হুজুরের বউ হবো। পর্ব - ০২
কেন আমাকেই বিয়ে করতে হবে । তারপর একবার চিন্তা করি বাবার মনে কষ্ট দেওয়া ঠিক হবে না।
আমি তার একমাত্র আদুরে কন্যা।
আর এসব হয়তো মজা করে বলবো পরে বিয়েটা ভেঙ্গে যাবে।
আর হয়তো হুজুর সাহেব বাবাকে এসব বলে দিবে আর আমাকে পড়ে বাড়ি ছাড়া করবে।
এর আগে নাকি একবার চুরি আমাকে দেখেছে হুজুর সাহেব।
এবার সরাসরি কিছু কথা আর উনার আম্মাকে দেখাতে আর বিয়ের দিন তারিখ ঠিক করতে আসবে।
বোরকা হিজাব নিকাব পড়েই যেতে হলো তার সামনে। প্রথমে গিয়েই সালাম দিলাম।
আসসালামু আলাইকুম ।
-ওয়ালাইকুম আসসালাম ওরাহমাতুল্লাহ । কেমন আছেন ?
-ভালো আপনি কেমন আছেন ?
-ভালো বলতে হয় না, বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর যেনো ভুল হয় না হয় কেমন ?
জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আহা মনে হয় উনি আমার শিক্ষক এখানে ক্লাস করাতে আসছে।
-আপনাকে বসতে বলবো না দাড়িয়েই থাকেন বলেই ফিক করে হেসে দিলো।
না না বসুন। -বুঝতে পারলাম হুজুর সাহেব দুষ্টুও আছেন।
তা নাম কি আপনার, কয় ভাই বোন, কোন ক্লাস পড়েন? এই সেই কত কিছু বলতে গেলে চাকরির ইন্টারভিউ দিচ্ছি মনে হয় ।
এইবার বললো বিরিয়ানি রান্না করতে পারেন?
-আমি আবার একটু বিরিয়ানি পাগল তো ! -মাথা নেড়ে সম্মতি দিলাম আর আর কি ।
-আপনাকে যেতে দিবো একটা কাজ করলে একটু কোরআন তিলাওয়াত করুন তো। সুরা ফাতিহা একটু তিলাওয়াত করেন তো ?
-সুরা ফাতিহা তিলাওয়াত করলাম অনেক ভয়ে ভয়ে। শেষ করতেই হুজুর সাহেব বললো আপনার তিলাওয়াতে তো অনেক ভুল। সমস্যা নাই শুদ্ধ করে নেওয়া যাবে।
-আসছে উনি শুদ্ধ করতে। আমি এতোদিন এই সুরা দিয়ে নামাজ পড়তেেছি কোন ভুল খুজে পাচ্ছি না আর উনি নাকি অনেক ভুল খুচ্ছে পাইছে।
-এইবার ঘটল আসল বিপত্তি । আমাকে নাকি দেখবে তাই নিকাব খুলতে হবে।
আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছি। এতো লজ্জা করছে কেন ?
এর আগে তো আমি কলেজ এ মুখ খুলেই গিয়েছি এতো লজ্জা করেনি কখোনো।
আমাকে দেখার পরে বললো মাশাআল্লাহ ।
আম্মাকে দেখিয়ে বললো সুন্দর না ?
কি বেশরম ছেলেরে নিজের মাকে হবু বউকে দেখিয়ে বলে সুন্দর না ?
আবার বলে আমাকে দেখবেন না ? চোখটা তুলে একটু দেখুন বলেই ফিক করে হাসি দিলো।
কেমনডা লাগে মন চায় আমি একটা দৌড় দেই এখান থেকে। না দেখা দরকার গেছে ।
চোখ তুলে তাকাতেই দেখি মিষ্টি একটা চেহেরা। মুখে ছোট ছোট দাড়ি এখোনো এক মুষ্টি হইনি।
চোখে সুরমা, মাথায় পাগড়ি, গায়ে সাদা জুব্বা। ঠোটের কোনে পৃথিবীর শেষ্ঠ হাসি।
ঝকঝকে দাত। মুখ এ কিসের যেনো একটা আলো লেগেই আছে। চোখ নামাতেই মন চায়ছে না।
মনে হচ্ছে পৃথিবীর শেষ্ঠ সুন্দর মানুষ আমার সামনে বসে আছে ।
বাবা এই রাজকুমার কোথা থেকে ধরে নিয়ে এসেছে ?
.
চলবে....
No comments
info.kroyhouse24@gmail.com