Breaking News

ম্যাম যখন বউ । পর্ব -১০


নীলার সাথে তোমার কী সম্পর্ক?
ওর সাথে আমার কোন সম্পর্ক নেই।ও আমার ক্লাসমেট।
পরীক্ষার আগে কখনোও ওর সাথে তেমন কথা বলা হয়নি।
নীলার সাথে তোমাকে যেন আর কথা বলতে না দেখি।
কেন ম্যাম?

আমি তোমাকে নীলার সাথে কথা বলতে নিষেধ করলাম তাই।



ম্যাম নিলা আমার ক্লাসমেট। কোন প্রয়োজনে আমরা একে অপরের সাথে কথা বলতেই পারি।



তোমার কোন প্রয়োজন হলে নীলার সাথে কথা না বলে অন্য কারো সাথে বলবে।



ওকে ম্যাম, ঠিক আছে।



কিন্ত নীলা যদি আমার সাথে কথা বলতে আসে তখন

আমি কি করবো?

.



তুমি নীলাকে বলবে তোমার সাথে কথা না বলতে।



ম্যাম ক্লাসমেটকে কি এমন কথা বলা যায়?

আর আপনি কি আপনার ছেলে ক্লাসমেটদের সাথে কথা বলেননি?



যাইহোক তুমি নিলা সাথে কথা না বলতে চেষ্টা করবে।



অবশ্যই ম্যাম, আমি তো আপনার কথা ফেলতে পারি না।

ম্যাম একটা কথা বলবো?



হ্যাঁ, বলে।



কিছু মনে করবেন না তো আবার?



আচ্ছা বলো সমস্যা নেই।



ম্যাম ফানি হিসেবে নিবেন।



ওকে, তুমি যা খুশি বলো।



ম্যাম আমি নীলার সাথে কথা বলার সময় আপনার কি হিংসে হয়েছিল😊? বুকের জ্বালা করছিল😁?



আরে সেরকম কিছু না।



তাহলে কি শুধু শুধুই নীলার সাথে কথা বলতে নিষেধ করছেন😊?



অত কিছু জানিনা।



আমার কথা ঠিক হলে আমি শিওর যে আপনি আমার প্রেমে পড়েছেন।



প্রেমে পড়া কি এতই সহজ?



তো কি করলে আপনি আমার প্রেমে পড়বেন?



বলে কয়ে তো আর প্রেমে পড়া যায় না, মনের অজান্তে প্রেম হয়ে যায়।



এইতো ম্যাম আপনি ঠিক ধরতে পারছেন ব্যাপারটা।

আমি আগেই বলেছিলাম ম্যাম, প্রেম ভালোবাসা ছোট-বড়, সুন্দর-অসুন্দর,

ধনী-গরিব, ধর্ম-বর্ণ কোনোকিছুরই বাধা মানে না।

.



আসলেই তাই।চাইলেই কাউকে ভালোবাসা যায় না।

বাহ্যিক সৌন্দর্য দেখে প্রকৃত ভালোবাসা হয় না। ব্যক্তিত্বই ভালোবাসার ক্ষেত্রে মুখ্য বিষয়।

কথাবার্তা, আচার আচরণে মুগ্ধতার মধ্যেই প্রকৃত ভালোবাসা হয়।

আবিদ তুমি এক কথায় ভালোবাসাকে কি বলবে?



ভালোবাসা শব্দের মধ্যে হাজারো কথা নিহিত রয়েছে তবে আমি ভালোবাসা

বলতে কারো কোনো কিছুর প্রতি অন্তর থেকে গভীর মায়া হওয়াকে বলবো।

এই মায়া থেকে তার জন্য সবকিছু করতে পারা, তাকে সুখে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করা,

দায়িত্ব ও কর্তব্যের সাথে তার যত্ন নেওয়া, তার স্বাদ আহ্লাদ, আবেগ অনুভূতির পূর্ণ গুরুত্ব দেওয়া।



ভালো বলেছো।তুমি তো দেখি কবি-সাহিত্যিকদের মত কথা বলতে শিখে গেছো।



আরে ম্যাম না।



এবার বলেন তো দেখি কিসের মাধ্যমে ভালোবাসা টিকে থাকে?



এবারও আমি আগের মতই বলবো যে অনেক কিছুর মাধ্যমে ভালোবাসা টিকে থাকে তবে মূলত বিশ্বাস এর মাধ্যমেই ভালোবাসা টিকে থাকে।

.



ঠিক তাই। আচ্ছা অনেক কথা হলো এখন বলো তোমার পরীক্ষা কেমন হলো?



আলহামদুলিল্লাহ পরীক্ষাটা ভালো হয়েছে।

ম্যাম আমি আপনাকে যে চারটা ম্যাথ কমানোর কথা বলছিলাম আপনি সেই চারটি ম্যাথই পরীক্ষায় দিয়েছেন।

আমি তো পুরাই অবাক! আপনি কি ইচ্ছা করেই সেই ম্যাথ দিয়েছিলেন?



আরে না। তুমি ওই ম্যাথের কথা বলার আগেই আমি প্রশ্ন তৈরি করেছিলাম।

ওই ম্যাথগুলো আমার কমন মনে হয়েছিল।



ম্যাম আমারও সেই ম্যাথগুলো কেমন মনে হয়েছিল। দেখেন ম্যাম আমাদের মনের সাথে কি মিল।



এই আরকি। যাইহোক আবিদ রাখি, ভালো থেকো।



না, ম্যাম আর একটু কথা বলেন না প্লিজ।



আরে আবিদ তোমাদের খাতা দেখতে হবে তো।



ওকে ম্যাম আমার খাতা দেখছেন নাকি?



হ্যাঁ তোমাদেরর খাতা দেখা প্রায় শেষ। আর কয়েকটা বাকি আছে, সর্বোচ্চ দশটা হতে পারে।



ম্যাম বেশি নাম্বার কে পেয়েছে?



সেটা নাই বলি। এখন বাকি খাতা গুলো দেখে তারপর বলবো নি।

আমি খাতা গুলো দেখে তোমাকে ফোন করতেছি।



ওকে, ম্যাম।



ম্যামের সাথে কথা বলা শেষে খাওয়া-দাওয়া করে ফেইসবুকিং করতেছি।

নীলার থেকে মেসেজ আসলো...

হ্যালো, আবিদ কি খবর? কেমন আছো? কি করতেছো? রাতের খাবার খেয়েছো?



তো এই নীলা থামো! একসাথে আর কত প্রশ্ন করবে?

আগে এগুলোর উত্তর দিই পরে আবার কোশ্চেন করো।



ওকে এবার উত্তর দেওতো।

.



আলহামদুলিল্লাহ ভালো আছি।হ্যাঁ, খাবার খেয়েছি। তুমি কেমন আছো?

তোমার বাসার সবাই কেমন আছে?

আলহামদুলিল্লাহ আমিসহ আমার বাসার সবাই ভালো আছে।

আবিদ তোমার পরীক্ষা তো অনেক ভালো হয়েছে তাই না?



সম্ভবত।



আমি সিওর তোমার পরীক্ষা ভালো হয়েছে।



ভালো হতেই পারে।

এই পরীক্ষার জন্য আমি অনেক অনেক পড়েছিলাম।

আর এর পেছনে একটা বিশেষ কারণ আছে।



কারণটা কী? বলো শুনি।



না, থাক বলা যাবে না।



ওকে না বলতে পারলে বলার দরকার নাই।



হ্যাঁ। নীলা তোমাকে একটা কথা বলার ছিল বলবো?



হ্যাঁ, বলো।



কিছু মনে করব না কিন্তু।



আচ্ছা।



নীলা তুমি ক্লাসে আমার সাথে কথা বলবে না।



কিন্তু কেন?



কারন আছে।



কারণটা কি বলা যাবে?



না, বলতে পারতাছিনা।



তবে আমার সমস্যা আছে।



হঠাৎ ম্যামের থেকে ফোন আসলো...

.

চলবে...

No comments

info.kroyhouse24@gmail.com