Breaking News

ম্যাম যখন বউ । পর্ব -১৩


আমি আপনার কাছে যে রকম গুরুত্ব চাই আপনি আমাকে সেরকম করে গুরুত্ব দেন না।
সেরকম গুরুত্ব সময় হলেই পাবে।
সেই সময় কবে আসবে ম্যাম?
আমি জানি না।
জানতে হবে ম্যাম।
এখন জানা দরকার নাই।
ম্যাম একটা কথা বলার ছিল, বলবো?
হ্যাঁ বলো।
ম্যাম আমি আপনাকে ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি, মারাত্মক লেভেলের ভালোবাসি,
এখনো ভালবাসি, পরেও ভালোবাসবো, সব সময় ভালবাসবো, আজীবন ভালবাসবো।
আরে আর বলতে হবে না। এটা আমি জানি তো। তুমি আমাকে ভালোবাসো।
তাহলে আপনি আমাকে ভালোবাসতেছেন না কেন?
জানি না।
জানেন না কেন?
তাও জানিনা।
এটা কোন অ্যানসার হয় নাই।
আপনি আমাকে ভালোবাসি বলেন না হয় আমি উল্টাপাল্টা শুরু করে দেব।
তো কি উল্টাপাল্টা শুরু করবে শুনি?
শোনাতে চাই না দেখাতে চাই।



আগে শোনাও ভালো লাগলে দেখাতে বলবনি।



বেশি কিছু না আন্টিকে বলব ডিয়ার হবু শাশুড়ি আম্মা আপনার মেয়ের সাথে আমার দীর্ঘদিনের প্রেম চলছে।

প্রেম জমে ক্ষীর হয়ে গেছে। এভাবে আর থাকতে দেওয়া যায় না।

তাই আমরা এখন বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। এক্ষেত্রে আপনার অনুমতি প্রয়োজন।

আপনি কি বলেন?



আশা করি আন্টি থুক্কু শাশুড়ি আম্মা অনুমতি দিবে।

এমন কি বলবে তোমাদের কিছুই করতে হবেনা আমি তোমাদের বিয়ের আয়োজন করতেছি।



তারপর?



আমাদের বিয়ে হয়ে যাবে। আপনি আর আমি বাসর ঘরে বসে বসে গল্প করতেছি।



তারপর?



আমরা অনেক গল্প করতে থাকবো।



হয়েছে থামো, এবারবাস্তবে আসো।

মা কে তুমি এই কথা বলার পর তোমাকে ঝাড়ু দিয়ে পিটাইয়া বাড়ি ছাড়া করবে।



কি বলেন ম্যাম? শাশুড়ি আম্মা আমার সাথে এমন টা করবে না,

প্রথম সাক্ষাতেই শাশুড়ি আম্মা আমাকে বাবা বলে সম্মোধন করেছে।

সে আমাকে জামাই হিসেবে অবশ্যই মেনে নিবে। আপনি যাই বলুন না কেন।



তুমি ওই কথাগুলো আমার আম্মুকে সত্যিই বলতে পারবে?



আপনার কি মনে হয় আমি বলতে পারবোনা?



কে জানে।



ম্যাম আপনি অনুমতি দিলে আমি অবশ্যই বলতে পারবো।



তোমার সাহস হবে তো?

.



একবার অনুমতি দিয়ে দেখেন বলতে পারি কিনা।



থাক দরকার নাই। সময় হলে আমিই মাকে বুঝিয়ে বলবো নি।

আশা করি বুঝিয়ে বললে আমার কথা ফেলবেনা।



আবিদ বিরানি মনে হয় হয়ে গেছে। এই নাও লবণ দেখে তো হইছে নাকি?



একটু টেস্ট করে দেখলাম। হ্যাঁ ম্যাম লবণ হয়েছে। সেই স্বাদ হয়েছে।

ম্যাম আপনার হাতে মনে হয় জাদু আছে। আরে তেমন কিছুই নয়,

মশলাপাতি দিয়ে রান্না করলে এমনই স্বাদ হয়।

বিরানী রান্না হতে হতে সাড়ে চারটা বেজে গেছে।



সবাই একসাথে খেতে বসেছি।সায়মা বললো আবিদ ভাইয়া লজ্জা পেয়ে আবার বেশি খাইয়েন না।



হা হা আমিতো জানি লজ্জা পেয়ে মানুষ কম খায় আর তুমি তার বিপরীত বলতেছো।

আমি লজ্জা পাই না, তুমি আবার আমায় দেখে লজ্জা পেয়ে কম খাইও না।

তুমি ছোট মানুষ, বেশি বেশি খাওয়া দরকার।

তোমাকে জলদি বড় হতে হবে আর এজন্য বেশি খেতে হবে।



আপনিই বেশি খান আমার জলদি বড় হওয়ার দরকার নাই।



ম্যাম বলে উঠলো খাবারের সময় বেশি কথা বলতে নেই, জলদি খাওয়া শেষ করো।



আন্টি বলল আবিদ তুমি মন ভরে খাও নিজের বাড়ি মনে করে খাও।



হ্যাঁ আন্টি আমি নিজের বাড়ি মনে করতেছি।



তোমার বাসা কোথায় যেন?



আন্টি আমার বাসা আপনাদের বাসার কাছাকাছি। 15 মিনিট লাগে আসতে।



ও আচ্ছা। তোমার বাসায় কে কে আছে?



মা, ভাই, ভাবি আর ভাতিজী।



যাক ভালো।

.



খাওয়া শেষ হলো। কিছুক্ষণ বিশ্রাম এর পর আন্টি বল্লো

মেঘলা আবিদকে নিয়ে পাশের বাগান থেকে ঘুরে আসিস।



হ্যাঁ, চলো মা তুমিও আমাদের সাথে যাবে।



না, আমি যাব না। তোরা তিনজনই যা।



সায়মা বলল আমি যাব না, একটু পর আমার একটা প্রিয় প্রোগ্রাম হবে। সেটা মিস করা যাবে না।



আমি তো মনে মনে মহা খুশি। ম্যাম আর আমি ঘুরতে যাব।



ম্যাম ঘুরতে যাওয়ার জন্য প্রস্তুত হলো। আবিদ চলো বের হই।



হ্যাঁ ম্যাম চলুন। 5 মিনিটে বাগানে চলে আসলাম।



বাহ!বাগানটা কি সুন্দর! ফুলে ফুলে ভরে আছে।



ম্যাম বাগানটা আপনার কাছে কেমন লাগছে?



অনেক সুন্দর।



ম্যাম বাগানটা যেমন সুন্দর লাগছে তার চেয়েও হাজার গুণ সুন্দর আপনাকে লাগছে।



হয়েছে আর পাম দিতে হবে না।



সত্যিই আপনাকে ভীষণ সুন্দর লাগছে, আপনাকে পরীর মত লাগছে, রানীর মত লাগছে।



আবিদ থামো এবার, অন্য কথা বলো।



রাগ করলেন নাকি?



না, রাগ করব কেন?



রাগ না করলেই ভালো। ম্যাম এখন আমার যা ইচ্ছা করছে শুনবেন?

.

চলবে...

No comments

info.kroyhouse24@gmail.com