Breaking News

হাদিস পড়ুন ইসলামী জীবন গড়ুন

হযরত মুহাম্মাদ (সাঃ)

পরস্পর সুসম্পর্ক নষ্ট হওয়ার অর্থ হলো দ্বীন বিনাশ হওয়া।
(জামে' আত-তিরমিজি, হাদিস নং ২৫০৯)

.
যায়িদ ইবনু খালিদ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
তোমরা মোরগকে গালি দিও না। কারণ সে সালাতের জন্য জাগায়।
সুনান আবু দাউদ, হাদিস নং-৫১০১

.
আবদুল্লাহ (বিন মাস’উদ) (রাঃ) থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলতেন : “হে আল্লাহ্‌! আমি তোমার নিকট হেদায়াত, তাক্বওয়া, চরিত্রের নির্মলতা ও আত্বনির্ভরশীলতা প্রার্থনা করি”
রেফারেন্সঃ মুসলিম ২৭২১, তিরমিযী ৩৪৮৯, আহমাদ ৩৬৮৪, ৩৬৯৪, ৩৯৪০, ৪১২৪, ৪১৫১, ৪২২১সুনানে ইবনে মাজাহ ৩৮৩২
.
তারা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে (বলে) 'তা কখন ঘটবে'?
বলুন, 'এ বিষয়ের জ্ঞান শুধু আমার রবেরই নিকট।
শুধু তিনিই যথাসময়ে সেটার প্রকাশ ঘটাবেন; আসমান সমূহ ও যমীনে সেটা ভারী বিষয়।
হঠাৎ করেই তা তোমাদের উপর আসবে।'
আপনি এ বিষয়ে সবিশেষ জ্ঞানী মনে করে তারা আপনাকে প্রশ্ন করে।
বলুন, 'এ বিষয়ের জ্ঞান শুধু আল্লাহর নিকট, কিন্তু অধিকাংশ লোক জানে না '
__ সূরা আল আ'রাফ ১৮৭
.
নিশ্চয় মুসলিম পুরুষ ও নারী, মুমিন পুরুষ ও নারী, অনুগত পুরুষ ও নারী,
সত্যবাদী পুরুষ ও নারী, ধৈর্যশীল পুরুষ ও নারী, বিনয়াবনত পুরুষ ও নারী,
দানশীল পুরুষ ও নারী, সিয়ামপালনকারী পুরুষ ও নারী,
নিজদের লজ্জাস্থানের হিফাযতকারী পুরুষ ও নারী,
আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী,
তাদের জন্য আল্লাহ মাগফিরাত ও মহান প্রতিদান প্রস্তুত রেখেছেন।
[সুরা আল আহযাব, আয়াত নং -৩৫]
.

قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ

মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌ*না*ঙ্গর হেফাযত করে।
এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে।
নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন।
[সুরা নুর - ২৪:৩০]


No comments

info.kroyhouse24@gmail.com