একটা খোলা আকাশ চাই
একটা খোলা আকাশ চাই
যার নীচে বয়ে চলা ছোট্টো খরস্রোতার তীরে
তুমি আমার পাশ ঘেঁষে বসবে,
তুমি আঙুল দিয়ে
ওই দেখো শুভ্র কি সুন্দর একটা
নক্ষত্র তারাখসা নামে ছুটে যাচ্ছে!
আমি তখন
তারাখসার দিকে না তাকিয়ে
তোমার সুন্দর মুখের দিকে তাকিয়ে
কোথায় তারাখসা?
কিছুই দেখতে পাচ্ছি না আমি,
শুধু মিথ্যা কথা বলে বোকা
বানাতে চাও আমাকে!
তুমি তখন
হাতটা তুলে মাথায় একটু টোকা দিয়ে
আরে ওই দেখো,
সপ্তসীমন্ডলের পাশ দিয়ে
কি কত দ্রুত গতিতে ছুটে যাচ্ছে
বুদ্ধু ওটা কি?
আমি তখন
সপ্তসীমন্ডলের দিকে না তাকিয়ে
তোমার কপালের দিকে ঠিক মাঝখানে একটু
পরশে হাতের মুঠোয় হাত রেখে,পায়ের
গোঁড়ালিতে পা জড়িয়ে---
না শুভ্র
অসভ্যতা করবে না,
তোমাকে আমি খোলা আকাশ
দেখতে বলেছি--
তার মানে এই নয় যে
তুমি আমার বুকের প্রশস্ত উতল নগ্ন
মহাসাগরে ঢেউ তুলবে,আমাকে ছুঁতে
চাইবে--
যেখানে একটা রাত,
একটা রাতের গল্প তুমি চাইলেই
পাবে না!
No comments
info.kroyhouse24@gmail.com