Breaking News

কবিতা - শরৎ


 ওগো রানী,

তোমার আগমনে সেজেছে ধরা
সেজেছে নতুন রূপে৷
কামিনী যে হায় লাজুক বড়
ফুটেছে সন্ধ্যা রাতে৷
শিউলি দেখনি?
ঝরে গিয়েছে শেষ প্রহরে এসে৷
ছড়িয়ে আছে শিশির ভেজা
সবুজ ঘাসের মাঝে৷
ওগো প্রেয়সী,
তুমি রূপে রানী,অফুরন্ত তোমার হাসি৷
তুমি অপরূপা সুন্দরী৷
তোমার রূপে মুগ্ধ হয়ে,
নক্ষত্র নেমেছে শাপলার রূপে
খালে, বিলে, জলাশয়ে৷
ওগো প্রাণেশ্বরী,
আদি জন্ম হতে তুমি চেনা
তোমার তরে গাঁথিয়াছি শিউলি মালা৷
নীল আকাশে ভেসে বেড়ানো
পেঁজা তুলো মেঘ ভাবে,
সখি যে তার দুলছে বাতাছে কাশফুল হয়ে৷
এমন যৌবন মোরে করেছে উদাসী
স্থির না হইতে পারি
শোনগো প্রেয়সী৷
তোমারে নিয়া ভাবি দিবা-রাতি
তোমার রূপের বন্দনা করি৷
আমি সৌন্দর্যের পূজারী৷

No comments

info.kroyhouse24@gmail.com