বৌ এর ভালোবাসা । পর্ব -০২
ভোর রাতে কিছুর শব্দে ঘুম ভেঙ্গে গেলো । তাকিয়ে দেখি মৌ কোরআন শরীফ পড়ছে ।আমি মুগ্ধ নয়নে তাকিয়ে রইলাম । তাঁর পর আবার ঘুমিয়ে পড়ি ।হয় তো মৌ দেখতে পারে নাই, নয়তো দেখছে ।
সকালে ঘুম থেকে মৌ কে বিছানায় পেলাম না । মেয়ে টা গেল কই।
তখন দেখি মৌ ওয়াসরোম থেকে সবে গোসল করে বের হল । কি বলবো ভাই ভেজা চুলে মৌ কে অপরূপ সুন্দর লাগছে । হরিণীর মত চোখ, পৃথিবীর সব মায়া যেন ঐ দুই চোখে ।মনে হয় হাজার বছর তাকিয়ে থাকি। মুখ টাতেও প্রচুর মায়া । মৌ এর দিকে তাকিয়ে ছিলাম ওর ডাকে গোর কাটলো ।
মৌ:- এই যে শুনছেন, কখন থেকে ডাকছি কি ভাবছেন ।
আমি:- অহ্ হা,আমায় কিছু বললেন ।
.
মৌ:- কখন থেকে ডাকছি । যান ফ্রেশ হয়ে আসেন আমি :- হে আসছি ।
মৌ কে নিয়ে আমি এতো ভাবছি কেন ।আমি তো দিনা কে ভালোবাসি।( অহ্ দিনা হচ্ছে আমার gf ,যারা জন্য মৌ কে বৌ হিসেবে মানতে পারছি না ।) যাই হোক মৌ কে নিয়ে এতো ভাবা যাবে না । যদি ওর মায়ায় জড়িয়ে পড়ি তখন দিনার কি হবে, মেয়ে টা আমাকে অনেক ভালোবাসে ।
ঐদিকে মৌ:-( মিস্টার husband আপনাকে তো আমি আমার করে ছড়বো।দেখি আপনি কি ভাবে আমাকে স্ত্রীর অধিকার না দেন।আমার অধিকার আমি আদায় করবোই, একটু দেরিতে হলেও ।)
———-ফ্রেশ হয়ে এসে দেখি মৌ ঘরে নেই । হয় তো মার সাথে রান্নায় সাহায্য করছে ।
খাটের উপর বসে আছি তখন দিনার ফোন——-
দিনা:- তুমি আমায় ঠকাতে পারলে Arean। তুমি একটা প্রতারক, আমার সাথে প্রতারণা করলে।
আমি:- দিনা তুমি আমায় ভুল বুঝছো। আমি বিয়ে টা নিজের ইচ্ছায় করিনি, মা-বাবার জন্য বিয়ে টা করতে হয়েছে ।
দিনা:- তুমি মিথ্যা বলছো।
আমি:- ওহ্ দিনা আমি মিথ্যা বলছি না । আমি ঐ মেয়ে কে বৌ হিসেবে মানিনী ।
দিনা:- সত্যি বলছো তো।
আমি:- হুম সত্যি বলছি আমি ।
দিনা:- আচ্ছা জান তোমার সাথে পরে কথা বলছি ,বাবা কল করেছে by.
——–দিনার সাথে কথা বলে বসে আছি তখন মৌ আসলো ।
মৌ:- মা আপনাকে খাবার জন্য নিচে ডাকছে ।
আমি:- আপনি যান আমি আসছি ।
মৌ:- হুম
আমি:- শুনেন ।
মৌ:- জী বলেন ।
আমি:- রাতের কথাগুলো মা-বাবা বা অন্য কাউকে বলবেন না plz
মৌ:- ওকে বলবো না । আপনি জলদি নিচে আসেন, মা-বাবা আপনার জন্য অপেক্ষা করছে ।
আমি:- ওকে চলেন ।
——তারপর খাবার টেবিলে মা বললো
মা:- বিকেলে রেডি থেকো তোমাদের নিতে আসবে
আমি:- কে নিতে আসবে মা
মা:- কে মানে, বৌ মার ভারি থেকে তোমাদের নিতে আসবে ।
আমি:- অহ্ , মা আমার না বিকেলে একটু কাজ আছে মৌ কে পাঠিয়ে দিও।
বাবা:- কোন কথা শুনতে চাই না তুই যাবি বেস।
আমি:- হুম ।
.
তাকিয়ে দেখি মৌ মুচকি হাসছে ।
ওহ্ হাসি টা যে কি দারুণ আপনাদের বলে বোঝানো যাবে না ।
বাবা:- কিরে হা করে আসিস কেন খা।
আমি:- ককই খাচ্ছি তো।
খাবার শেষে ঘরে চলে আসলাম , এসেই এক ঘুম ।দুপুরের দিকে কারো ডাকে ঘুম ভেঙ্গে গেলো ।
তাকিয়ে দেখি মৌ ডাকছে
——-ঘুম থেকে উঠে মৌ বললাম
আমি:- কি হয়েছে এভাবে ডাকছেন কেন ।
মৌ:- মা কি বলে ছিল আপনার মনে নেই ।
আমি:- কী বলেছে।
মৌ:- আজকে আমাদের বাসায় যেতে হবে ! মনে নেই আপনার ।
আমি:- ওহ্ sorry. কিন্তু সেটা তো বিকেলে ।
মৌ:- জনাব এখন তিন টা বাজে ।আর আমাদের নিতে ওনার চলে আসসে ।
আমি:- ওহ্, তুমি ধারাও আমি ফ্রেশ হয়ে আসছি ।
Sorry তুমি বলার জন্য
মৌ:- সমস্যা নেই, আমি আপনার ছোট, তুমি বললেই খুশি হবো ।
আমি:- ওকে
.
তারপর আমি ফ্রেশ হয়ে বাহিরে এসে দেখি মৌ আয়নার সামনে বসে ময়দা মাখতে ব্যস্ত ।
এর মাঝে আমি রেডি হয়ে নিচে চলে আসি ।
সোফায় বসে ভাবছি দিনা আজ একটা ভার ধরল না।হয় তো একটু বেশি রাগ করছে ।করারি কথা 1 বছর প্রেম করলাম ওর সাথে আর বিয়ে করার সময় করলাম অন্য কাউকে । এসব ভাবতে ভাবতে হঠাৎ চোখ গেলো সিরির দিকে।
.
মৌ নামছে, নামটা বিষয় না ,মোট কথা হলো মৌ কে আজ অনেক সুন্দর লাগছে ।
নিল শাড়িতে, খোঁপায় বেলী ফুলের মালা, ঠোঁটে লাল লিপস্টিক এক কথায় বলতে গেলে পরীর মতো লাগছে (আমি কিন্তু পরী দেখি নি কোন দিন )
দেখতে দেখতে মৌ যে কখন আমার সামনে এসে হাজির হলো আমি দেখিনি ।
মৌ:- মশাই হা টা বন্ধ করুন ,না হয় মুখে মশা যাবে ।
আমি:- হা আমায় কিছু বললে।
মৌ:- না কিছু বলিনি ।এখন চলুন তো,সবাই অপেক্ষা করছে ।
আমি:- ওহ্ চলো দেরী হয়ে যাচ্ছে ।
মৌ:- আরে শ্বশুরবাড়ি যাবার জন্য এতো পাগল হলেন কেন ।
আমি:- তুমিই না বললে সবাই অপেক্ষা করছে ।
মৌ:- তো কি হয়েছে ।আপনি আগে বলেন আমাকে কমন লাগছে ।
আমি :- পরী তো নয় যেন পরীদের রানি ।
মৌ:- কিহ্ আপনি কি কিছু বললেন ।
আমি:- ককই না তো কিছু বলিনি ।(ভাগ্যিস মৌ কিছু শুনতে পায়নি)
মৌ:- (মিস্টার husband মনে করছেন আমি কিছু শুনিনি,
একটু ওয়েট করেন আপনি বৌ হিসেবে মানবেন আপনার বাবাও বৌ মা হিসেবে মানবে।)
.
মৌ:- কি হলো বললেন না কেমন লাগছে আমায় ।
আমি:- ওহ্, খুব সুন্দর লাগছে ।
মৌ:- tnq, তারাতারি চলে তো।
তারপর মৌ কে সাথে নিয়ে মৌ দের বাসায় চলে আসলাম ।
বাসায় এসে দেখি–
.
চলবে…
No comments
info.kroyhouse24@gmail.com