কবিতা - হায়রে জীবন ও প্রিয়
কবিতা - হায়রে জীবন
মনের মাঝে চাপা কান্না
অনেকেই পোষে রাখি,
বেদনাহত হৃদয়ের ক্ষত
নানা কৌশলে রাখি ঢাকি।
হৃদয়ে জমানো ব্যথার পাহাড়
তবুও বলি ভালো আছি,
সৌজন্যতা সেতো দেখাতেই হয়
সমাজে যখন বাঁচি।
মানুষের হৃদয়ের গভীরে লুকিয়ে
কান্নারা বসায় হাট,
বাহির থেকে বুঝা যায়না কিছু
ভিতরেই যতো বিভ্রাট।
মানুষের মনে এতো প্রেম ভালোবাসা
তবু মন হয় কেন অসহায়,
মানুষই ভেঙে দেয় মানুষের মন
প্রেম ভালোবাসা মুহূর্তে উধাও হয়ে যায়।
ক্ষুদ্র স্বার্থ আর অহমবোধ যদি
মানুষের মনে না জাগতো,
মানুষের মন পুত পবিত্র থেকে
মানুষের কাজেই লাগতো।
মানুষের হৃদয়ে ব্যথা বেদনা থাকবে
থাকবে পাশাপাশি সুখ,
সবকিছু মেনে নিয়েই জীবন চলছে
আশায় বাঁধছি বুক।
হায়রে জীবন! পথখানি তোর
কেন এতো আঁকাবাঁকা,
একটাই যখন মানব জীবন
বেদনার ঘরটা রাখলে না কেন ফাঁকা !
কবিতা - প্রিয়
প্রিয়জনহীনতায় ভুগেছো কখনো?
আমি কিন্তু নিয়মিত ভুগছি এখনো।
কান্নার জন্য একটু আড়াল খুঁজেছো?
আমার কিন্তু হাসিতেই কান্না বুঝেছো!
কারো কাছে জমেছে বেহিসেবি ঋণ?
গাঁথছি পাইকারি বিষাদের আলপিন।
বোকা চিনতে করেছিলে তখন এতটাই ভুল?
ভেবেছিলে কাঁটা আফসোস ছিলাম যে ফুল।
উত্তর মিলাতে পারে প্রশ্নবোধক যুগল আঁখি?
ধাঁধাঁয় ফেলে ডানা মেলে উড়ে নিরুত্তর পাখি।
আজো কি অপ্রিয় মুখচ্ছবিটা আছে মনে?
পছন্দ করি পুড়তে প্রিয় অবয়বের দহনে।
কার স্মৃতিতে ভাসো উড়ে আসা বাতাসে?
বন্দী ঘরেও প্রজাপতির ডানা পড়ে খসে।
চোখ বুজে ছুঁড়ে ফেলেছো সব মায়া?
অপলক তাকিয়ে দেখি কল্পনায় ছায়া।
বসো কার হাত ধরে কুয়াশামাখা রোদ্দুরে?
দাঁড়িয়ে থাকি হাত ছেড়ে বৃষ্টিভেজা সুমুদ্দুরে।
সুখ আঁকা মুহূর্তদের দিয়েছো উড়িয়ে?
রেখেছি কিছু দুঃখদের যত্নে জড়িয়ে।
তোমার অনুভবে ছিলো শুধুই উপেক্ষা?
অনুভূতিহীন আমি শুধু করেছি অপেক্ষা।
ভিতরটা দেখছো আদৌ দিয়ে মনের আয়না?
মস্তিষ্ক জুড়ে শুধুই তোমাকে ভোলার বায়না।
কেন ভেঙ্গেছিলো অবেলায় দৃঢ় বিশ্বাস?
নিজেকে গড়ছি ফের জমিয়ে দীর্ঘশ্বাস।
কি ভাবছো হয়তো নিচ্ছি প্রতিশোধ?
উহু হারাইনি এখনও হিতাহিত বোধ।
অদেখা বেনামী সম্পর্কের আদৌ হয় ক্ষয়?
নাম জুড়লেই স্বাক্ষরিত ভালোবাসা বোধহয়!
ইতি..."প্রিয়"
আমাকে নিও
ভোরের শিশির ঝরার আগে,
মেঘে মোড়া আকাশে সূর্য ওঠার আগে,
তোমার হৃদয়ের গহীন কোণে,
আমাকে আপন করে নিও স্বযত্নে।
আমার নিঃশ্বাস,
আমার দিন ফুরিয়ে যাওয়ার আগে,
আমাকে নিয়ে, হারিয়ে একমুঠো স্বপ্নে,
আমাকে তোমার করে নিও, হৃদয়ের অন্তিম কোণে।
আমার মনের সুর,
তোমার অন্তরে বাজুক,
আমার অতৃপ্ত আকুলতা,
তোমার চাহনি তে ফুটে উঠোক।
আমাকে কুড়িয়ে নিও, যতটুকু তুমি চাও,
আমাকে কুড়িয়ে নিও, শেষ বিকেলে সূর্য ডুবার আগে,
নীল আকাশে সূর্য যখন রঙিন ছবি আঁকে,
পথে পথে একান্তে, একসাথে নির্জনে হেঁটে।
আমাকে নিয়ে চলো, স্নিগ্ধ রাত্রির ছায়ায়,
নীল আকাশে নক্ষত্রেরা যখন মিটিমিটি জ্বলে,
রাত্রির সুরে, মৃদু বাতাসে যখন পত্র-পল্লব দোলে,
চাঁদের আলো যেন আমাদের পদচিহ্নের পিছে চলে!
No comments
info.kroyhouse24@gmail.com