Breaking News

চাচাতো বোনের সাথে বিয়ে। পর্ব -০৪



তুমি তো ভালো করেই জানো তোমাদের সাথে আমাদের সম্পর্ক ভালো না।
আমি হাজার বললেও মা-বাবা তোমাকে বাড়ির বউ বলে মেনে নিবে না। (মন খারাপ করে).
এখন না মেনে নিলেও পরে ঠিকই মেনে নিতো। আর তুমি মন খারাপ করছো কেন.?
তোমার তো এখন খুশি হওয়ার কথা।.
মানে.? খুশি হবো কেন.? (ভ্রু-কুঁচকে)
.
রিমির মত সুন্দরী একটা বউ পেয়েছো তাই। সত্যি বলতে তোমার কপালটা খুব ভালো।
লাকি কপাল যাকে বলে। তুমি এতদিন গাছেরটা খেয়েছো এখন তলারটাও খাবে।
আবার গাছের গোড়া কেটে উপরে পানিও ঢালবে।
এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আফিফা।
তুমি ভালো করেই জানো এই বিয়েতে আমার মত ছিল না।
আর তাছাড়া আমি শুধু তোমাকেই ভালোবাসি.!
ভালবাসা আর থাকলো কই, সব তো অন্যকেউ দখল করে নিবে।
আসলে সত্যি কথা হচ্ছে তুমি আমাকে ভালোবাস নি।
ভালোবাসলে অনেক আগেই পরিবারকে আমাদের বিষয়টা জানাতে।
কতবার বলেছি, খালামণি আর খালুজান কে আমাদের কথা জানাও।
তারা না মানলে পালিয়ে যাবো। একদিন ঠিকই তারা মেনে নিবে।
কিন্তু তুমি সবসময় এড়িয়ে গেছো।
তখন যদি আমার কথা শুনতে তাহলে এমন দিন আসতো না।
এক নাগাড়ে কথাগুলো বলে আফিফা দীর্ঘশ্বাস ছাড়লো।
আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম কেবল।
আফিফা অবশ্য কথাগুলো মিথ্যাে বলেনি।
আমার ছোট্ট একটা ভুলের কারণে আজ এই অবস্থা।
আমি যে আফিফাকে ভালোবাসি সেটা আমাদের পরিবারের কেউ জানে না।
.
আফিফা আমাকে প্রায় বলতো যাতে আমাদের ভালবাসার কথা পরিবারকে জানাই।
কিন্তু আমি বলবো বলবো করে আর বলিনি।
ভেবেছিলাম পড়ালেখা শেষ করে সবাইকে জানাবো।
তারপর সবার অনুমতি নিয়ে ধুমধাম করে আফিফা কে বিয়ে করে ঘরে তুলবো।
আর না হলে আফিফাকে নিয়ে পালিয়ে যাবো। কিন্তু সেসবের কিছুই আর হলো না।
তাছাড়া মা-বাবা’কে আফিফার কথা না বলার আরো একটা কারণ আছে।
আফিফার মার সাথে মানে খালামণির সাথে জমি নিয়ে আমাদের ঝামেলা চলছে।
থানা-পুলিশ পর্যন্ত গড়িয়েছে বিষয়টা। তাই ভয়ে আর মা-বাবাকে কিছু বলার সাহস হয়নি।
অবশ্য খালামণির জন্য আফিফার সাথে মা-বাবার কোনো রেষারেষি নেই।
মা-বাবা আফিফাকে খুব ভালোবাসে।
আবার খালামণিও আমাকে খুব ভালোবাসে।
.
চলবে…

No comments

info.kroyhouse24@gmail.com