলা ফ্রেশ হয়ে আরুর কিনে দেওয়া জামাটা পড়ে,তারপর গোলাপ ফুলের একটা তোড়া নিয়ে কলেজে যায়,হেনা অনেক আগেই এসে বসে আছে...
--হেনা,এই এত সময় লাগে আসতে হা..?
-আকাশ,আরে একটু দেরি হয়ে গেছে,
--হেনা,আচ্ছা সমস্যা নাই এবার প্রপোজ করো
আকাশ,একটু বড় গলায়,
Listen to all of you who are here,I am going to make a special announcement in front of you,
এলান টা হচ্ছে যে আমি হেনাকে ভালোবাসি,শুধু ভালোবাসি না নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি,হেনা তুমি কি দেবে আমায় একটা সুযোগ তোমায় ভালোবাসার মত..?কথা দিলাম তোমার এই দু'টো হাত কখনোই ছাড়বো না,
হেনা,পা থেকে জুতাটা খুলে ঠাসসসসস করে জুতোর বাড়ি বসায় দেয় আকাশের গালে....
আকাশ,তো পুরা অবাক....
কলেজের সবাই আকাশের দিকে হা হয়ে তাকিয়ে আছে
.
চলবে..
No comments
info.kroyhouse24@gmail.com