Breaking News

ঘুরতে গিয়ে প্রেম । পর্ব -০৩



বিকেলে দিকে ঘুরতে বের হলাম। মামুন আজ কোথায় যাবি..?

মামুন --চল বাওড়ে নৌকা চালিয়ে আসি।
আমি --তা খারাপ বলিস নাই,চল সবাই নৌকা ভাড়া নিই।
আলামিন --ঠিক আছে চল, হাঁটতে হাঁটতে বাওড়ে এলাম তখন মুন্নার সাথে দেখা..
মুন্না --কি রে তোরা এদিকে..?
আমি --ঘুরতে এলাম,দেখ তো নৌকা পাওয়া যায় কি.?
.
মুন্না --ঠিক আছে দেখছি। এরপর মুন্না নৌকা নিয়ে এলো।
আমি --আমি নৌকা চালাতে পারবোনা তোরা শুধু আমাকে নৌকা চালাতেন দিস(আজ নৌকা বাইতে পারি বলি আমাকে নৌকা বাইতে হয়,এবারও আমাকে নৌকা বাইতে হয়েছে)
মামুন --আমি করছি তুই বসে থাক।এর পর মামুন নৌকা বাইতে শুরু করলো।
মুন্না --কি রে তুই নাকি আনিকার সাথে কিছু..?
আমি --হায় হায় বলিস কি, আমি কিছু করিনি।
আলামিন --মিথ্যা কথা বলছে..?
আমি --আমি মিথ্যা কথা কখন বললাম,সালা কোথাকার..?
আলামিন --তুই আমাকে সালা কেমন করে হলাম হুম..?
আমি --গ্রামের দিক থেকে তুই আমার সালা হি হি..
আলামিন --তবে রে হারামি, আলামিন কে ইশারা করে আমাকে ধরতে বললো।
হঠাৎ দুইজনে আমাকে ধরলো..
আমি --এই তোরা আমাকে ধরলি কেন, তোদের মতলব ভালো না..
মামুন --তোকে এখন পানিতে ফেলে দিবো।
আমি --এই না না,
মামুন --আলামিন তুই ওর ফোন বের করে নেহ।
আমি --এই না না না,থপাস করে আমাকে পানিতে ফেলে দিলো।
আমি ও বুদ্ধি করে ডুব মেরে নৌকার সামনে এসে লুকিয়ে পড়লাম।
মামুন --আলামিন হাবিবুর কোথায়,এখন উঠছে না কেন..?
আলামিন --সেটাই অনেক্ষণ হয়ে গেছে।
মুন্না --তোরা একটুও বেশি বুঝিস তাড়াতাড়ি পানি নেমে খুঁজতে শুরু কর।
মামুন --ঠিক বলছিস, মামুন আর আলামিন পানিতে নেমে খুঁজতে শুরু করলো। এবার আমি নৌকার সামনে থেকে বের হয়ে এসে নৌকায় উঠলাম।
.
আমি --তোরা আমাকে পানিতে ফেলছিস দেখ কেমন মজা লাগে।
মামুন --তুই না..!তোর চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছিল।
মুন্না --তাহলে আমি ও গোসল করে নিও।
আমি --দে লাফ। এরপর আমরা গোসল শেষ করে নৌকা নিয়ে ফিরে এলাম।
সন্ধ্যায় বাড়িতে মোমিন স্যার বাড়ির টিনের চালে ঢিলের শিলা বৃষ্টি শুরু করে দিলাম।
মোমিন স্যার --এই কে রে..?
আমি --এই তোরা ভাগ ধরতে পারলে কিন্তু খবর আছে।
আমরা দিলাম দৌড় এক দৌড়ে বাড়িতে চলে এলাম।
আম্মু --কি রে কোথা থেকে দৌড়ে আসলি..?
আমি --গোসল করে আসলাম। এরপর জামা কাপড় চেঞ্জ করে পড়তে শুরু করলাম।
পড়া শেষ করে ঘুমিয়ে পড়লাম..
আনিকা --কি করো ..?
আমি --দেখছো না আমি বসে আছি,আসো না গতকালের মতো তোমাকে জড়িয়ে ধরি..
আনিকা --এই না না,
আমি --তা বললে আমি শুনেছি না, আমি তোমাকে ছাড়ছি না।
আমি উঠে আনিকার দিকে এগিয়ে যেতে শুরু করলাম.
আনিকা --এই একদমই কাছে আসবে না..
আমি --না ছাড়বো না, আমি আনিকার হাত চেপে ধরলাম..
আনিকা --একদম ভালো হচ্ছে না, হঠাৎ আনিকা আমাকে ধাক্কা দিলো আমি ঠপাস করে পড়ে গেলাম..
আমি --উফ আহ কি ব্যথা, আমি চোখ খুলে দেখি আমি বেড থেকে মেঝে পড়ে গেছি।
তাহলে আমি কি স্বপ্ন দেখছিলাম।
আমি আবার বেডের উপর উঠে শুয়ে পড়লাম। সকালে স্কুল এসেই আনিকার কাছে এলাম..
আনিকা --আপনি এখানে কি চাই..?
.
আমি --তুমি আমার রাতে স্বপ্নে এসে বেড থেকে ফেলে দিলে কেনো..?
কাজল --কি.! আনিকা তোর স্বপ্ন গিয়ে বেড থেকে ফেলে দিয়েছে হি হি..
আফরিন --তা কি স্বপ্ন দেখছিস..
আনিকা --এই না না..
আমি--দেখিস আমাকে নিষেধ করছে।
লামিয়া --আরে বল তোকে কিছুই বলবে না।
আমি --এর পর আমি স্বপ্নে ঘটে যাওয়া কথা বললাম।
সবাই --হি হি..
আনিকা --গতকাল আমি আপনাকে ইচ্ছা করে জড়িয়ে ধরি নাই ভয়ে ধরছি।
নিশান --কি তোকে জড়িয়ে ধরেছিল ..!
আমি --ভয়ে তো সবাই আমার পিছনে গিয়ে দাঁড়িয়ে ছিল তুমি আমাকে জড়িয়ে ধরছিলে।
আনিকা --ইয়ে মানে..
আমি --থাক বলতে হবে না।
কাজল --এই থাম গণি স্যার আসছে। আমি আমার জায়গায় এসে বসলাম। ছুটির পর বাড়িতে এলাম। অন্যদিকে..
আনিকার আব্বু --তোদের সাথে কয়টা ছেলে পড়ে..?
আনিকা --দুইটা, একটা মোমিন স্যারের ছেলে আরেকটা পশ্চিম পাড়ার কাঠাল বাগানে বাড়ি।
আনিকার আব্বু --সাগরের সাথে কোনো কথা বলবি না..?
আনিকা --কেন..?
.
আনিকার আব্বু --বলছি তাই বলবি না..?
আনিকা --দরকার হলে কথা বলতে হবে তুমি বলো কেন কথা বলবো না।
আনিকার আব্বু --তোদের সাথে আমাদের শত্রুতা আছে।
আমি চাই তুই আমাদের মেয়ে ওর সাথে কথা বলবি না।
আনিকা --আচ্ছা,আনিকা রুমে এসে ভাবতে শুরু করল যদি আব্বু
জানতে পারে আমি ওকে জড়িয়ে ধরেছিলাম তখন কি হবে।
দরকার নেই দূরে থাকাই ভালো। এদিকে আমি বিকেলে ঘুরতে বের হলাম।
আবির --তোরা হঠাৎ এই পাড়ায় কেন..?
আমি --আরে খেলা দেখতে এসেছি,চল আমরা খেলা দেখি..
আবির --ঠিক আছে। এরপর আমরা বলফ্লিটে খেলা দেখতে এলাম,এক জায়গায় বসে বাদাম খাচ্ছি ।
আমি --ওটা আনিকা না..
মামুন --এই থাম এখানে ফাজলামি করিস না।
আমি --ঠিক আছে। এদিকে মোমিন স্যার রেফারি করছে আমাদের গ্রামের সাথে পাশের গ্রামে ফুটবল খেলা।
খেলা দেখা শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম তখন পাশে দেখি আনিকা..
কি অবস্থা খেলা দেখতে এসেছিলে নাকি..
আনিকা --এই শুনেন আপনি চুপ করেন, আপনার সাথে কথা বলা দেখলে আমার খবর আছে।
আমি --কে কি বলবে..?
আনিকা --আব্বু, হঠাৎ আনিকা বললো পিছে পিছে যাও সামনে আব্বু..
আমি --আচ্ছা, আমি আনিকার অনেক পিছনে চলে এলাম..
.
চলবে...

No comments

info.kroyhouse24@gmail.com