Breaking News

কালো ছেলে । পর্ব - ১১



রিহা কান্না করতে করতে চলে গেল?

আমিও বাসায় চলে এলাম।
রিহা এমন করলো কেন?
মোনটা খুব খারাপ লাগছে।
কেন যানি রিহার চোখের পানি সহ্য করতে পারি না।
খুব মায়া লাগে।
পরের দিন আমি একটু তারাতারি কলেজে গেলাম।
আরও কয়েক জন এসেছে।
অনেক্ষন পর রিহা শাকিল,হিয়া আসলো।
রিহাকে দেখে মনে হচ্ছে রাতে খুব কান্না
করছে।
কিন্তু এখন আমাকে দেখে কোনো কথা বললনা।
,
== শাকিল এইদিকে আসেন তো। ( আমি)
== হুম বল। রিহা আপু চলে গেল কেন?
== সেটা বুঝার ক্ষমতা তোর নাই। আর কখনো হবে
না।
,
বলেই চলে গেল।
বুঝতে পারলাম কিছু।
হল রুমেও কোনো কথা বললনা।
আমি অনেকবার চেস্টা করলাম কথা বলার জন্য।
কিন্তু কিছুতেই কথা বলছে না।
পরীক্ষা শেষ হওয়ার পর কালকের মেয়েটা আবার
আসলো।
রিহার সামনেই কেন যে মেয়েটা আসে। আল্লাহই
জানে।
এইবার রিহা আর কান্না করে চলে গেল না।
সোজা আমার কলার ধরে টানতে টানতে বাইরে
নিয়ে এলো।
,
== শোন তোর উপরে শুধু আমার অধিকার। আর
কারও না। আর কখনও যদি আমি ছাড়া অন্য কোনো
মেয়ের সাথে কথা বলা তো পরের কথা চোখ
দিয়ে তাকালেও খুন করে ফেলব।
,
বলেই সিনেমার নায়কার মত চলে গেল।
আমি তো শালা অবাক।
স্বপ্নে আছি নাকি বাস্তবে কিছুই বুঝতে পারছি না।
,
,
== ওই দাঁড়িয়ে আছিস কেন? পিছে পিছে আয়।
,
সামনে গিয়ে আবার ফিরে এসে বলল।
আমিও পিছু পিছু হাটতে লাগলাম।
কিছুক্ষন হাটার পর রিহা পার্কে এসে ঢুকল।
,
,
== তুই এখানে দাড়া। আমি আসছি।
,
বলে চলে গেল।
আমি ভাবছি কি হতে চলেছে?
যে মেয়ে আমাকে সহ্যই করতে পারে না সে
এখন অন্য মেতে কে আমার সাথে কথা বলতে
দেখতেই পারে না।
বেস কিছুক্ষন পর রিহা ফিরে এল। তারপ্র হাটু
গেরে.......
,
,
== জানি না কিভাবে বলব কথাটা। তবে তোকে না
দেখলে আমার ভাল লাগে না।তোকে অন্য
মেয়ের সাথে দেখলে আমার মাথা ঠিক থাকে না
এটাকে যদি ভালোবাসা বলেভতাহলে আমি তোকে
ভালোবাসি। প্লিস আমাকে ফিরিয়ে দিস না।
,
আমি হতবাক।
কি হচ্ছে এসব।
,
== কি রে কিছু তো বল।
,
আমি তো দ্বিধায় পরে গেলাম।
এখন যদি রিহাকে না করি তাহলে উলটা পালটা কিছু করে
ফেলবে। পরিক্ষাটাও খারাপ করবে।
,
== আপনাকে আমি গ্রহন করবো তবে আমার কিছু
শর্ত আছে। যদি সেগুলা মানতে পারেন তাহলে
আমি রাজি।
== আমি তোর যে কোন শর্তে রানি আছি।
== আগে শুনেন।
== হুম বল।
== ১,আপনাকে অনেক ভালো রেজাল্ট করতে
হবে।
২,আপনার যোগ্য হলে তবেই আমি আপনার কাছে
যাব। এর জন্য কোনো রকম পাগলামি করতে
পারবেন না।
৩, লাস্ট কোনো রকম রোমান্সে যাওয়া যাবে না।
নিয়োমিত নামাজ পরতে হবে। আর সুন্নতি বোরকা
পরতে হবে নিকাবসহ
রাজি?
== হুম। আমি রাজি।
== তাহলে ঠিক আছে।
,
বলার সাথে সাথে রিহা আমাকে জরিয়ে ধরল।
,
== এখনি শর্ত ভেজ্ঞে ফেললেন?
== সরি খুশির কারনে ভুলে গেছি।
== আজকে প্রথম। তাই মাফ করে দিলাম।
== হুম এরপর থেকে আর ভুল হবে না।
,
সেদিন একসাথে অনেক ঘুরলাম।
সন্ধ্যায় বাসায় এসে পরতে বসলাম।
পরদিন সকালে আমি হেটে হেটে যাচ্ছি পরিক্ষা
দিতে।
হঠাৎ আমার সামনে একটা রিক্সা থামল।
রিক্সায় বোরকা পড়া একটা মেয়ে বসা।
,
== সানি উঠে আসো।
== আপনি কে? আর আমিই রিক্সায় উঠবো কেন?
== আরে বোকারাম আমি রিহা। উঠে আসো।
,
আমি আর কিছু না বলে রিক্সায় উঠে পরলাম।
রিহা নেমে সরাসরি হলে চলে গেল। শাকিলের
সাথেও কথা বলল না।
,
== সানি বোরকাওয়ালিটা কেরে?
==আরে রিহা আপু।
== এ!!!!!! কি বলিস। যে মেয়ে জিন্স টপ ছাড়া কিছু
পরত না সে আজ বোরকা। আজিব তো।
== হুম। মনে হয় সুবুদ্ধি হইছে। শাকিল হিয়া কইরে?
== জানি না।
,
এমন সময় আরেকটা মেয়ে বোরকা পরে
আমাদের সামনে এলো।
এটা আবার কে রে ভাই?
,
== আপু কিছু বলবেন?( শাকিল)
== কানের নিচে চড় দিমু। আমি আপু তাই না?
== আজব তো। আপনি আমার সামনে শাকিল কে
মারতে চাইছেন। কে আপনি?( আমি)
== সানি ভাইয়া আমি হিয়া।
== হিয়ায়ায়ায়ায়ায়া... আজকে আপনাদের কি হইল যে
সবাই বোরকা পরে?
== আর বইলেন না। এগুলা সব রিহার কাজ। অবশ্য ভালই
হইছে। এতোদিন পাপ করছি এখন একটু হলেও
নিজেকে শোধরাতে পারব।
== আচ্ছা চলেন। পরিক্ষা শুরু হয়ে যাবে।
এরপর আমরা হলে চলে এলাম।
দেখতে দেখতে আমাদের এক্সামও শেষ হয়ে
গেল।
সেদিনের পর থেকে রিহা বোরকা পরেই হলে
আসত। আমি, হিয়া আর শাকিল ছাড়া কোন ছেলে বা
মেয়ের সাথে কথা বলতে দেখি নি।
.
চলবে....

No comments

info.kroyhouse24@gmail.com