Breaking News

চাচাতো বোনের সাথে বিয়ে। পর্ব -০১



হুশ হওয়ার পর থেকে যাকে এতদিন বোনের নজরে দেখে এসেছি-
সেই চাচাতো বোনকে আজ বিয়ে করেছি আমি।
স্বপ্নেও ভাবিনি আমার জীবনে এমন একটা ভয়াবহ দিন আসবে।
কবুল বলার সময় কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিলো।
আমার চাচাতো বোন রিমিকে বিয়ে করে যতটা না কষ্ট পেয়েছি
তার চেয়ে হাজারগুণ বেশি কষ্ট পেয়েছি নিজের ভালোবাসার মানুষকে ধোকা দিয়ে।
হ্যাঁ, আমি আমার ভালোবাসার মানুষকে ধোকা দিয়েছি।
যাকে দীর্ঘ ২ বছর ধরে ভালোবেসে আসছি তাকে ছেড়ে
আজ রিমির মতো একটা বাজে মেয়েকে বিয়ে করেছি।
যে কিনা সম্পর্কে আমার চাচাতো বোন হয়.! জানি না কোন পাপের শাস্তি পাচ্ছি আমি।

আমি আমার খালাতো বোন আফিফাকে ভালোবাসি.!
তার সাথে আমার ২ বছরের ভালবাসার সম্পর্ক।
কিন্তু ঘন্টা দু’য়েক আগে আফিফাকে ছেড়ে আমার চাচাতো বোন রিমিকে বিয়ে করেতে হয়েছে.!
যদিও বিয়েটা আমার ইচ্ছের বিরুদ্ধে দেওয়া হয়েছে।
আমার এই বিয়েতে মত ছিলো না।
পরিবারের সম্মান বাঁচাতে আমাকে বলির পাঠা হতে হয়েছে।
ফলস্বরূপ রিমির মতো জঘন্য একটা মেয়েকে নিজের জীবনসঙ্গিনী বানিয়েছি।

এই মূহুর্তে আমি আর আফিফা ছাদে দাঁড়িয়ে আছি।
আমরা দু’জন ছাড়া ছাদে আর কেউ নেই। তাছাড়া এতো রাতে ছাদে কেউ থাকার কথাও না।
আফিফা আমার থেকে একটু দূরে ছাদের রেলিং ঘেষে দাঁড়িয়ে আছে। অন্যদিকে মুখ ঘুরিয়ে ফুঁফিয়ে ফুঁফিয়ে অনবরত কান্না করছে সে।

এমন নির্জন পরিবেশে এর আগেও আমরা সময় কাটিয়েছি।
সে সময় আফিফা আমার পাশে বসে বাহু জড়িয়ে ধরে কাধে মাথা রেখেছে।
বিয়ের পর আমাদের টুনা-টুনির সংসার কেমন হবে সেসব নিয়ে নানান কথা হয়েছে।
নিয়ম করে সকাল-বিকাল আমাদের রাগ,
মান-অভিমান, ঝগড়া হয়েছে। কিন্তু দিন শেষে এতকিছুর পরও আমরা আবার এক হয়েছি।
একে-অপরকে ভালবেসেছি, কাছে পেতে চেয়েছি.!
কিন্তু আজ আমাদের মাঝে আকাশ পাতাল ব্যবধান।
দূরত্বের অন্ত নেই। বাস্তবতার শিকলে আমাদের ভালোবাসা বাঁধা পরেছে।
চাইলেই আমরা আর আগের মতো হতে পারবো না।

চলবে…

No comments

info.kroyhouse24@gmail.com