Breaking News

কালো ছেলে । পর্ব - ০৬



সানি। তারপর বল্লেন না তো মোন খারাপ কেন?

না রে। এমনি। মন খারাপ না। তারপর তোর লেখাপড়া কেমন চলছে?
আর লেখআ পড়া। আপনাদের কলেজে তো পড়তেই দিলেন না।
,
এই কথা শুনে রিহা আপু মাথা নিচু করে ফেললেন।
,
,
== তোর বাবা মা কেমন আছে?
== বাবা..... সে তো এখন আকাশের চাঁদ।
সেখানে বসে বসে আমাদের দেখছেন। আর মা৷
ভালই আছে।
== জানিস সানি তোকে অপমান করে আমি খুব
মজা পেতাম। তখন বুঝতে পারতাম না কাওকে
অপমান করলে কেমন লাগে। খুব মজা লাগত।
সেটাই আমার মজার খোরাক ছিল।
== আমি না থাকাটাই কি মন খারাপ করার
কারন?
== না রে। কয়েকদিন আগে রিমনের সাথে
একটা পার্টিতে যাই। (রিহার বিএফ)
সেখানে সবাই ছিল খুব উচ্চবংশ।
একমাত্র আমিই ছিলাম সবার থেকে সাধারন।
সেদিন রিমন আমাকে খুব অপমান করে।
সেদিনই বুঝতে পারি অপমানটা কি?
== আচ্ছা। রিহা আপু আমি এখন যাই। কয়েকদিন
পর পরিক্ষা। ভাল করে পরেন।
== এখনি চলে যাবি?
,
রিহা আপুর চোখে করুন চাহুনি।
,
== হুম। বাসায় গিয়ে পড়তে বসব।
== আমার কাছে কি দরকারে আসছিলি বললি
না তো?
== আসলে একটা নোট দরকার ছিল। সেটাই
নিতে কলেজে গেছিলাম। কিন্তু গিয়ে দেখি
আপনি নাই। তখন শাকিল ভাইয়ের সাথে দেখা।
তিনি বললেন আপনি নাকি অসুস্থ। তাই
কলেজে আসেন না। তাই ভাবলাম আপনাকে
দেখেও আসি আর নোট টাও চেয়ে দেখি দেয়
কি না.?
== কি নোট?
== রসায়ন।
== আচ্ছা চল।
,
রিহা আপু আর আমি একসাথে নিচে নেমে
এলাম।
শাকিল আর আন্টি কথা বলছে।
,
== কি রে শাকিল্ল্যা। কখন আসলি?
==আসছি অনেক আগেই। সানি আমি একসাথেই
আসছি৷ তোর কি মাথার ব্যাথা কমছে?
== না রে। জানি না কি হইছে।
== আপনার মাথায় ব্যাথা? তো ডক্টর দেখান
(আমি)
== দেখাইছি। বলছে এমনি। কোনো প্রব্লেম
নাই।
== স্যার কই?
== কলেজে। তুই কোন কলেজে আছিস এখন?
== পাশের এলাকায় যে কলেজটা আছে।
সেটাতে। আচ্ছা নোট্ টা দেন। দেরি হয়ে
যাচ্ছে।
== তুই দাড়া। আমি নিয়ে আসছি।
,
বলে রিহা ওর রুমে চলে গেল।
,
,
== সানি তুই সাইন্স নিয়ে পড়ছিস? ( সাকিল)
== হুম। ছোট থেকেই ইচ্ছা ছিল ডাক্তার হব।
কিন্তু যখন আপনারা কলেজ থেকে বের করে
দিলেন তখন খুব কস্ট হচ্ছিল। কলেজ থেকে চলে
যাচ্ছি তার জন্য না। আমার স্বপ্নটা ভেংে
যাচ্ছিল তাই। কিন্তু এখন নিজের প্রতি একটা
জেদ কাজ করে। মনে হয় আমি পারব।
== আমার বাবারও ইচ্ছা ছিল আমায় ডাক্তার
বানাবে কিন্তু আমার ভাগ্যে তা নাই রে।
== দুঃখ করে লাভ নাই। আল্লাহ যা করেন
ভালোর জন্যই করেন।
,
এরই মধ্যে রিহা নোট নিয়ে হাজির।
,
,
== এই নে তোর নোট।
== ধন্যবাদ। শাকিল ভাই চলেন।
রিহার কাছে থেকে বিদায় নিয়ে চলে
আসলাম বাসায়।
শাকিল চলে গেল কলেজের দিকে।
,
,
== কি রে পড়া বাদ দিয়া কই গেছিলি?
== বহুত দিন হইল বাইরে যাই না। তাই আইজ একটু
ঘুরতে গেছিলাম।
== হাত মুখ ধুইয়া খাইয়া নে।
,
আমি ফ্রেশ হয়ে খেয়ে পড়তে বসলাম।
কয়েকদিন পর।
আমি কলেজের দিকে যাচ্ছি।
হঠাৎ দেখি লিমা তার বান্ধবীদের সাথে
দাঁড়িয়ে কথা বলছে।
আমি কাছে গিয়ে ডাক দিলাম।
,
,
== লিমা ছোট বোন কেমন আছিস?
== তুই আমায় বোন বললি কেন? তুই কোন
অধিকারে বোন বলিস আমায়?
== আরে বোন তুই তো আমার আপন মামাত বোন।
== মামাত বোন। আপন বোন তো আর না। সো
বোন বলতে আসিস না। তোর চেহারা দেখলেই
আমার বমি আসে। কি ড্রেস আপ। সারাদিন
টয়লেটে বসে থাকিস নাকি রে.।
,
,
আমি আর কিছু না বলে চলে আসলাম।
,
,
== কি রে চলে যাচ্ছিস কেন? বোনের জবাব
নিয়ে যা।
,
যা জবাব পাইছি সারা জীবন মনে থাকবে।
কলেজে কিছুক্ষন ঘুরাফেরা করে চলে এলাম।
দেখতে দেখতে পার হয়ে গেল অনেক দিন।
আমাদের পরিক্ষাও শেষ হল।
পরিক্ষা শেষ করে আবার যোগ দিলাম কাজে।
,,
,
== চাচা চইলা গেলাম। সকালে খাইয়া আসি
না।।
== আইচ্ছা যা। মায়ের জন্য ঔষধ নিয়ে যাস
,
সকালে রান্না হয় নি। আম্মা অশুস্থ। তাই
টাকা নিয়ে এখন যাচ্ছি ঔষধ কিনতে।
হঠাৎ একটা গাড়ি এসে থামল আমার সামনে।,
আরে এটা তো রিহা আপুদের গাড়ি।
কিছুক্ষন পর রিহা আপু গাড়ি থেকে নামল।
,
,
== আরে রিহা আপু। আপনি এইহানে?
== এদিক দিয়েই যাচ্ছিলাম। তোকে দেখে
দাড়ালাম। কই যাবি?
== একটু ফার্মেসিতে যামু। মায়ের অশুখ। ঔষধ
কিন্তে যামু।
== আচ্ছা চল। তোকে নামিয়ে দেই।
== আফা আমার গাড়িতে চড়ার যোগ্যতা নাই।
হাইটা যাইতেই আমার ভালা লাগে। আপনে
যান।
== বলছি উঠতে। জানিস তো আমি যা বলি তাই
করি। সো কথা না বাড়িয়ে উঠে পর।
,
,।আমিও আর কিছু না বলে উঠে পরলাম।
,
,
== আন্টি কবে থেকে অশুস্থ?
== এই দুই দিন থাইকা। আফা নামাইয়া দেন
আইসা পরছি।
== আচ্ছা আমাকে নিয়ে যাবি তোর বাসায়?
,
,
রিহা আপুর কথা শুনে অবাক হয়ে গেলাম।
উনি আমাদের বাসায় গিয়ে কি করবেন।
,
== কিরে কথা বল। নিয়ে যাবি আমায়?
== আফা আপ্নে গিয়ে কি করবেন? আপনারে
বইতে দেওয়ার ক্ষমতাও আমার নাই।
== নিয়ে যাবি কি না সেটা বল।
== আপনের গাড়ি আমার বস্তিতে যাইব না।
হাইটা যাইয়ে হইব। পারবেন যাইতে?
== হুম পারব।
,
,
আমার সাথে সাথে রিহা আপু নেমে
ড্রাইভারকে বিদায় করে দিয়ে আমার সাথে
হেটেই ফার্মেসিতে আসলেন।
ফার্মেসি থেকে ঔষধ নিয়ে বাসায় আসলাম।
রিহা আপু এই সবে ভালভাবে হাটতেই পারছেন না।
রিহা আপুকে এনে আমার নিজেরই কেমন যেন লাগছে।
.
চলবে...

No comments

info.kroyhouse24@gmail.com