Breaking News

গল্পঃ পুতুলের বিয়ে । পর্ব -০১

 

মেঘ ভাইয়া মেঘ ভাইয়া!তোমার সাথে আমার টুস্কি পুতুলের বিয়ে দিব।

আমার কথা শুনে মাঠের সব ছেলেরা একসাথে হেসে দিল।
মেঘ ভাইয়া আমার দিকে ঘুরে একরাশ বিরক্তি নিয়ে বললো,
—মানুষের সাথে কখনো পুতুলের বিয়ে হয় নাকি?
পুতুলের সাথে পুতুলের বিয়ে হয়।আর মানুষের সাথে মানুষের বিয়ে।এখন যা তো বিরক্ত করিস না।
খেলতে দে।
আমি ঠোঁট উল্টে বল্লাম,
—তুমি আমার পুতুলকে বিয়ে করবে না?
—পুতুলকে মানুষ বিয়ে করে না।তবে তুই যদি রাজি থাকিস তাহলে তোকে বিয়ে করবো।এখন বাসায় যা!
মেঘ ভাইয়া আবার খেলায় মন দিল।
সেদিন কাঁদতে কাঁদতে বাড়ি এসেছিলাম।বাড়ি এসেই পুতুলটাকে পুকুরে ফেলে দিই।
যেই পুতুলকে আমার মেঘ ভাইয়া বিয়ে করবে না সেই পুতুল রেখে কি লাভ?
ভেবেছিলাম মেঘ ভাইয়ার মতো ভালো ছেলেকে আমার পুতুলের সাথে বিয়ে দিব।
আর সে আমার মুখের উপর না বলে দিল!�
তারপর আমি আর মেঘ ভাইয়ার সাথে কথা বলি নি।
অবশ্য কথা বলার সুযোগ হয় নি।
কারণ ১১ বছর বয়সে মেঘ ভাইয়া পড়ালেখার জন্য ঢাকায় তার বড় ভাইয়ের কাছে যায়।
এবার পরিচয়ে আসা যাক?আমি গোলাপ।মায়ের পছন্দের ফুল গোলাপ।
বাবা মায়ের লাভ ম্যারেজ।বাবা মাকে প্রপোজ করার সময় গোলাপ ফুল দিয়ে প্রপোজ করেছিল।
তাই মা আমার নাম গোলাপ রাখেন।ইন্টার ২য় বর্ষের ছাত্রী।
মেঘ ভাইয়ারা আমাদের দূর সম্পর্কের আত্নীয়।
আমাদের বাড়ির পাশেই তাদের বাড়ি।
যখন মেঘ ভাইয়া ছুটি কাটাতে বাড়ি আসতো আমি ওর সাথে কথা বলতাম না।
ও কথা বলতে আসতো আমি বলতাম না।কখনো ভেংচি,
কখনো বা জীভ দেখিয়ে চলে আসতাম।
একদিন কলেজ থেকে ফিরে দেখি মেঘ ভাইয়া আমার রুমে শুয়ে ফোন টিপছে।
আমি নিচে নেমে মাকে চিল্লিয়ে ডাকতে থাকি।
—মা....মা....
.
মা রান্নাঘর থেকে একরাশ বিরক্তি নিয়ে বেরিয়ে আসলেন,
—উফ্ এতো জোরে চিল্লাচ্ছিস কেন?কি হয়েছে বল।
—মেঘ ভাইয়া আমার রুমে কি করছে?
—ছেলেটা আমাদের বাসায় এতোদিন পএ এসেছে তাওর সাথে কথা বলতে আর তুই চেচাচ্ছিস?
তাছাড়া ক দিন পরে তো এ বাড়ির জামাই হয়ে আসবে।
আমি অবাক হয়ে বলি,
—জামাই মানে?
—তোর বাবা মেঘের সাথে তোর বিয়ে ঠিক করেছে।
—তোমরা আমার বিয়ে ঠিক করেছো!আমার মতামত নেওয়ার প্রয়োজন বোধ করোনি???
—আমি এতো সব বুঝি না।তোর বাবা হুট করে এসে বলে তোর বিয়ের কথা।
আমি বলেছিলাম আগে তোর পড়ালেখাটা শেষ হোক তারপর না হয় বিয়ে দিবে।
কিন্তু মানলো না।বললো বিয়ের পর পড়তে পারবি।
আমি মন খারাপ করে বললাম,
.
চলবে....

No comments

info.kroyhouse24@gmail.com