রাসূলুল্লাহর ﷺ মু'জিযা - রুকানার সাথে কুস্তি
রাসূলুল্লাহর ﷺ আরেকটি অলৌকিক ঘটনা হলো রুকানার সাথে কুস্তি।
রুকানা ছিল মক্কার সবচেয়ে শক্তিশালী কুস্তিগীর, কখনও কোনো কুস্তিতে পরাজিত হয়নি।
সে নবীজিকে ﷺ চ্যালেঞ্জ ছুঁড়ে দিল, 'আপনি আমার সাথে কুস্তি লড়বেন?'
সবাইকে অবাক করে দিয়ে রাসূলুল্লাহ সাঃ চ্যালেঞ্জ গ্রহণ করলেন।
একজন কাফির হিসেবে রুকানার ইচ্ছা ছিল, রাসূলুল্লাহকে ﷺ লাঞ্ছিত করা—
কুস্তি করতে গিয়ে মুহাম্মাদকে ﷺ এক হাত দেখে নেওয়া যাবে।
পুরস্কার হিসেবে ঠিক হলো একশ ভেড়া। বাজি ধরা তখনও হারাম করা হয়নি।
তারা লড়াই করা শুরু করলেন।
সবাইকে অবাক করে দিয়ে রাসূলুল্লাহ সাঃ রুকানাকে ওপর থেকে নিচে ধরে মাটিতে ছুড়ে মারলেন।
রুকানা বিশ্বাসই করতে পারছিল না এসব কী ঘটছে!
সে উঠে দাড়িয়ে আবার লড়াই করতে চাইলো,
রাসূল সাঃ পুনরায় তাঁকে হারিয়ে দিলেন।
রুকানা তৃতীবার চেষ্টা করলো, সেবারও পরাজিত হলো।
নবীজি ﷺ শর্তে জিতে গেলেন। কিন্তু শর্তে জেতার চেয়েও অসামান্য ব্যাপার ছিল রুকানার ইসলাম গ্রহণ।
রুকানা বললো, 'হে মুহাম্মাদ ﷺ, আপনার আগে কেউ আমার পিঠ মাটির সাথে লাগাতে পারেনি।
আর এটাও সত্যি, এর আগে আপনার চেয়ে বেশি আর কেউ আমার চোখে এতটা ঘৃণিত ছিল না।
কিন্তু এখন আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া আর কোনো মা'বুদ নেই এবং আপনি আল্লাহর নবী।'
রাসূল সাঃ শর্ত মোতাবেক ১০০ ভেড়া পেলেন কিন্তু তিনি সেগুলো রুকানাকে ফেরত দিয়ে বললেন, 'ভেড়াগুলো রেখে দাও।'
No comments
info.kroyhouse24@gmail.com