Breaking News

গল্পঃ অজানা স্পর্শ । পর্ব - ০৫



ওয়াশরুম থেকে বের হয়ে দেখি ফারহান ভাইয়া আমার রুমে এখন ও বসে আছে, আমি তো লজ্জায় মরি, গায়ে শুধু ব্লাউজ আর পেডিকোড আছে, সাথে ওরনা ও নাই, ভালো করে ভাইয়ার দিকে তাকায় দেখি ভাইয়া মাথা নিচু করে আছে,আমি সট করে একটা কালো শাড়ি হাতে ওঠাই নিলাম, এটা ভাইয়ার গিফ্ট ছিল।

আমিঃ ভাইয়া তুমি এই রুম এ কেন আম্মু কই(ভয়ে ভয়ে বললাম)
ফারহান ভাইয়াঃ এখন কয়টা বাজে ঘড়িতে দেখ(বিরক্ত হয়ে)
আমিঃ কই ৮ টা কেন(ঘড়ি দেখে বললাম)
ফারহান ভাইয়াঃ তো এখন রান্না করতিছে আসতে পারবে না বললো আর তোর ভাবি ও নাই হসপিটালের আছে,
আমিঃ তো শাড়ি কেমন করে পরবো আজব তো(রেগে বললাম)
ফারহান ভাইয়াঃ ওফ এতো কথা বলিস কেন আমি তো আছি নাকি(ফারিহার কাছে যেতে যেতে বললাম)
আমিঃ আমার কাছে আসতিস কে..ন
ফারহান ভাইয়াঃ হুস একটা কথা ও বলিস না চুপ ( ফারিহার ঠোঁট এ আঙ্গুল দিয়ে)
ফারহান ভাইয়া আমার থেকে শাড়ি কেরে নিয়ে শাড়ি পরাতে শুরু করল,
আমি লজ্জা+ভয়ে চোখ বন্ধ করে রাখছি, কেমন যেন একটা অনূভুতি কাজ করতিছে,
ভাইয়া আমাক শাড়ির কুঁচি গুজতে বলতিছে আর আমি এখন ও চোখ মুখ খিঁচে বন্ধ করে দাড়াই আছি,
কোনো উপায় না পেয়ে ভাইয়া নিজে শাড়ির কুঁচি গুজে দিতে লাগলো।
কমড়ে ভাইয়ার হাতের স্পর্শ পেয়ে সারা শরীর এ শীতল শিহরন বয়ে গেলো মনে হয়,
হুট করে ভাইয়ার সার্টের কলার জরায় ধরছি আমি। ভাইয়া আমার এ অবস্থা দেখে মনে মনে হাসতিছে,
তারপর ভাইয়া ভালোভাবে শাড়ির কুচি গুজে দিয়ে আমার দিকে তাকায় দেখে
এখন ও মূর্তির মতো দাড়ায় আছি, সেটা দেখে ভাইয়া একটা মুচকি হাসি দেয়,
ফারহান ভাইয়াঃ এভাবে সং এর মতো দাড়ায় না থেকে দেখ কেমন হয়ছে শাড়ি
পরা(হাত এর তুরি বাজিয়ে বললাম)
আমিঃ চোখ খুলে দেখি আমি আয়নার সামনে আর ভাইয়া আমার মাথার পিছনে
দাঁড়িয়ে আছে আর গলায় মালা পড়ে দিচ্ছে, এতো সুন্দর করে শাড়ি পড়ায় দিছে
যে আমি হা হয়ে ভাইয়ার দিকে তাকায় আছি
ফারহান ভাইয়াঃ আমি সুন্দর সেটা জানি এভাবে হা হয়ে কি দেখিস তারা তারি চল দেরি
হয়ে যাচ্ছে ৯ টার সময় আবার অনুষ্ঠান শুরু হবে। আর কি কি পড়তে হয় পরে নে,
কানের দুল, আর চুল খোলা রাখ ওকে(কানে হালকা কামড় দিয়ে বললাম)
আমিঃভাইয়ার এমন কান্ডে আমার শরীর হিম শীতল হয়ে গেলো,
আমি হাতের মুঠ করে দাড়াই আছি, আর ভাবতেছি, ভাইয়া এসব কি করতিছে,
ফারহান ভাইয়াঃ ফারি তারাতাড়ি কর প্লিজ সময় নাই
আমিঃ ভাইয়া তুমি শাড়ি পড়া কবে শিখলে এতো সুন্দর করে যে আমাক শাড়ি পড়াই দিলে,
ফারহান
.
চলবে...

No comments

info.kroyhouse24@gmail.com