বোকার শহর
কোন এক বোকার শহরে এক গল্পের যাদুকর বাস করে সে গল্প বানায় । তার ভাঙ্গা কলমে আঁকে নীল রং এক দুঃখ পরীর বিষন্ন মুখ । আর ঝিঁ ঝিঁ পোকার আর্তনাদের বুলি ।
একদিন কেউ সে শহরে একজন আগুন্তক আসলো ,
সে নীল বিষন্ন পরীকে দেখলে দেয়াল ছুঁয়ে দাঁড়ানো হাজার বছর ধরে ।
আগুন্তক ওর বিষাদ চোখের মায়ায় পড়লো ।তাকে নিয়ে চলল শহর দেখাতে ।
বললো এসো রোদ ছোঁও পরী ।ডানা মেলে অনুভব করো নরম রোদের পেলবতা।
বিষন্ন নীল পরী ডানা মেলে পেলো হাল্কা গরম অনুভূতি ।
আগুন্তক বলল দেখো আবীর রংয়ে রোদ কি অপরুপ তার যাদু ।
বিষন্ন নীল পরীর কাজল চোখে জমলো পানি !চোখের জল মুছতে মুছতে বলল আমি জন্মান্ধ ।
যাদুকর আমাকে বানিয়েছে এমন করে তাহলে আমি রোদ কি ভাবে বুঝবো বলো ?
এ যে রোদের রং কমলা রংয়ের পেলবতায় মাখা হয় । আমি ছুঁয়ে দেখছি গরম উত্তাপ ।
আগুন্তক বলল আগে বলবে তো তুমি চোখে দেখো না , তুমি শুধু শুধু আমার সময় বরবাদ করলে ।
তাহলে তো আমি তোমাকে এ শহরে সকালের পেলব রোদ দেখাতে আনতাম না
যত্তসব আমার সময় নষ্ট করলে । এ বলেই আগুন্তক চলে যায় …
দাড়িয়ে রয় জন্মান্ধ বিষন্ন নীল পরী ।
তার সাথে পরে রয় ঝিঁ ঝিঁ পোকার বিষন্ন ডাক এবং বোকার শহর
No comments
info.kroyhouse24@gmail.com