Breaking News

ম্যাম যখন বউ । পর্ব -৮



ওকে ম্যাম, তাহলে আমি মাগরিবের নামাজ পড়ে এমবি ভরে আপনাকে ভিডিও কল দিচ্ছি।



আচ্ছা।



কি আর বলবো দুঃখের কথা আমার তো ম্যাথে কোন সমস্যা ছিল না,

আমার ইচ্ছা ছিলো ম্যামের বাসায় যাওয়া।



যাইহোক মাগরিবের নামাজ পড়ে ম্যামকে কল দিলাম।হ্যালো ম্যাম আসসালামু আলাইকুম...



ওয়ালাইকুমুসসালাম।



ম্যাম আপনাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে।



এই কথা বলার জন্যই কি কল দিয়েছিলে নাকি ম্যাথ বুঝার জন্য?



ম্যাম আমি তো খারাপ কিছু বলি নি, সত্যি ম্যাম আপনাকে সাধারণ লুকেই ভীষণ সুন্দর লাগছে।



ম্যামের দিকে এভাবে নজর দেওয়া কি ঠিক?



ম্যামের দিকে এভাবে নজর দেওয়া হয়তো ঠিক না।তবে আমি তো আপনার দিকে ম্যাম হিসেবে নজর দেয়নি, নজর দিয়েছে আমার ক্রাশ আর ভবিষ্যৎ বউ হিসেবে।



সে যাই হোক আমি তো এখন তোমার ম্যাম তাইনা?



সেটা বলা যেতে পারে আবার ভবিষ্যৎ বউও বলা যেতে পারে।



আমি তোমাকে কখনই বিয়ে করব না।



আপনাকে আপনাকে বিয়ে করতে হবে না, আমিই আপনাকে বিয়ে করবো নি।



আমি তো রাজি না।



আপনি রাজি না হলেও সমস্যা নেই।



সমস্যা নেই মানে?



আপনাকে জোর করে তুলে নিয়ে পালিয়ে বিয়ে করে নেব।



পারবেনা, এই আশা তোমার কখনই পূরণ হবে না।



চাইলেই পূরণ করতে পারবো।



কিভাবে?



ধরেন, আপনি একা একা কোথাও যাচ্ছেন। আমি আপনার পিছু নিলাম।

আমার হাতে থাকবে মলম পার্টির মতো কিছু যা আপনার সামনে নিলে আমি আপনাকে যা করতে বলবো তখন আপনি তাই করবেন।



তুমি কি পাগল হয়েছো?

.



ম্যাম সত্যিই আমি পাগল হয়েছি, আমি আপনাকে দেখার জন্য পাগল,

আপনার সাথে একটু কথা বলার জন্য পাগল,

আপনার সাথে প্রেম করার জন্য পাগল,আপনাকে ভালোবাসার জন্য পাগল,

আপনাকে বিয়ে করার জন্য পাগল, আপনার সাথে থাকার জন্য পাগল,

পাগল আমি পাগল শুধু আপনার জন্য পাগল।



আবিদ প্লিজ এসব কথা রাখো, এখন তোমার পড়াশোনার সময়,

পড়াশোনা শেষ করো। এরপর প্রতিষ্ঠিত হও তারপর না হয় তোমাকেই বিয়ে করব নি।



এইতো ম্যাম আপনি বিয়ে করতে রাজি হয়েছেন।

ম্যাম আমার পড়াশোনা শেষ করতে আরো তিন বছর সময় লাগবে।

আপনি কি আমার জন্য ওয়েট করতে পারবেন?

আপনার সমস্যা হবে না?



পারবো, সমস্যা নেই।



ম্যাম আপনার কিন্তু অনেক আগেই বিয়ের বয়স হয়েছে, বাড়ি থেকে বিয়ের কথা বলে না?



বাড়ি থেকে অনেক আগেই বিয়ে দিতে চাইছিল এমনকি বিয়ে প্রায় ঠিক হয়ে গেছিল।



তারপর কী হলো?



সে অনেক কাহিনী নাই বলি।



বলেননা ম্যাম।



আরে এখন বলা দরকার নাই, সময় হলে কোন একদিন বলবো নি।



ম্যাম আপনি চাইলে আমরা এখনই বিয়ে করতে পারি।

তারপর আমি পুরো মনোযোগে আমার পড়াশোনায় মনোযোগ দিতে পারি।

.



এখন পসিবল না।



কেন পসিবল না?



স্টুডেন্ট আর টিচার বর বউ হিসেবে একি কলেজে থাকবে এটা কেমন জানি দেখায়।



এমন অনেক ইতিহাস রয়েছে যে শিক্ষক তার ছাত্রীকে বিয়ে করে তারা একই কলেজে রয়েছে।



সেটা ভিন্ন কথা তুমি আর আমি তো তাদের বিপরীত।

ম্যাম তার ছাত্রকে বিয়ে করে একই কলেজে থাকতে পারে না।



ম্যাম আসুন না আমরা বিয়ে করে ফেলি তারপর আমি না হয় অন্য কলেজে টিসি নিয়ে চলে যাব।



আমি এই বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। তুমি ম্যাথ বুঝলে বুঝো না হয় আমি রাখি।



না ম্যাম রাখতে হবেনা, এই তিন নম্বর ম্যাথটা একটু বুঝিয়ে দিন।



হ্যাঁ বুঝেছি। একে একে ম্যাম থেকে ৪টা ম্যাথ বুঝলাম।



ম্যাম একটা কথা বলবেন?



হ্যাঁ, বলো।



এই চারটা অঙ্কের কোন একটা পরীক্ষায় দিয়েছেন?



সেটা তোমাকে বলব কেন?



আমার মনে হয় দিছেন, এই অংক চারটা আমার খুব কমন মনে হচ্ছে।



তোমার কমন তোমার কাছেই রাখো। তুমি যদি কখনো শিক্ষক হও তখন এই অংক গুলো তোমার স্টুডেন্ট এর পরীক্ষায় দিও।

.



ম্যাম আপনাকে স্পেশাল ধন্যবাদ।,আমাকে অংক গুলো বুঝিয়ে দেওয়ার জন্য।



ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, এটা আমার দায়িত্ব স্টুডেন্টদের পড়াশোনার বুঝিয়ে দেওয়া।



ম্যাম আপনি মানুষ হিসেবে সত্যিই অসাধারণ, আপনার ব্যাবহার আমাকে মুগ্ধ করেছে।

আপনি মানুষ হিসেবে খুবই হেল্পফুল।

আপনাকে জীবনসঙ্গী হিসেবে পেলে আমার জীবন ধন্য হবে।



আবিদ রাখি এখন, আমার কাজ আছে। তুমি ভালোমতো পড়াশোনা করো,

পরীক্ষার জন্য রেডি হও।



ম্যামের সাথে কথা বলে শেষ করে পড়তে বসলাম। ভাবছি কাল কলেজ যাব না,

কলেজ না গিয়ে প্রচুর পড়তে হবে।

যেভাবেই হোক আমাকে প্রথম হতে হবে।

মা কে বলে রাখলাম আমাকে যেন কেউ কোনো কাজের জন্য না ডাকে,

আমার পরীক্ষা আছে। অনেক অনেক পড়তে হবে। মা বলল ঠিক আছে,

তুই ভালো মতো পড়, তোকে কেউ ডিস্টার্ব করবে না।



পরদিন সন্ধ্যায় ম্যাম কল দিলো। কি খবর আবিদ?আজ যে কলেজে আসলানা।

আমি তো খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। তোমার নাকি আবার কিছু হয়ে গেল।



ম্যাম আমি ভালো আছি। আপনার পরীক্ষার পড়া নিয়ে খুব ব্যস্ত আছি, তাই আজ আর কলেজ যাওয়ার সময় পায়নি।



পড়া শেষ হলো তো?



হ্যাঁ, ম্যাম পরা প্রায় শেষ। আশা করা যায় আপনার পরীক্ষায় অনেক ভালো করতে পারব।

ম্যাম একটা সত্যি কথা বলবেন?



হ্যাঁ বলো।



ম্যাম আপনি...

.

চলবে...

No comments

info.kroyhouse24@gmail.com