বেস্ট ফ্রেন্ড নিয়ে একটা কষ্টের গল্প
ছেলে : হ্যালো দোস্ত কেমন আছিস...!
মেয়ে : কুত্তা - বিড়াল এত দিনে মনে পড়লো বেস্ট ফ্রেন্ড এর কথা...,
মেয়ে : কি হয়েছে রে তোর...
ছেলে : তেমন কিছুনা ~ এমনি এখন ঠিক আছি...!
ছেলে আর মেয়েটার বন্ধুত্ব এতটাই গভীর ছিলো যে তা বাকিরা সবাই দেখে হিংসা করতো
ওরা একে অপরের সাথে কথা না বলে থাকতে পারতো না
ভালই ছিলো ওদের বন্ধুত্বের দিন গুলো ~
কিন্ত হঠাৎ একদিন মেয়েটা অসুস্থ হয়ে পরে ~
আর ডাক্তার জানায় মেয়েটার দুটো কিডনি ডেমেজ হয়ে গেছে
যদি তারাতারি অপারেশন না করে কিডনি প্রতিস্থাপন না করা হয়
তাহলে মেয়েটাকে বাচাঁনো যাবে না
চারদিকে কিডনির জন্য লোক পাঠানো হলো ~
কিন্ত কিডনি পাওয়া গেল না ~
প্রায় সবাই যখনি আশা ছেড়ে দিয়েছিলো তখনি কিডনি পাওয়া গেলো
মেয়েটার অপারেশন হলো আর মেয়েটা সুস্থ হয়ে উঠলো ~
সুস্হ হয়েই মেয়েটা ওর মা বাবার কাছে ওর বেস্ট ফ্রেন্ড এর কথা জানতে চায় ~
কিন্ত কেউ কোনো কথা বলছে না ~
সবাই মাথা নিচু করে চোখের জল ফেলছে ~
মেয়েটার মা মেয়েটাকে একটি চিঠি দিলো ~
আর তাতে লেখা ছিলো ~
সরি রে দোস্ত আমার ক্যান্সার ছিলো ~
ডাক্তার বল ছিলো আমি আর তিন মাস বাচঁবো -
কিন্ত আমার তিন মাস বাচাঁর থেকে তোর সারা জীবন বাচাটা জরুরি ~
তাই কিডনি দুটি তোকে দিয়ে গেলাম ~ কাদিস না কিন্ত ~
মনে রাখিস তোর ফ্রেন্ড সব সময় তোর সাথেই আছে ~
মেয়েটা চিঠিটাকে বুকে জড়িয়ে চিৎকার করে কাদছে আর বলছে ফিরে আয় দোস্ত ফিরে আয় ~
হয়তো এর নামই বন্ধুত্ব ~
বেস্টফ্রেন্ড হারানারো কষ্ট টা কতোটা যন্ত্রণার তা যারা হারিয়েছে শুধু তারাই জানে ~
যদিও বেস্টফ্রেন্ডকে i love you শব্দটা বলা যায় কিনা জানি না ~
কিন্ত প্রকৃত পক্ষে এই শব্দটার দাবিদার কেউ থাকলে সে হলো বেস্টফ্রেন্ড...
যদি আপনার লাইফে থাকে কোনো বেস্টফ্রেন্ড তাহলে তাকে কখনো হারাতে দিবেন না
No comments
info.kroyhouse24@gmail.com