চঞ্চলা উচ্ছল যৌবন
চঞ্চল উচ্ছল যৌবনের নৌকায়
ধাবিত সম্মুখে পিছু কখনো না তাকাই,
অদৃশ্য থেকে ইঙ্গিত দেয় হৃদয়
বিপরীত লিঙ্গের সাথে বন্ধুত্ব গড়তে চাই।
একদিন মনের জানালা খুলে
দলছুট হয়ে অন্য পথে চলে,
সুন্দর করে সাজে আটা কিংবা ময়দা গুলে
হিতাহিত জ্ঞান ভুলে।
অন্যের মন আটকাতে চায় এলোকেশ দুলিয়ে
তা-ই তো দোপাট্টা রাখে সামনে ঝুলিয়ে,
ইচ্ছে করে ইস্ কেউ যদি যেতো কেউ হাত বুলিযে
শিহরণ জাগতো গোটা শরীর ঝাকিয়ে।
আজ আর সেই দিন গুল নেই
হারিয়ে গেলো জানি কোথায়,
যৌবনের এখন বেদনা জাগায়
চঞ্চলতা গেছে নিজে নিজে-ই থেকে পালাই।
চপলা চঞ্চল উচ্ছল যৌবনের নৌকায়
সাহস হয় না কি করে দাঁড়ায়,
জলের তরঙ্গের আগমনী চুড়ায়
মেনে নিতে হয় পরাজয়।
No comments
info.kroyhouse24@gmail.com