কবিতা -ঝাল মুড়ি
ঝাল মুড়ি, ঝাল মুড়ি
বাঙালিরা গেলে দূরে
মুড়ি বেঁধে গামছায়
এখো গুড় নিতো সাথে
বলো, আর কী চায়?
জমি নেই, কাজ নেই
মুড়ি বেচি রাস্তায়
নেতাদের কথা শুনে
এখন যে ভয় পাই।
শিক্ষিত ছেলে গুলো
যদি আসে এ পেশায়
মূর্খ হকার যারা
বলো, তারা কোথা যায়?
ভাষণে নাটক শুধু
বাবুরা যে ভাই -ভাই
দশা -নন হয় সবে
যে যায় লঙ্কায়।
কোটি পতি হলাম কই?
ক'রে এই কারবার
সারাদিন মুড়ি বেচে
চলে শুধু সংসার।
No comments
info.kroyhouse24@gmail.com