Breaking News

আমি প্রবাস থেকে বলছি

 


আমি প্রবাস থেকে বলছি...

আমি মায়ের খুব আদরের সন্তান।
আমি বোনের স্নেহ মোড়ানো,
ভাইয়ের ভালোবাসাই জড়ানো
এক বালক বলছি...
যদি আর ফিরা না হয়ে কখনো মায়ের কোলে,
স্পর্শ করতে যদি না পারি মায়ের আদর মাখা আঁচল।
যদি জড়িয়ে ধরতে না পারি
আর বাবার বুক ,
পায়ের আঙ্গুলি যদি স্পর্শ করতে না
পারি...
না পাই যদি ভাই বোনের
আদর স্নেহ , ভালোবাসা এই ভয়ে আমি খুব ভীত।
আমি মৃত্যুকে ভয় পাচ্ছি না
মরতে তো একদিন হবে
আমি ভয় পাচ্ছি আমার মা বাবা ভাই বোনকে হারাতে
এই প্রবাসে আমি যদি মরে যায়।
আমার মা খুব কষ্ট পাবে
একদম অসহায় হয়ে যাবে
এই খোদার রাজৈ আমি মায়ের একমাত্র অবলম্বন।
বাড়ি ভিটা বিক্রি করি
এসেছি এই বিদেশে
ডলার টলার‌ কামাই করি
যেন ভাগ্যকে বদলাতে...
যদি এহেন এই মহামারীতে যদি হারিয়ে যায়
আমার সম্ভবত কবর হবে
কিন্তু আমার পরিবারের কি হবে?
অভাবের সংসারে অশান্তি
ছোট ছোট ভাই বোনের
নিরিহ আহাজারি
কল্পনা করছি প্রবাসে লকডাউনে চার দেয়ালের মাঝে বসে।
তোমরা সবাই দোয়া কর..
যদি বেঁচে যায় এই দূর্দিনে জড়িয়ে ঝাবো অসীম ঋণে
সৃষ্টিকর্তার প্রতি
লকডাউনে প্রবাসে এই আমার আর্তি।

No comments

info.kroyhouse24@gmail.com