কালো ছেলে । পর্ব - ০৭
রিহা আপুকে নিয়ে এসে আমারই কেমন যেন লাগছে।
,
== রিহা আপু এইটাই আমদের ঘর। কিন্তু আপু কই যে
আপনেরে বইতে দেই।
== আগে তো ভিতরে নিয়ে যা। তারপির না হয়
বসতে দিবি।
== আসেন ভিতরে।,
,
(ভিতরে গিয়ে)
== আম্মা দেহো কে আইছে?
,
আম্মা শোয়া থেকে উঠে পরলেন।
,
== আমার কলেজের স্যারের মেয়ে। রিহা।
== আইচ্ছা। এই গরীবের বাড়িতে আইছ মা। তোমরা
বস। আমি তোর জন্য কিছু করি।
== না আন্টি কিছু করতে হবে না। আপনি শুয়ে
থাকেন। সানি বলল আপনি অসুস্থ। তাই আসলাম
দেখতে। আরেক দিন এসে পেট ভরে খাব।
আজকে আসি ( রিহা)
== আসি মানে। এইতো আইলা অহনি চইলা যাইবা।
== হুম।অনেক্ষন হলো বের হইছি। আব্বু খুজবে
আবার।
== আইচ্ছা। আবার আইসো তাইলে।. সানি তুই অরে
আগাই দে।
== আচ্ছা। চলুন ( আমি)
,
রিহাকে নিয়ে বেড়িয়ে পরলাম।
,
== সানি তোর আব্বু কবে মারা গেছে?
== আইজ ৭ বছর। যখন আমি খুব ছোট।
== তাহলে সংসার কিভাবে চলে তোদের?
== আগে মা অন্যের বাড়িত কাজ করতো। কিন্তু এখন
তো আর করতে পারে না। তাই আমিই গ্যারেজে
কাজ করে যা পাই। তাইদিয়ে চলে কোনো ভাবে।
,
লিযা আপুকে একটা রিক্সা ডেকে তুলে দিলাম।
ভাড়াটা অবশ্য রিহা আপুই দেবে।
আমিও বাসায় এসে পড়তে বসলাম৷
আস্তে আস্তে আমাদের পরীক্ষার দিন এগিয়ে
আসতে লাগল।
এখন অর্ধেক বেলা কাজ করি। বাকি সময় পড়ি৷
কিছুদিন পরের ঘটনা।
,
== সানি আইজ তোর মামার বাসায় যাইস তো।
== মামার বাসায় যাইয়া কি করমু?
== এমনি কতদিন খুজ খবর পাইনা।
== আইচ্ছা। বিকালে যামু। এহন। কামে গেলাম।
,
বলেই কাজে চলে এলাম।
,
== চাচা কি খববর। কাজ কাম ভালই তো চলতাছে।
== চালাইলেই চলে। তোর পরীক্ষা কবে?
== এইতো আর ১৫ দিন আছে।
== তাইলে তরে আর কামে আইতে হইব না। তুই এহন
মনযোগ দিয়ে পরবি।
== চাচা কামে না আইলে খামু কি?
== তোর খচ আমি দিমু। তোর বাপে আমার খুব
ভালো বন্ধু আছিল। তোর বাপের জনই আমি আইজ
এতো টাকা পয়সা পাইছি। আর তাছাড়া আমি তোর
বেতনের টাকা থাইকা প্রত্যেক দিন ৫০০ কইরা জমা
রাখতাম। এই টাকা দিয়া তোর ৩- ৪ মাস পার হয়া যাব।
== চাচা তুমি আমার একটা বড় উপকার করলা।
== ভালো কইরা পড়বি। তরে ডাক্তার হইতে হইব।
== চাচা ডাক্তার হইমু কেমনে। এতো টাকা পয়সা কই
পামু।
== আমি দিমু টাকা। এসএসসিতে পয়েন্ট কত?
== চাচা তেমন একটা ভালা না। ৫ আছে কিন্তু টানাটুনা।
== চলব। এইবারেও যেন আরো ভালা থাহে। অহন যা।
বাসায় গিয়ে পড়তে বস।
== আম্মায় কইছে মামার বাড়িতে যাইতে।
== আইচ্ছা যা তাইলে।
,
চাচার কাছ থেকে বিদায় নিয়ে মামার বাসায় এলাম।
আ.....রে আজকে তো হৃদয় ভাইয়ার জন্ম দিন। তাই
মনে হয় মা যাবার কইছে।
বাহ মামার বাসা তো খুব সুন্দর করে সাজানো হইছে।
সবাই কত সুন্দর করে সাজছে।
কিন্তু পরক্ষনেই আমার মোনটা খারাপ হয়ে গেল।
আমি ভিতরে গেলে তাদের মজাটাই চলে যাবে।
তাই আর ভিতরে গেলাম না। নিচ থেকে দেখলাম মামা
দাঁড়িয়ে আছে। মামাকে দেখে চলে আসলাম।
কি দরকার, তাদের আনন্দে ব্যঘাত ঘটানো।
বাসায় এসে দেখি মা রান্না করছে।
,
== তুমার শরীর খারাপ। আবার রানতে গেছো
কেন?
== না রানতে খাবি কি? তোর মামার বাড়িতে গেছিলি?
== হুম। মামার বাড়ি থাইকা খাইয়া আইছি। এহন আর খাবার পামু
না।
== তোর মামারা ভালই আছে?
== হুম সবাই৷ আইচ্ছা তুমি খাইয়া নিও। আমি গিয়া পড়ি।
,
পরদিন দুপুর বেলা।
বসে বসে পড়ছি। হঠাৎ দেখি রিহা আপু আর শাকিল।
,
== আরে রিহা আপু, শাকিল আপনেরা?
== হুম। কি করিস ( রিহা)
== পড়ি। কিন্তু এখানে হঠাৎ?
== হুম। শোন আজ আমার জন্মদিন। বিকেলে তুই
আর আন্টি চলে আসবি।
== আপনের জন্মদিনে আমি জাইয়া কি করমু?
== কিছুই করতে হবে না। যেতে বলছি যাবি। না থাক।
তোর বিস্বাশ নাই। তুই এখনি চল।
== আপু আমার তো ভালো জামা কাপর নাই। আপনের
জন্মদিনে অনেক বড় বড় লোক আসবে। আমি
গেলে আরও আপনাদের মজাটাই নস্ট হবো।
== তর এতো কিছু ভাবতে হবে না। তুই এখনি আমার
সাথে যাবি।
,
এক প্রকার জোর করেই রিহা আপু আমাকে নিয়ে
আসলেন।
এসে দেখি, ওয়াও। একদম ঝাক্কাস করে বাড়ি
সাজিয়েছে।
,
== রিহা আপু আমাকে হঠাৎ আমন্ত্রন করার কারণ?
== তোর জন্যই আজ আমি মানুষ্কে বুঝতে
শিখেছি। সব সময় বড়ারা শিক্ষা দেয় না, ছোটরাও
শিক্ষকের ভুমিকা পালন করে থাকে মাঝে মাঝে।
,
আমি রিহার কথা কিছুই বুঝলাম না।
,
== হা করে না থেকে ভিতরে চল।
,
ভিতরে এসে দেখি আন্টি, স্যার সবাই বসে আছে।
,
== শাকিল শোন, সানি আর তুই ছাদে। যা আমি আসছি।
== রিহা, আসার সময় রসায়ন বইটা আইনেন?(আমি)
== বই দিয়ে কি করবি?
== কিছু পড়া বাকি আছে। সেগুলা শেষ করতে পারি
নাই।
== লাগবে না। আজ আর কোনো পড়া নাই। একটু পর
আমার ফ্রেন্ডরা আসবে। তুই উপরে যা। আমি আসছি।
,
এরপর আমি আর শাকিল ছাদে আসলাম।
,
== শাকিল আপনার মোন খারাপ মনে হচ্ছে?
== হিয়ার সাথে কয়েকদিন আগে রাগা রাগি হইছে। এখন
আমার ফোন ধরছে না।
== হিয়াটা আবার কে?
== আরে আমাদের ক্লাসমেট। তুই চিনিস না?
== আমি তো মাত্র কয়েকদিন ক্লাস করছি। চিনব
কিভাবে?
== আচ্ছা। একটু পর আসবে। দেখিয়ে দিব। তুই কি
কখনও কাওকে ভালোবাসেছিস?
,
শাকিলের কথায় আমি হেসে দিলাম।
,
== হাসছিস কেন?
== হাসার মত কথা বললে তো হাসবই। আচ্ছা আপনিই
বলুন, আমার মত কালু,ক্ষ্যাত আর গরিব ছেলের সাথে
কে প্রেম করবে? যেখানে আমার বন্ধুরাই
দেখতে পারে না।
== এটা হাসার কথা হল?
== হাসার মানে? আমার প্রেম করা বানরের গলায়
মুক্তোর মালার মত। আর কোন মেয়েই বা উলু
খেতে মুক্তা ছড়াবে?
== শোন গোবরেও কিন্তু পদ্মফুল ফোটে।
== হুম ফোটে। কিন্তু যে গোবর শুকিয়ে যায় তা
আর কোন কাজে আসে না।
== হুম বুঝছি। জ্ঞ্ানি লোকের সাথে তর্ক করে
লাভ নাই ।
কিচ্ছুক্ষন পর রিহা আসলো।
একটা সাদা জামায় একদম সাদা পরি।
আমি দেখে চোখ ফেরাতে পারছি না।
,
== শাকিল নিচে যা। হিয়া, রাহিন,রিমি সবাই আসছে।
,
হিয়ার কথা শুনে শাকিল চলে গেল।
কখন যে সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারি নি
,
== সানি আজকে আশাটা অনেক সুন্দর লাগছে।
তা.................
.
চলবে....
No comments
info.kroyhouse24@gmail.com