Breaking News

গল্পঃ পুতুলের বিয়ে । পর্ব -০৪

 

আমি চেয়ার থেকে উঠে পানি খেয়ে আবার চেয়ারে বসলাম।নাম মাত্র পড়তে বসেছি।

পড়ছি না আড় চোখে আমার মেঘ ভাইয়াকে পর্যবেক্ষণ করছি।

তোর বিয়ের বেনারসি কিনেছি গোলাপ।দেখবি না?
আমি অবাক নয়নে মেঘ ভাইয়ার দিকে তাকালাম।বিয়ে তো আজ ঠিক হয়েছে।
আর সারাদিন মেঘ ভাইয়া আমাদের বাসায় ছিল।তাহলে বেনারসি কিনলো কখন?
—কি হলো এমন করে তাকিয়ে আছিস কেনো?কিছু বল?
নাকি আবার তখনকার মতোন করে মুখ থেকে কথা বের করতে হবে?
আমার অবশ্য তাতে কোনো আপত্তি নেই।
আমি চোখ বড় বড় করে তাকালাম।বেটা বলে কি?তখনকার মতন আবার......!
—তোমার শাড়ি তুমি দেখ আমি দেখবো না।
মেঘ ভাইয়া কিছু না বলে হাতে থাকা প্যাকেট থেকে বেনারসি বের করে আমার কিছে আসলো।
মাথায় ঘোমটার মতো করে দিয়ে বললো,
—বাহ্ কল্পনায় যা ভাবেছিলাম শাড়ি পড়লে বাস্তবে তার থেকেও সুন্দর লাগবে।
একটা কথা রাখবি?
—কি কথা?
—একবার বেনারসিটা পড়বি আমি তোকে মন ভরে দেখতাম!
আমি কঠিন গলায় বললাম,
—না।�
আমার উত্তর শুনে মেঘ ভাইয়া মনে হয় প্রচন্ড রকমের আহত হয়েছে।
কিছু বলতে যাবে তার আগেই নিচে মা খেতে ডাকলো।
ভাইয়া এক পলক আমাকে দেখে একটা বড় দীর্ঘশ্বাস ফেলে নিচে চলে গেল।
আমি বেনারসিটা হাতে নিলাম।বেগুনী রঙের উপর সিলভার স্টোন দিয়ে কাজ করা।
অনেক সুন্দর।এর আগে এতো সুন্দর বেনারসি আমি আগে কখনো দেখি নি।
কিন্তু বিয়েতে কেউ বেগুনী বেনারসি পড়ে তা জানতাম না।
আচ্ছা আমার বেনারসির রঙের সাথে মিল করে কি মেঘ ভাইয়াও শেরওয়ানি কিনেছে?
মেঘ ভাইয়াকে একবার বেগুনী টি-শার্ট পড়তে দেখেছিলাম।
সেদিন এতো সুন্দর লাগছিল যে তার থেকে চোখ ফেরাতেই কষ্ট হচ্ছিল।
বেগুনী শেরওয়াশি পড়লে নিশ্চই আরো সুন্দর লাগবে! মায়ের ডাকে ধ্যান ভাঙ্গল।
—গোলাপ খেতে আয়।
—আসছি মা!
.
আমি বেনারসিটা স্ব যত্নে ভাজ করে রেখে নিচে খেতে গেলাম।
এবার আগে এসেছি।ভাইয়া আর বাবা এখনো খেতে আসে নি। সিট ফাঁকা।
এই সুযোগে মেঘ ভাইয়ার থেকে তিন চেয়ার দূরে বসলাম।ভাইয়া তো মনে হয় সকাল থেকে আমাদের বাসায়।রাতেও কি আমাদের এখানে থাকবে?
থাকলে কি না থাকলেই বা কি ?আমি তো ওর সাথে কথা বলবো না।
খাওয়া শেষে রুমে চলে আসলাম।
মেঘ ভাইয়ার আশায় বসে আছি।কিন্তু অনেকক্ষণ হয়ে গেল ও আসছেই না।
বাসায় চলে গেল না তো?মনে হয় যায় নি।একবার কি নিচে যেয়ে দেখবো?
যদি কেও মনে করে আমি মেঘ ভাইয়াকে দেখার লোভে নিচে নেমেছি!
এই সময় আমি কখনো প্রয়োজন ছাড়া রুম থেকে বের হই না।
উফ্ আর ভালো লাগছে না।কি করি?
.
চলবে...

No comments

info.kroyhouse24@gmail.com