Breaking News

কালো ছেলে । পর্ব - ০৪



মামার বাসা থেকে বের হয়ে কলেজে এলাম।

এসে দেখি যতটা খারাপ ভাবছিলাম ততটা খারাপও না।
আর কলেজ দিয়ে কি হয় বলুন।লেখাপড়া নিজের কাছে।
ভালো করে পড়লে গোবরেও পদ্মফুল ফোটে।
আমি ভর্তির সব কার্যক্রম শেষ করে বাসায়
চলে এলাম।
== তোর মামার কাছে খুব মজাতেই আছিলি।তাই না?
== হুম মা। প্রত্যেকবারেই মজা করি। এবারও করছি। মামা,মামাই আইতে দিতে চায় না।
খুব কস্টে আইলাম।
== তা সকালে খাইয়া আইছস?
== হুম। যাওয়ার লগে লগে মামি পুলাও রানছে। অইগুলাই খাইলাম। তুইমি খাইছো?
== হুম। তোর আবুল চাচার ধান শুকাই দিলাম। তাই কিছু চাইল( চাউল) দিছিল।
অগুলাই রানছিলাম।কলেজে ভর্তি হইছস?
== হুম। আইচ্ছা। আমি গ্যারেজে যাই।
,
,
বলেই বেড়িয়ে পরলাম।
যাওয়ার সময় দেখি রিহা আপু রিক্সা করে
কলেজে যাচ্ছে।
আমাকে দেখে রিক্সা থেকে নামল।
,
,
== এই কালুর বাচ্ছা কালু। গাড়ি ঠিক করে
দিছস। আবার নস্ট হয়ে গেল কেন?
== আমি কি কইরা জানমু গাড়ি কেন নস্ট হইল।
আপনি গাড়িরে জিগান।
== এই কাইল্লা। চাপা করবি না। চল আমার
সাথে।
== কই যামু?
== গাড়ি ঠিক করে দে।
== চলেন।,
,
সামনে এগিয়ে দেখি গাড়িতে সবাই বসে
আছে।
তারমানে আবার কিছু করবে আমার সাথে৷
,
,
== এই শাকিল, কালু রে পাইছি রে।
== কই পেলি। কাল্লু তো এখন মিস্ত্রি কালু।
== ওয়াও। কালু মিস্ত্রি। কেমন যেন বাংলা
ছবির ভিলেনের মত লাগছে।
== ভাই আমার একটা নাম আছে। অই নামেই
ডাক দিয়েন। আর না পাইলে ডাইকেন না।
আমি এহন যাই। গেরেজে কাম আছে৷
,
,
বলেই সেখান থেকে চলে এলাম।
থাকলে আরও কিছু হজম করতে হতো।
সেদিনের মত গেরেজে কাজ শেষ করে বাসায়
এসে শুয়ে পরলাম।
পরদিন সকাল বেলা বের হলাম কলেজে
যাওয়ার জন্য।
কলেজে এসে ক্লাসে বসে আছি। আমার মত
অনেকেই আছে। গ্রামের ভিতরে। তাই সবাই
আমার মতই।
আমার মত মানে আবার ময়লা জামা না। তবে
ওই কলেজের মত স্টাইলিস না।
কিছুক্ষন পর স্যার এলেন।
সেদিনের মত ক্লাস করে বাসায় চলে এলাম।
এভাবে দেখতে দেখতে কেটে গেল কয়েকটা
মাস।
আমার নিয়মিত ক্লাস করা হয়ে উঠে না। কারন
চাচা তো আর এমনি এমনি বেতন দিবেন না?
যেদিন গেরেজে কাজ কম থাকে সেদিন
বাসায় তারাতারি এসে পড়তে বসি।
আসতে আসতে ইয়ার চ্যাঞ্জ পরীক্ষা এসে
পরে।
চাচার কাছ থেকে কিছুদিন ছুটি নিতে হবে।
,
,
== চাচা। সামনে সপ্তাহ থেকে আমার
পরীক্ষা। আমার ছুটি লাগব।
== পরীক্ষার জন্য তোর কামে আইতে হইব না।
ভাল কইরা পরিক্ষা দে।
,,
আমি বাসায় এসে পরতে বসলাম।
এই কয়েকদিন আমি বাড়ি থেকে বের হইনি।
দেখতে দেখতে পরীক্ষাও এসে পরল৷
তাই পড়ালেখায় খুব ব্যস্ত হয়ে পরলাম।
পরীক্ষার দিন সকালে। কলেজে আসার সময়
দেখি মামা অফিসে যাচ্ছে।
সরকারি চাকরীজিবী। গাড়ি করেই যায়। কিন্তু
আজ রিক্সা করে যাচ্ছে।
,
,
== মামা আপনে?
== হুম। আজ কি পরিক্ষা নাকি?
== হুম। আইজ থাইকা শুরু হইব। আপনে কই যান?
== অফিসে যাচ্ছি। গাড়িটা নস্ট হয়ে গেছে।
== মামি আর ভাই বোনেরা কই। কেমন আছে?
== ভালই আছে। তুই যা। পরিক্ষার দেরি হয়ে
যাচ্ছে।
,
বলে মামা চলে গেলেন।
আমিও চলে এলাম পরিক্ষা দিতে।
পরিক্ষা শেষ করে মনে হল মামার বাসা
থেকে একটু ঘুরে আসি।
মামার বাসায় এসে কলিং বেল বাজাতেই
মামি দরজা খুলে দিলেন,
,
,
== কি রে তুই এখানে?
== মামি কেমন আছেন?
== এটা জিজ্ঞেস করতে আসছিস?
== না মামি। রাস্তায় মামার লগে দেহা হইল।
মামার নাকি গাড়ি নস্ট হইয়া গেছে। তাই
আইলাম।
== গাড়ি নিচে আছে। তুই নিচে যা। আমি
দারোয়ান কে বলে দিচ্ছি তোকে গাড়ি
দেখিয়ে দিবে।
,
,
আমি নিচে এসে দাড়ালাম।
কিছুক্ষন পর দারোয়ান এসে গাড়ি দেখিয়ে
দিয়ে চলে গেল।
আমি গাড়ি ঠিক করে আবার উপরে এলাম।
এবার দড়জা খুলল না কেও।
আমি আর কিছুক্ষন দাঁড়িয়ে থেকে চলে এলাম।
খুব পানি পিপাসা লাগছে।
,
,
== চাচা আমারে একটু পানি দিবেন?
== আপনি বসেন। আমি পানি আনছি।
বলে দারোয়ান চাচা গেলেন পানি আনতে।
কিছুক্ষন পর.......
.
চলবে....

No comments

info.kroyhouse24@gmail.com