Breaking News

দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনের মধ্যে একটি ইন্টারেস্টিং পার্থক্য আছে


দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনের মধ্যে একটি ইন্টারেস্টিং পার্থক্য আছে।

.
দুনিয়াতে কোনো কিছুই শতভাগ খাঁটি না; সেটি যে কোনো বিষয়ই হোক না কেন। 

দুনিয়ার সবচেয়ে উত্তম বিষয়ের মধ্যেও আপনি কিছু না কিছু মন্দ বিষয় খুঁজে পাবেন। 

একইভাবে সকল মন্দ কিছুর মধ্যেও খুঁজে দেখলে একটু হলেও ভালো কিছু পাবেন। 

কোনো কিছুই Absolute ভালো বা Absolute খারাপ নেই পৃথিবীতে; পিউর কিছু নেই। 

অবশ্যই ভালো ও খারাপের মিশ্রণ পাবেন।
.
কিন্তু আখিরাতের সবকিছুই Absolute ভালো কিংবা Absolute খারাপ। 

জান্নাতে আপনি ভালো ছাড়া মন্দ কিছু খুঁজে পাবেন না। 

একইভাবে জাহান্নামে মন্দ ছাড়া ভালো কিছুই নেই। হয় পিউর ভালো, না হয় পিউর খারাপ।
.
পৃথিবীর যাবতীয় বিষয়ে এই ভালো ও খারাপের মিশ্রণকেই সবচেয়ে বড় অস্ত্র বানায় শয়তান।
.
মনে করুন, কোনো একটি কাজের ৫ শতাংশ ভালো দিক আছে; বাকি ৯৫ শতাংশই খারাপ।

 শয়তান সেই কাজের যে ৫ শতাংশ ভালো সেটুকুকেই আপনার কাছে আকর্ষণীয় করে উপস্থাপন করবে। 

যদি শয়তানের সেই ৫ শতাংশ ভালোর লোভে পড়ে আপনি কাজটি শুরু করেন, খুব সহসাই দেখবেন আপনাকে বাকি ৯৫ শতাংশ খারাপ ঘিরে ফেলেছে।
.
মহান আল্লাহ তা‘আলা আমাদের রক্ষা করুন। 

আমাদের উচিত হবে কোনো নতুন বিষয় (যা দ্বীন ইসলামের মাধ্যমে স্বীকৃত নয়) গ্রহন করার আগে ভালো ও খারাপের মিশ্রণের পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা করা

No comments

info.kroyhouse24@gmail.com