কালো ছেলে । পর্ব - ০৫
চাচা আমাকে একটু পানি খাওয়াবেন?
== তুমি এইহানে খাড়াও। আমি পানি আন্তাছি।
,
,
সেখানেই দাঁড়িয়ে রইলাম। হঠাৎ দেখি মামা বাসায়
আসতেছে।
,
,
== কি রে তুই এখানে দাঁড়িয়ে দাড়িয়ে কি করিস।
*" এমনি খাড়ায় আছি। তহন কইলেন না গাড়ি নস্ট হয়ে
গেছে। গাড়ি দেখতে আইছিলাম। এহন গাড়ি ঠিক
আছে।
== খাইছিস কিছু?
== হুম। মামি খাওয়াইলো।
== এই নে যাওয়ার সময় কিছু খাস
,
এইবলে মামা ১০ টাকা হাতে দিয়ে চলে গেলেন।
আমার কাছে এই ১০ টাকার মুল্য ১০০ টাকার সমান।
,
,
== বাবা এই নেন পানি।
== ধন্যবাদ চাচা।
== আইচ্ছা মাহিন সার আপনের কি হয়?
,
মামার নাম মাহিন। থাক আর পরিচয়টা দিব না।
,
== দূর সম্পর্কে এক মামা হয়। উনার গাড়িটাই ঠিক করে
দিলাম।
,
আমি পানি খেয়ে হাটা দিলাম বাসায় উদ্দ্যশ্যে।
মাথা নিচু করে হাটছিলাম। হঠাৎ কারও সাথে ধাক্কা খেলাম।
মাথা তুলে দেখি লিমা।
,
== সরি বোন দেখতে পাই নাই।
,
লিমা আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ঠাস করে চড়
মারল।
,
== দেখতে পাস নাই চোখ কই রাখছিলি? পকেটে?
==......
== কথা বলস না কেন?তুই আসিস কেন আমাদের বাসায়।
লিমা চলে যাওয়ার পর আমি সেখান থেকে চলে
আসি বাসায়।
খাওয়া দাওয়া করে পড়তে বসলাম।
দেখতে দেখতে আমাদের পরীক্ষাও শেষ
হয়ে গেল।
খুব ভাল হইছে পরীক্ষা।
পরিক্ষা শেষ করে আবার কাজে যোগ দিলাম।
কাজ আর পড়া এর মধ্যেই কেটে যেতে লাগল
আমার দিন।
কিছুদিনের মধ্যে রেজাল্ট ও দিয়ে দিল।
মোটামোটি ভালই হইছে রেজাল। কিন্তু আমাকে
এর থেকেও আরও ভাল করতে হবে।
টেস্ট পরিক্ষার কিছুদিন আগে আমার কিছু নোটের
দরকার হল।
কিন্তু আমার তো সাহায্য করার মত কেও না।
হঠাৎ রিহা আপুর কথা মনে পরল।
কিন্ত্ ওরা তো আমায় দেখতেই,,পারে না
আচ্ছা আগে গিয়েই দেখি।
পরদিন সকালে গেলাম আগের কলেজে। গিয়ে
দেখি সবাই আছে।
অনেক্ষন রিহা আপুকে খুজলাম। কিন্তু কোথাও
পেলাম না।
হতাশ হয়ে বসে পরলাম।
,
,
== আরে কালু। তুই আবার আসছিস কেন?তাও আবার
এতোদিন পর?
,
কন্ঠটা খুব চেনা চেনা লাগল।
পিছনে ফিরে দেখি শাকিল।
,
== হ ভাই। একটু দরকার আছিল। রিহা আপু কই বলতে
পারেন?
== রিহা কলেজে আসে না অনেক দিন থেকে।
== কেন? কি অইছে?
== কয়েক মাস আগে এক্সিডেন্ট করেছিল।
== অহ। আমারে একটু রিহা আপুর বাসায় নিয়া যাবেন?
== তুই গিয়ে কি করবি?
== ভাই আপনেরা আমারে যতই অপমান করেন। দিন
শেষে আমার ক্লাস মেট। তাই আমার একটা দায়িত্ব
আছে।
== কিন্তু তরে দেখে যদি রিহা কিছু বলে?
== কিছু কইলে আইসা পরমু। কিন্তু ভাই আমার একটা কতা
আছে।
== কি বল?
== আপনে এত চ্যাঞ্জ? কেমনে?
== হা রে। সময় মানুষকে পরিবর্তন করে দেয়। তুই
এখান থেকে চলে যাওয়ার কিছুদিন পর আব্বু মারা যায়।
ব্যবসা ধরার মত যোগ্যতা আমার এখনও হয়নি। তাই ভার
দিছিলাম চাচার কাছে।
এখন চাচাই সব কিছুর মালিক। আর আমরা ফকির।
তখন বুঝতে পারলাম তোকে অমন করা উচিত হয়নি।
আমারে মাফ করে দিস রে।
== আরে ভাই এগুলা কি কন? বন্ধুই তো। চলেন রিহা
আফারে দেইখা আসি।
,
,
আমি আর শাকিল রিহা আপুদের বাসায় আসলাম।
রাস্তার মোরে তিন তালা বাসাটা মাথা উচু করে দাঁড়িয়ে
আছে।
ভিতরে ঢুকলাম শাকিলের সাথে।
,
,
== তোমার সাথে ওইটা কে শাকিল?(আনটি)
== আন্টি। ওর নাম সানি। আমরা একসাথেই পড়ি।
== আন্টি কেমন আছেন?(আমি)
== ভাল। তুমি কেমন আছো?
== আন্টি রিহা কই?(শাকিল)
== রিহা মনে হয় ছাদে আছে। যাও।
,
আমি আর শাকিল ছাদে এলাম। ছাদে এসে দেখি রিহা
আপু ছাদের এক কোনে দাড়িউএ আছে।
আমি শাকিল্কে বললাম....."আপনি এইহানে থাকেন।আমি
আগে গিতা দেখি আমারে দেইখা কেমন করে? "
,
শাকিল সেখানেই দাঁড়িয়ে রইল।
আমি আসতে করে রিহা আপুর পিছনে দাড়ালাম।
,
,
== রিহা আপু কেমন আছেন?( শুদ্ধ ভাবে))
,
পিছনে ফিরে রিহা আপু আমাকে দেখে চমকে
গেলেন।
,
== আরে কালু, তুই এতদিন পর?
== শুনলাম আপনি নাকি এক্সিডেন্ট করছেন। তাই
দেখতে আসলাম।
== তুই দেখতে এলি। তো কি এনেছিস?
== আপু কিছু কিনে আনার ক্ষমতা তো আমার নেই।
তবে একদিন কিছু অবশ্যই আনব। আচ্ছা আপনার মোন
খারাপ কেন? শাকিল ভাইয়াও আসছে।
== শাকিল কই? আমার মোন খারাপ তোকে কে
বলল?
,
আমি শাকিলকে কয়েকটা ডাক দিলাম।
,
== মনে হয় নিচে গেছে। আর মোন খারাপের
কথা বললাম কারন আমি কারও মুখ দেখেই বুঝতে পারি
এইটা। ভাবতে পারেন এটা আমার একটা গুন
== হাহাহাহা।
,
রিহা আপুর বাকা দাতের হাসি যে কারও বুকে কাপন
ধরিয়ে দিতে পারে।
== আমই কি হাসার কিছু বললাম?
== হুম। যে কিনা সামান্য একটা অংক বুঝতে পারে না
সে কিনা মুখ দেখে মনের কথা বুঝতে পারে।
== আপু এটা ভুল বললেন। মুখ দেখে মনের কথা
বুঝা যায় না। মনের কথা বুঝতে হয় চোখ দেখে৷
মুখ দেখে বুঝা যায় শরীরের অবস্থা।
== বাহ। ভালই তো ব্যাখ্যা দিতে পারিস। আচ্ছা
তোরে কালু ডাক্কতে ডাকতে তোর নামটাই
ভুলে গেছি৷
== এটাই স্বাভাবিক। সারা বছর লেখা পরা না করলে যেমন
পরীক্ষায় ভাল রেজাল্ট করা যায় না। তেমনি আমার
নামটা ভুলে যাওয়াটাই স্বাভাবিক।
== নাম বল। ব্যাখ্যা না।
== সানি............
.
চলবে....
No comments
info.kroyhouse24@gmail.com