Breaking News

কবিতা - তুই না আমার ভাতিজারে

 সাপ দেখেছো সাপ?

দ্যাখোনি,
যেগুলো দেখেছো তা
প্রাকৃতিক -
ফণা তোলে কামড়ে দেয়
লেজে পা দিলে
কিংবা বিরক্ত হলে।
আমি যে সাপের কথা বলছি
সেই সাপ দ্বিপায়ী সর্পরাজ
সারাক্ষণ অহংকারেই উত্তাপ
মুর্শিদকুলি খাঁর
কিংবা নবাব আলীবর্দির নাতি,
ভাত না পোলাও খায়,
অন্যেরা কি
ধোয়ায় শুধু হাত-ই?
আরো কি ধোয়ায়,
সে কথা থাক।
এখনো আইনের আছে
অসংখ্য ফাঁক,
বিচারের আছে
কয়েক কোটি তাক।
আমি যে সাপের কথা বলছি,
সেই সাপ দংশন করে
জাতির বিবেকে -
প্রথমতঃ তোমার সংগ্রামে
নিশ্চুপ বসে থাকে গভীর জংগলে
তোমার উত্থানে কিনারে আসে
লোকালয়ের সন্নিকটে -
আর তোমার সফলতার প্রাক্কালে
ঠিক ঠিক হিসেব কষে
কপালে দংশন করে।
তুমি পুরোপুরি সফল হলে
নফল পড়ে দোয়া করেছিলো বলে,
কখনো তোমাকে ভালোবাসে
উড়ন্ত ফড়িং যেমন
রঙিন পাখা মেলে
প্রজাপতির মত ওড়ে -
কিংবা জোনাকিও
আলো দেয় বাঁশঝাড়ে -
তোমার সফলতায় একদিন
হার মানে তারা,
তার মানে যারা
আর যাই হোক,
শব্দ করে বলে তখন
তুই না আমার ভাতিজারে!


No comments

info.kroyhouse24@gmail.com